আলোকচিত্রঃ আম্রপালি আম ।। ১০% @shy-fox বেনিফিশিয়ারী ।। ৫% @abb-school এর জন্য ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ বৃহস্পতিবার ।। ১৬ই জুন ২০২২ ইং ।। ২রা আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ ।। ১৫ই জিলক্বদ ১৪৪৩ হিজরি ।।

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুগণ আশাকরি সৃষ্টি কর্তার অসীম করুণায় আপনারা সবাই ভাল আছেন । আলহামদুলিল্লাহ্‌ আমিও ভাল আছি । জ্যৈষ্ঠের শেষে আষাঢ় দিয়েছে হানা তবুও নেই বৃষ্টির দেখা । আকাশ জুড়ে মেঘের উড়াউড়ি যেন বৃষ্টি হয়ে নেমে আসার কথায় ভূলে গেছে । তবে এই গরমেও যেটুকু মিষ্টির পরশে বিমোহিত করছে তা হলো নিজ গাছের পাকা পাকা আম্রপালি আম । আজ আপনাদের সাথে "আম্রপালি আম" এর কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি ।

IMG_২০২২০৬০৫_১০৩৫৩৮.jpg

"আম্রপালি একটি হাইব্রিড জাতের আম । এর উৎপত্তি স্থান ভারত । ১৯৭১ সালে 'দশেরী' এবং 'নিলম' এই দুটি জাতের আমের সংকরায়নের মাধ্যমে এ জাতটি উদ্ভাবিত হয়।
এই আম বাংলাদেশে চাষ শুরু হয় ১৯৮৪ সাল থেকে ।" 1

অত্যান্ত মিষ্টি স্বাদের এই আমের সাথে আমার পরিচয় ২০১০ থেকে । এমন মিষ্টি আমের সন্ধান কেন এত দেরীতে পেলাম এটা ভেবেই এখন আশ্চর্য বোধ করি আফসোস ও হয় । তবে সে শোধ এখন পুরোটা সুদে আসলে উঠাচ্ছি প্রতিদিন ইচ্ছেমত আম খেয়ে ।

আম পাকে বৈশাখে

আমাদের প্রিয় কবি সুকুমার রায় এর এই সু-পরিচিত কবিতাংশটির বিরোধী যে সব আম রয়েছে আম্রপালী তাদের মাঝে একটি । বৈশাখে তো পাকেই না । জ্যৈষ্ঠ শেষে আষাঢ়ে এসেও এই মহাশয়া পাকাপাকি নিয়ে কনফিউশনে ভুগছে ।

আমার তোলা আরো কিছু আলোকচিত্রঃ

IMG_২০২২০৬০৫_১০৩৭৩০.jpg

IMG_২০২২০৬০৫_১০৩৭৪৫.jpg

IMG_২০২২০৬০৫_১০৩৭৫১.jpg

কিছু গাছে প্রচুর পরিমাণ আম ফলেছে যার কারণে বাড়তি সতর্কতা হিসেবে বাঁশ দিয়ে সাপোর্ট দেয়া লেগেছে ।

IMG_২০২২০৬০৫_১০৩৭১১.jpg

IMG_২০২২০৬০৫_১০৩৭৩৪.jpg

প্রতিদিনের মত আজ দুপুরেও আম খেতে ভুল হয়নি।

IMG_২০২২০৬১৬_১১১৫১৩.jpg

গরমে আরাম একমাত্র আম, এ কথা ভাবছি আর আবহাওয়াটা সহ্য করে যাচ্ছি । আজকের মত আমার পোস্ট এখানেই সমাপ্ত করছি ।

ভাল থাকবেন সুস্থ থাকবেন

আল্লাহ্‌ হাফেজ ।

নামঃ @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

image.png

image.png

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  

ওয়াও ভাইয়া অসাধারণ কিছু আমের ফটোগ্রাফি তুলে ধরেছেন। আম গাছে আমের দৃশ্যটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আম গুলো দেখে লোভ লাগিয়ে দিলেন এখন তো খেতে ইচ্ছে করছে, যাইহোক আজকেই কিনে খেতে পারি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। আমগুলো আসলেই লোভনীয় স্বাদের।

 2 years ago 

আম্রপালি আম আমার খুবই প্রিয়। এই আম খেতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে এই আম সম্পর্কে তথ্য গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং দারুণ সব ফটোগ্রাফির গুলো শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। আম্রপালি আম অনেকের প্রিয় একটি আম তেমনি ভাবে আমিও এটা পছন্দ করে থাকি। আপনার জন্যও শুভকামনা রইলো।

 2 years ago (edited)

আপনার গাছে এমন থোকায় থোকায় আম ধরে আছে দেখে সত্যিই খুব ভালো লাগছে । আমার খুব পছন্দের একটা নাম হচ্ছে এই আম্রপালি। আপনার গাছের আম গুলো দেখছি ভিতরে বেশ লাল এবং রসালো দেখে খুব লোভ লাগছে।

 2 years ago 

আমাদের পুকুরের পাশে আব্বু যখন আম গাছ লাগিয়েছিলেন আমি তো মহাবিরক্ত ছিলাম। আরো কয়েকটি অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে। এখন তো আম খায় আর সেই গাছ গুলোর জন্য আফসোস করি। এবার প্লান করেছি আরো কয়েকটি গাছ লাগাবো। ধন্যবাদ ভাইয়া, আম খাওয়ার দাওয়াত রইলো।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে আমের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যে আম আমার খুবই প্রিয় এবং পছন্দ করি কিন্তু খেতে ভালো লাগে না। আশাকরি পুনরায় কোন ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

আম্রপালির একটা গুণ আমার মার খুবই পছন্দ তা হলো পাকা আমের খোসা ছাড়িয়ে নিলে দেখতে আশ্চর্যজনক সুন্দর লাগে।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো আমার এই ফটোগ্রাফি গুলো দেখেই মনে হচ্ছে দৌড় দিয়ে গিয়ে খেয়ে আসি। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দ্রুত দৌড়ে আসতে হবে সীজন কিন্তু শেষের দিকে। 😀

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60340.89
ETH 2615.66
USDT 1.00
SBD 2.56