diy " এসো নিজে করি" ।। একই বৃন্তে দুটি ফুল তৈরি ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ বৃহস্পতিবার ।। ২২শে বৈশাখ ১৪২৯ বাংলা ।। ৫ই মে ২০২২ ইংরেজি ।। ৩রা শাওয়াল ১৪৪৩ হিজরি ।

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুগন, আসা করছি সবাই অনেক ভাল আছেন সুস্থ আছেন । আপনাদের সবার ঈদ খুব ভালো কেটেছে । এখনও ঈদের আনন্দ উপভোগ করছেন আমার মত করে । আজকে সকালে ইচ্ছে জাগলো নতুন কিছু করি । তাই বানিয়ে ফেললাম একই বৃন্তে দুইটি ফুলের একটি diy । এখন আমি এটি আপনাদের সাথে শেয়ার করছি ।

IMG_২০২২০৫০৫_১২৩৭২১.jpg

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরনঃ

  • রঙিন কাগজ
  • স্কেল
  • কাঁচি
  • আঠা
  • মার্কার পেন

IMG_২০২২০৫০৫_১০২১৩৬.jpg

ধাপঃ ০১

প্রথমে আমি লাল রঙের কাগজ ১০*১০ বর্গ সে.মি আকারে কেটে নিলাম ।
কাগজ গুলো প্রথমে মাঝ বরাবর ভাজ দিয়ে নিলাম ।
পুনরায় ডানে আরেক বার মাঝ বরাবর ভাজ করে নিলাম ।

Untitled design (7).jpg

ধাপঃ ০২

প্রায় গোলাকার শেপে সব গুলো একই মাপে কেটে নিলাম ।
চিত্র অনুরুপঃ

IMG_২০২২০৫০৫_১০৪৬৩৩.jpg

এবার ভাঁজ খুলে দেখবো ।
দেখতেই পারছেন সব গুলো একই রকম এবং সুন্দর আকৃতিতে কাটা হয়েছে ।

IMG_২০২২০৫০৫_১০৫১৪৬.jpg

ধাপঃ ০৩

এবার ফুল তৈরি করে নেব ।
প্রথমে একটা কাগজের টুকরা নেব এবং আঠা লাগিয়ে চিত্র অনুরুপ করবো ।

IMG_২০২২০৫০৫_১০৫৮১১.jpg

ধাপঃ ০৪

প্রতিটা কাগজ একে একে আঠা লাগিয়ে একটা ফুল সম্পুর্ণ করবো ।
এভাবে আরো একটা ফুল তৈরি করে নেব ।

IMG_২০২২০৫০৫_১১৩১১০.jpg

ধাপঃ ০৫

এরপর টিয়া রঙের কাগজ লম্বা করে জড়িয়ে পাইপ আকৃতি করে নেব ।

IMG_২০২২০৫০৫_১২০৭৫৯.jpg

একটু বড় আকৃতির পাইপ তৈরি করেছি তাই এক দিক থেকে ৩" মাপে কেটে চিত্র অনুরুপ আঠা দিয়ে জুড়ে দেব।
IMG_২০২২০৫০৫_১২২০৫৫.jpg

ধাপঃ ০৬

এবার সবুজ রঙের কাগজ ১০*১০ বর্গ সে.মি আকারে কেটে নেব ।
গোলাকার শেপ দিব এবং চারিপাশে চিত্র অনুরুপ কেটে নেব । যেন দেখতে ফুলের বৃত্তির মত মনে হয় ।

IMG_২০২২০৫০৫_১২১৪৩৮.jpg

ধাপঃ ০৭

আবার ও সবুজ রঙের কাগজ নিব ।
পাতা আকৃতিতে কেটে নিব ।
চারিপাশ মার্কার পেন দিয়ে কালো করে দেব । যেন দেখতে আরো আকর্ষণীয় হয় ।

IMG_২০২২০৫০৫_১২৩২০৫.jpg

ধাপঃ ০৮

প্রথমে ডালের সাথে বৃত্তি আঠা লাগিয়ে দেব ।
বৃত্তির উপর ফুল গুলো আঠা লাগিয়ে দেব ।
এবং সব শেষে পাতা লাগিয়ে দেব ।
এরি মাঝে আমাদের আজকের প্রজেক্ট একই বৃন্তে দুটি ফুলের কাজ সমাপ্ত হলো ।

IMG_২০২২০৫০৫_১২৩৬৩৯.jpg

ফুল ফুল আর ফুল চারিদিকে ফুলের সমারোহ, এমন বাগানের স্বপ্ন দেখতাম, সেটা এখনো পুরণ করতে পারিনি। তাই হয়তো কাগজের ফুলের প্রতি আলাদা একটা মায়া জন্মে গেছে। এগুলো তৈরি করে আলাদা রকমের আনন্দ অনুভুত হয়।
আমার মত যারা ফুলময় ঘর দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ক্ষুদ্র অবদান।
ভাল থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।

নামঃ @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

received_434859771523295.gif

image.png

image.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি অসাধারণ হয়েছে। দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের ফুল। আপনি অনেক সুন্দর ভাবে আপনার দক্ষতা কাজে লাগিয়ে এই ফুল তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। দারুণভাবে ফুল তৈরির পদ্ধতি উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুবই চমৎকার করে একই বৃন্তে দুটি ফুল তৈরি করেছেন। আমার কাছে ফুল দুটিকে একদম বাস্তব এর ফুল মনে হচ্ছে। এতটাই নিখুঁত করে তৈরি করেছেন ফুল দুটিকে যা দেখতে অপূর্ব লাগছে। এত সুন্দর ফুল দুটি রঙিন কাগজ দিয়ে কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার অভিজ্ঞতা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমে দেখে মনে করেছিলাম গোলাপ ফুল গাছ থেকে নিয়ে এসেছেন। খুব সুন্দর ভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য। আরো সুন্দর সুন্দর নতুন নতুন কাজ আশা করে দেখতে পারবো।

 2 years ago 

নতুন কিছু তৈরি করতে আমারও খুব ভাল লাগে।
আপনার অনুপ্রেরণায় ভাল লাগাটা আরো বেড়ে গেল।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর দুটি গোলাপ ফুল তৈরি করেছেন ভাইয়া। আমি প্রথমে ভেবেছিলাম আপনি কোন ফুলের ছবি তুলেছেন। শেষে আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম আপনি রঙিন কাগজ ব্যবহার করে তৈরি করেছেন। চমৎকার হয়েছে ভাইয়া অবাক হলাম। এত সুন্দর গোলাপ ফুল তৈরি প্রতিটি ধাপ আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। আপনি খুব দক্ষতার সহকারে ধাপসমূহঃ আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।এত অসাধারণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

খুবই সুন্দর ও দক্ষতার পরিচয় দিয়েছেন আপনি আসলে আপনার এত সুন্দর দক্ষতা তারিফ করা উচিত। অন্যান্যদের মত আপনিও খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এত সুন্দর কাজ দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি ভাই। আশা করি আরও সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে এভাবেই শেয়ার করবেন আপনি।

 2 years ago 

ভাই অসাধারণ ছিল আপনার কাগজের তৈরী ফুল।আমার কাছে অনেক বেশী ভালো লাগছে। এতো সুন্দর কাজ আপনি করতে পারেন আগে জানা ছিল না।প্রতিটা ধাপ খুবই সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার কাগজের তৈরি গোলাপ ফুল দুটি একেবারে যেন সত্তিকারের ফুল অনেক সুন্দর করে তৈরি করে, আপনার তৈরি করা চুলের প্রশংসা করে শেষ করা যাবে না, আশা করি সামনে আরও এমন জ্যান্ত জ্যান্ত কাগজের তৈরি জিনিস দেখব, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে কাগজ দিয়ে ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে একই বৃন্তে দুটি ফুল অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে ধাপে ধাপে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব চমৎকার করে একই বৃন্তে দুটি ফুল তৈরি করে আমাদের মধ্যে শেয়ার করেছেন। আপনার রঙিন কাগজের তৈরি ফুল গুলো দেখে আমার খুব ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে ফুল এবং পাতার কাজগুলো আপনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন। আপনার উপস্থাপনা বেশ ভালো ছিল। DIY পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71091.02
ETH 3814.91
USDT 1.00
SBD 3.44