DIY-রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে বা কোন ভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি


IMG_20240708_210649.png
Device-XANON-X20


ভিন্ন কিছু করতে সকলেরই ভালো লাগে। ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়। আজকে আমি ভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করেছি। আজ আমি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার চেষ্টা করেছি। আমার খুবই ভালো লেগেছিল রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. আঠা।
৩. কাঁচি।


IMG_20240701_124404_660.jpg
Device-XANON-X20


রঙিন কাগজ দিয়ে ফুল তৈরির ধাপ সমূহ:


ধাপ-১

IMG_20240701_124421_970.jpg
Device-XANON-X20
IMG_20240701_124433_434.jpg
Device-XANON-X20

IMG_20240701_125324_384.jpg
Device-XANON-X20


প্রথমে একটি রঙিন কাগজ নিব। এরপর সেদিকে মাঝ বরাবর মাঝ বরাবর ভাঁজ করে নিব।


ধাপ-২


IMG_20240701_125440_485.jpg
Device-XANON-X20
IMG_20240701_125457_667.jpg
Device-XANON-X20

IMG_20240701_125715_450.jpg
Device-XANON-X20


এরপর দুই পাশ আঠা দিয়ে লাগিয়ে নিব।


ধাপ-৩


IMG_20240701_125731_797.jpg
Device-XANON-X20
IMG_20240701_130213_304.jpg
Device-XANON-X20

IMG_20240701_130715_111.jpg
Device-XANON-X20


এরপর সুন্দর ভাবে কাঁচির সাহায্যে কেটে নিব।


ধাপ-৪


IMG_20240701_131145_672.jpg
Device-XANON-X20


একইভাবে আরেকটি ছোট কাগজ ভাঁজ করে কেটে নিব।


ধাপ-৫


IMG_20240701_131238_445.jpg
Device-XANON-X20

IMG_20240701_131421_770.jpg
Device-XANON-X20


এরপর ছোট কাগজটিকে পেঁচিয়ে আঠার সাহায্যে লাগিয়ে নিব।


ধাপ-৬


IMG_20240701_131450_362.jpg
Device-XANON-X20

IMG_20240701_131502_799.jpg
Device-XANON-X20


এরপর আগের কেটে নেওয়া কাগজটি ছোট প্যাঁচানো কাগজটির উপরে পেঁচিয়ে নিয়ে আঠা লাগিয়ে নিব।


ধাপ-৭


IMG_20240701_131634_075.jpg
Device-XANON-X20


তাহলে আমার ফুল টি তৈরি হয়ে যাবে।


শেষ ধাপ


IMG_20240701_133353_759.jpg
Device-XANON-X20


এভাবে আরেকটি ফুল তৈরি করে নিব।


উপস্থাপনা:


IMG_20240708_210730.png
Device-XANON-X20


রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিয়েছি। এই ধরনের জিনিস তৈরি করতে বেশ ভালই লাগে। রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে এমন ফুল তৈরি করে সকলের মাঝে তুলে ধরতে পেরে। আশা করি আমার তৈরি করা ফুল গুলো সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে।

Sort:  
 3 months ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে। আপনার ফুল তৈরি ধাপ গুলো দেখতে পেয়ে আমিও শিখে নিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে কি চমৎকার সুন্দর ফুল বানিয়েছেন আপু। ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো রঙ্গিন কাগজের ফুল। ধাপে ধাপে ফুল তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর ভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আমি চেষ্টা করেছি আপু ধাপে ধাপে ফুলগুলো তৈরি করার জন্য। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

আরে বাহ্ আপু আপনি তো দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটি ফুল বানালেন। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু বানানো দেখলেই আমি লোভে পড়ে যাই।রঙিন কাগজের প্রতিটি ডাই দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে।আজ কিন্তু আপনার ফুল দুটিও অনেক চমৎকার হয়েছে আপু।খুব সুন্দর করে ফুল দুটি বানিয়ে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 3 months ago 

আমি চেষ্টা করেছি ধাপে ধাপে ফুলগুলো উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন আপু। আপনার ফুল তৈরি করা দেখে আমি মুগ্ধ হয়েছি। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার এই ফুল তৈরি করা। আশা করব এভাবেই সুন্দর সুন্দর ফুল তৈরি করে আমাদের মাঝে উপস্থিত হবেন আবারো।

 3 months ago 

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো আপু। রঙিন কাগজ দিয়ে ফুল তৈরির ধাপগুলো অত্যন্ত সুন্দর ও সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আপনার সৃজনশীলতা ও নিপুণতা প্রশংসনীয়। ধন্যবাদ আপনাকে, ও শুভকামনা রইলো আপনার জন্য।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনার তৈরী ফুলটা আসলে অনেক সুন্দর হয়েছে আপু। আমি এইগুলো খুবই পছন্দ করি কেননা এইগুলা ঘরের মধ্যে সাজাতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর ফুল তৈরী আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজ খুব চমৎকার একটি ফুল বানিয়েছেন । ফুলটা অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য ।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 months ago 

আপু আপনি খুব সুন্দর দুটি ফুল বানিয়েছেন। তবে চেষ্টা করবেন আরও ইউনিক কিছু তৈরি করার। যাই হোক এই ধরনের ফুল অনেকগুলো বানিয়ে ঘর সাজালে দেখতে খুব সুন্দর দেখাবে। রঙিন কাগজ দিয়ে ফুল বানালে দেখতে খুব সুন্দর দেখায়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু সুন্দর দুটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

অসাধারণ আপু অসাধারণ আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে । ফুল তৈরির ধাপগুলো ছিল অনেক সুন্দর। সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61434.10
ETH 2474.37
USDT 1.00
SBD 2.64