DIY- রঙিন কাগজ দিয়ে ফুল সহ টপ তৈরি||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি।কাগজ দিয়ে বা কোন ভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে রঙিন কাগজ দিয়ে ফুল সহ টপ টি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে ফুল সহ টপ তৈরি


ei_1717500860654-removebg-preview.png
Device-XANON-X20


ভিন্ন কিছু করতে সকলেরই ভালো লাগে। ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়। আজকে আমি ভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করেছি। আজ আমি রঙিন কাগজ দিয়ে ফুল সহ টপ তৈরি করার চেষ্টা করেছি। আমার খুবই ভালো লেগেছিল এই ফুল সহ টপ টি তৈরি করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে ফুল সহ টপ তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. আঠা।
৩. কাঁচি।
৪. সাদা কাগজ।

IMG_20240604_132117_693.jpg

Device-XANON-X20


রঙিন কাগজ দিয়ে ফুল সহ টপ তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240604_132306_163.jpg
Device-XANON-X20

IMG_20240604_132323_860.jpg
Device-XANON-X20

IMG_20240604_132445_040.jpg
Device-XANON-X20


প্রথম একটি রঙিন কাগজ কেটে নিব। এরপর সুন্দরভাবে সেটিকে ভাঁজ করে টপের মত করে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-২


IMG_20240604_132717_207.jpg
Device-XANON-X20

IMG_20240604_132728_243.jpg
Device-XANON-X20

IMG_20240604_132852_966.jpg
Device-XANON-X20

IMG_20240604_132951_763.jpg
Device-XANON-X20


এরপর আঠার সাহায্যে চারপাশ লাগিয়ে নিব। তাহলে আমার টপের শেফ চলে আসবে। এরপর টপের নিচের অংশ তৈরি করার জন্য পেন্সিলের সাহায্যে গোল করে এঁকে নিব। এরপর সেটিকে কাঁচির সাহায্যে কেটে নিব।


ধাপ-৩


IMG_20240604_133022_676.jpg
Device-XANON-X20

IMG_20240604_133259_607.jpg
Device-XANON-X20

IMG_20240604_133708_507.jpg
Device-XANON-X20


এরপর গোল করে কেটে নেওয়া কাগজটিকে একটু ভাঁজ করে আঠা দিয়ে লাগিয়ে নিব। এরপর সেটিকে টপের সাথে আঠার সাহায্যে বসিয়ে নিব।


ধাপ-৪


IMG_20240604_133842_997.jpg
Device-XANON-X20

IMG_20240604_133942_862.jpg
Device-XANON-X20

IMG_20240604_134055_126.jpg
Device-XANON-X20

IMG_20240604_134253_489.jpg
Device-XANON-X20


এরপর সাদা কাগজ কেটে নিব ছোট করে। এরপর সাদা কাগজটির মাঝ বরাবর তিনটা ভাজ করে নিব।এরপর কাঁচির সাহায্যে ফুলের মত করে কেটে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-৫


IMG_20240604_134333_101.jpg
Device-XANON-X20

IMG_20240604_134638_186.jpg
Device-XANON-X20

IMG_20240604_134703_687.jpg
Device-XANON-X20


এরপর সেটিকে আঠার সাহায্যে টপের উপরে বসিয়ে নিব। এরপর আবারো একইভাবে ছোট একটি ফুল করে সেই ফুলের টপের উপর বসিয়ে দিব।


ধাপ-৬


IMG_20240604_135154_263.jpg
Device-XANON-X20

IMG_20240604_135438_327.jpg
Device-XANON-X20


এরপর একইভাবে আরো দুইটি ফুল তৈরি করে আঠার সাহায্যে টপের উপর বসিয়ে নিব।


ধাপ-৭


IMG_20240604_135548_537.jpg
Device-XANON-X20

IMG_20240604_140011_982.jpg
Device-XANON-X20

IMG_20240604_140543_734.jpg
Device-XANON-X20


এরপর সবুজ কাগজ কেটে নিব। সেটিকে হাতের সাহায্যে পেচিয়ে আঠা দিয়ে লাগিয়ে লম্বা লাঠি তৈরি করে নিব। একে একে সবগুলো লাঠি তৈরি করে নিব।


ধাপ-৮


IMG_20240604_140646_473.jpg
Device-XANON-X20

IMG_20240604_140730_042.jpg
Device-XANON-X20

IMG_20240604_140857_934.jpg
Device-XANON-X20

IMG_20240604_140931_644.jpg
Device-XANON-X20

IMG_20240604_141151_492.jpg
Device-XANON-X20


এরপর একটি রঙ্গিন কাগজ লম্বা ভাবে কেটে নিব। এরপর সেটিকে ভাঁজ করে কাঁচির সাহায্যে ঘন ঘন করে কেটে নিব। এরপর সেই ভাঁজ খুলে সবুজ রঙের লাঠিতে আঠার সাহায্যে পেচিয়ে লাগিয়ে নিব।


শেষ ধাপ


IMG_20240604_141306_336.jpg
Device-XANON-X20

IMG_20240604_141415_276.jpg
Device-XANON-X20

IMG_20240604_141510_944.jpg
Device-XANON-X20

IMG_20240604_141816_430.jpg
Device-XANON-X20

IMG_20240604_143509_230.jpg
Device-XANON-X20


এরপর আবারও সবুজ রঙের একটি কাগজ নিয়ে কয়েকটি ভাঁজ করে ঘন করে কাঁচির সাহায্যে কেটে নিব। এরপর ভাঁজ খুলে আঠার সাহায্যে ওই একই লাঠিতে নিচের অংশে লাগিয়ে নিব। এভাবে সবগুলো ফুল তৈরি করা হয়ে গেলে টপের মধ্যে বসিয়ে দিলে আমার ফুল সহ টপটি তৈরি করা সম্পূর্ণ হয়ে যাবে


উপস্থাপনা:


ei_1717500687119-removebg-preview.png
Device-XANON-X20


রঙিন কাগজ দিয়ে ফুল সহ টপ টি তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিয়েছি। এই ধরনের জিনিস তৈরি করতে বেশ ভালই লাগে। রঙিন কাগজ দিয়ে ফুল সহ টপ তৈরি টি তৈরি করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে এমন একটি ফুল সহ টপ তৈরি করে সকলের মাঝে তুলে ধরতে পেরে। আশা করি আমার তৈরি করা ফুল সহ টপ টি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে।

Sort:  
 3 months ago 

আপু সব সময় আপনি সুন্দর সুন্দর এবং ক্রেয়েটিভ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেন। আজও রঙিন কাগজ দিয়ে বেশ দারুন একটি ফুল সহ ফুলের টব তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

আমি চেষ্টা করি আপু সব সময় ভিন্ন ধরনের কিছু তুলে ধরার জন্য। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

আসলে এধরনের ফুলের তোড়া গুলো বিভিন্ন ধরনের অনুষ্ঠানের অতিথিদের কে শুভেচ্ছা জানানো হয়। আপনি খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল সহ টপ তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুলের টপের অরিগ্যামি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে ফুলের টপ টি তৈরি সম্পন্ন করেছেন।

 3 months ago 

ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের ফুলের তোড়া বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা জানানোর জন্য দেওয়া হয়। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে ফুল সহ তৈরি টপটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে এটি তৈরি করেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 months ago 

আমি চেষ্টা করেছি ভাইয়া সুন্দরভাবে ফুলসহ টপটি উপস্থাপন করার জন্য। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল ও ফুলের টব তৈরি করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আমার তৈরি করা ফুলসহ ফুলের টপ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করলে আমার কাছে অনেক সুন্দর লাগে দেখতে। প্রত্যেকটা ফুল যেমন অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন তেমন এই টপটাও সুন্দরভাবে তৈরি করলেন। এরকম ভাবে এগুলো তৈরি করে যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখা হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনার এই দক্ষতা মূলক কাজটা আমার কাছে অসম্ভব দারুন লেগেছে। আপনার এরকম কাজগুলো আশা করছি সব সময় আমরা দেখতে পাবো।

 3 months ago 

ঠিক বলেছেন আপু রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে খুবই ভালো লাগে।এই ফুলগুলো এবং ফুলের টপ তৈরি করতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

এই কাজগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করেছেন। ফুলসহ ফুলের টপ দেখতে অসাধারণ লাগছে। বিভিন্ন কালারের ফুল গুলো সবচেয়ে বেশি ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

ঠিক বলেছেন আপু এই কাজগুলো করার জন্য অনেক সময় প্রয়োজন।আমি চেষ্টা করেছি আপু সুন্দরভাবে ফুল সহ ফুলের টপ উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুল এবং ফুলের টপ অনেক সুন্দর হয়েছে। এরকম করে ফুল তৈরি করে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। আপু আপনি অনেক দক্ষতার সাথে এই কাজটি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 months ago 

ঠিক বলেছেন আপু এভাবে ফুল তৈরি করে সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

আরে অসাধারণ তো। আপু আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ফুলসহ টপ তৈরি করেছেন দেখতে তো সেই লাগছে। এত সুন্দর করে একটি ফুলসহ রঙিন কাগজের টপ তৈরি করলেন দেখতে তো খুবই দারুণ লাগছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এটি তৈরি করে আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 months ago 

সত্যি রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা ফুল কিংবা টপ দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে খুবই সুন্দর লাগে আপনি রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার ফুল এবং ফুলের টপ তৈরি করেছেন। এটি তৈরি করার ধাপগুলো খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 months ago 

জি ভাইয়া রঞ্জিত কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে যেমন ভাল লাগে দেখতেও তেমন সুন্দর লাগে। আমি চেষ্টা করেছি ধাপে ধাপে ফুলসহ ফুলের টপটি তৈরি করে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে ফুল সহ টপ টি দেখতে অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ফুল ও টপ টি তৈরি করেছেন। ধৈর্য এবং সময় নিয়ে খুব সুন্দর ভাবে কাজটি সম্পূর্ণ করেছেন । এরকম ভাবে এগুলো তৈরি করে ঘরে রাখলে এত সুন্দর লাগে দেখতে। খুব সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এতো সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

ঠিক বলেছেন আপু এই ধরনের জিনিস তৈরি করতে খুবই সময় ও ধৈর্য নিয়ে করতে হয়।আর এগুলো তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59944.92
ETH 2307.28
USDT 1.00
SBD 2.48