DIY-রঙিন কাগজ দিয়ে নীল পদ্ম তৈরি||

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি।কাগজ দিয়ে বা কোন ভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের রঙিন কাগজ দিয়ে নীল পদ্ম তৈরি করে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে নীল পদ্ম তৈরি


ei_1724000400900-removebg-preview.png
Device-XANON-X20


ভিন্ন কিছু করতে সকলেরই ভালো লাগে। ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়। যখন আমরা ভিন্ন ধরনের জিনিস দিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করি তখন নিজেদের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে।আজকে আমি রঙিন কাগজ দিয়ে নীল পদ্ম তৈরি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি আমি যথাসাধ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে নীল পদ্ম তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. কাঁচি।
৩. আঠা।


IMG_20240730_210228_723.jpg
Device-XANON-X20

রঙিন কাগজ দিয়ে নীল পদ্ম তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240730_211021_989.jpg
Device-XANON-X20

IMG_20240730_211147_967.jpg
Device-XANON-X20


প্রথম একটি রঙিন কাগজ ও একটি কাঁচি নিব।এরপর সাদা কাগজটিকে মাঝ বরাবর দুইবার ভাঁজ করে নিব।


ধাপ-২


IMG_20240730_211220_944.jpg
Device-XANON-X20


এরপর আবারও একটি ভাঁজ করে নিব।


ধাপ-৩


IMG_20240730_211612_015.jpg
Device-XANON-X20

IMG_20240730_211859_628.jpg
Device-XANON-X20

IMG_20240730_211832_329.jpg

Device-XANON-X20


এরপর ভাঁজ খুলে একটু ভিন্ন ভাবে ভাঁজ করে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-৪


IMG_20240730_211859_628.jpg

Device-XANON-X20


IMG_20240730_212038_848.jpg
Device-XANON-X20


এরপর আবারো একইভাবে একটি ভাঁজ করে নিব।


ধাপ-৫


IMG_20240730_212322_457.jpg
Device-XANON-X20

IMG_20240730_212429_495.jpg
Device-XANON-X20


এরপর দুই পাশের অংশ ভাঁজ করে নিব।


ধাপ-৬


IMG_20240730_212959_593.jpg
Device-XANON-X20

IMG_20240730_213052_549.jpg
Device-XANON-X20


এরপর ভাঁজ খুলে আবারো দুইটি ভাঁজ করে নিব।


ধাপ-৭

IMG_20240730_213158_727.jpg
Device-XANON-X20

IMG_20240730_213250_270.jpg
Device-XANON-X20


এরপর নিচের বাড়তি অংশ কেটে নিব।


ধাপ-৮


IMG_20240730_213614_404.jpg
Device-XANON-X20

IMG_20240730_213708_695.jpg
Device-XANON-X20


এরপর সবুজ কাগজ পেঁচিয়ে আঠার সাহায্যে লাগিয়ে নিব।


শেষ ধাপ


IMG_20240730_213810_887.jpg
Device-XANON-X20

ei_1723997453205-removebg-preview.png
Device-XANON-X20


এরপর ফুলের সাথে লাগিয়ে নিলেই আমার পদ্ম ফুল টি তৈরি সম্পূর্ণ হবে।


উপস্থাপনা:


ei_1723997990068-removebg-preview.png
Device-XANON-X20


রঙিন কাগজ দিয়ে নীল পদ্ম তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিয়েছি। এই ধরনের জিনিস তৈরি করতে বেশ ভালই লাগে। রঙিন কাগজ দিয়ে নীল পদ্ম তৈরি করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে এমন একটি ডাই সকলের মাঝে তুলে ধরতে পেরে। আশা করি আমার করা ডাই টি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে জেতে অনেক পছন্দ করি।

Sort:  
 6 days ago 

রঙিন কাগজ দিয়ে নীল পদ্ম তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে
দেখতেও দারুন হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

ঠিক বলেছেন আপু কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। আমার তৈরি নীল পদ্ম ফুল টি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 6 days ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। যেটা আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাই । আপনি দেখছি খুব সুন্দর একটি পদ্ম তৈরি করেছেন। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 5 days ago 

কাগজ দিয়ে তৈরি করা পদ্ম ফুল খুবই সুন্দর হয়েছে। কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। তবে এই কাজগুলো করতে দক্ষতা লাগে। আপনি পদ্মফুল তৈরির প্রক্রিয়া ধাপে ধাপে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 5 days ago 

বাহ আপনি তো রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার একটি নীল পদ্ম ফুল তৈরি করেছেন। আপনার তৈরি পদ্মফুল দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। সত্যি বলতে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করলে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। কাগজের এই পদ্মফুল যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখে দেখতে বেশ ভালই লাগবে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত নীল পদ্মফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 5 days ago 

কাগজের তৈরি চমৎকার সুন্দর একটি নীল পদ্নফুল বানিয়েছেন আপু।ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো কাগজের তৈরি পদ্নফুলটি।ধাপে ধাপে দক্ষতার সাথে পদ্নফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি নীল পদ্ম তৈরি করেছেন। যা আসলে দেখতে অনেক ভালো লাগলো।এত সুন্দর একটি নীল পদ্ম আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64182.74
ETH 2768.00
USDT 1.00
SBD 2.66