ফটোগ্রাফি- বকের কয়েকটি ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে বকের কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


বকের কয়েকটি ফটোগ্রাফি

IMG_20240923_232845.jpg

Device-XANON-X20
Location


আমার ছবি তুলতে খুবই ভালো লাগে।কোথাও কোনো সুন্দর কিছু দেখলেই ফ্রেমে বন্দী করি।ভালো কোনো কিছু দেখলেই ছবি তুলে রাখি। কোথাও ঘুরতে গেলে যদি ভালো কিছু চোখে পড়ে তখনই সেটা ছবি তুলে রাখি।ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে।কিন্তু আজকে আমি বকের কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।



IMG_20240923_232311.jpg
Device-XANON-X20
Location


ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে আমার।সুযোগ পেলেই সব কিছুর ছবি তুলে রাখি।বাহিরে যদিও খুব একটা যাওয়া হয় না।তাই ফটোগ্রাফি করতেও বেশ অসুবিধা হয় যায়।তবে যখনই বাহিরে যাই তখনই লেগে পরি ফটোগ্রাফি করতে।আজকে আমি বকের ফটোগ্রাফি শেয়ার করেছি।সব সময় বক সামনে থাকে না।



IMG_20240923_232245.jpg
Device-XANON-X20
IMG_20240923_232213.jpg
Device-XANON-X20
Location


যদিও সামনে থাকে তাহলে ফটো তুলতে গেলে পালিয়ে যায়।এত টা চালক হয় এরা।আমার কাছে বক কিংবা মাছরাঙা পাখি দেখতে দারুন লাগে।বক যখন এক পায়ে দাঁড়িয়ে থাকে তখন অসাধারণ লাগে কিন্তু।আমার এই সময়টা শুধু বকের দাঁড়িয়ে থাকার দৃশ্য টি দেখতে ইচ্ছে করে।বিশেষ করে যখন পুকুরে বা নদীর ধরে অনেক গুলো বক এক সাথে দেখা যায়।


IMG_20240923_232528.jpg
Device-XANON-X20
IMG_20240923_232930.jpg
Device-XANON-X20
Location


তখন খুবই ভালো লাগে।এক সাথে দল বেঁধে তারা ঘুরে বেড়ায়।সেই দৃশ্যটা উপভোগ করতে কিন্তু খুবই ভালো লাগে।এমন দৃশ্য এখন খুব একটা দেখা যায় না।আগের দিন গুলোতে যখন গ্রামের বাড়িতে যেতাম তখন নদীর ধারে এমন দৃশ্য দেখতে পেতাম।সেই সময় গুলোর কথা এখনও আমার ভীষণ মনে পড়ে।সাদা রঙের এক ঝাঁক বক এক সাথে যদি আবারও একদিন দেখতে পেতাম তাহলে খুবই ভালো লাগতো।



IMG_20240923_232401.jpg
Device-XANON-X20
Location


তবে একদিন এই বকের দেখা পেয়েছিলাম।কিন্তু বক টা এক জায়গায় কিছুতেই বসে থাকে নি।শুধু ঘুরছিল চরকির মত।কোনো ভাবে তার ছবি তোলা যাচ্ছিল না।একটু কাছে গেলেই সে উড়ে চলে যেত।কিন্তু হাল ছাড়ি নি ছবি তুলতে।"কথায় আছে না একবার পারিলে দেখো শত বার"।তেমন ভাবে অনেক বার চেষ্টা করে ছবি তুলতে সফল হয়েছি।ছবি তুলতে পেরে খুবই ভালো লেগেছিল আমার।আর সেই ভালো লাগা থেকেই আজকে আমি বকের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে।এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে ভাগাভাগি করতে পেরে আমার খুবই আনন্দ হচ্ছে।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 last month 

মোবাইল ফোন ব্যবহার করে অনেক দূর থেকে জুম করে বকের সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপু। ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।

 last month 

আমি চেষ্টা করেছি ভাইয়া সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

বকের ফটোগ্রাফি দারুন হয়েছে। সাদা বক দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক সময় নিয়ে ফটোগ্রাফি গুলো করেছেন বোঝাই যাচ্ছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। বেশ ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো।

 last month 

সাদা বক দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। আপনি ঠিকই বলেছেন আপু অনেক সময় নিয়ে ফটোগ্রাফি গুলো করেছিলাম।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

আপু আপনি বক‌কে বিভিন্ন ভাবে ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফিই খুব সুন্দর হয়েছে। আপনার অনেক ধৈর্য্য রয়েছে বলতে হয়। পাখির ফটোগ্রাফি করা খুবই কষ্টকর। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

হ্যাঁ আপু চেষ্টা করেছি বকের বিভিন্ন পর্যায়ে ফটোগ্রাফি করার জন্য।এই ধরনের ফটোগ্রাফি করতে অনেক ধৈর্যের প্রয়োজন।কারণ পাখির ফটোগ্রাফি করা খুব একটা সহজ নয়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

বক কখনও সামনা সামনি দেখা হয়নি। তবে আপনার আজকের বককের ফটোগ্রাফি দেখে কিন্তু আমার দারুন লাগছে। বেশ সুন্দর সুন্দর করে আপনি আপনার বকের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফির জন্য।

 last month 

এর আগে আপনি কখনো বক সামনাসামনি দেখেননি। তবে আমার ফটোগ্রাফির মাধ্যমে আপনি বক দেখতে পেরেছেন এবং আপনার কাছে দারুণ লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

বক সাধারণত গ্রামে দেখা যায়। বিশেষ করে মাঠ অল্প পানিতে এসব জায়গাই। বক আমার বেশ পছন্দের একটা প্রাণী। বেশ চমৎকার সুন্দর সাদা। খুবই সুন্দর করেছেন ফটোগ্রাফি গুলো আপু। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 last month 

দারুন দারুন কতগুলো বকের ছবি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এই ধরনের ছবি তুলতে কিন্তু ধৈর্যের ব্যাপার হয়। কেননা আপনি যদি সামান্য নড়াচড়া করেন তাহলে কিন্তু পাখিটা উড়ে যেতে পারে। এছাড়াও প্রতিটা ছবির বর্ণনা খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর ফটোগ্রাফির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

বক পাখি সামনাসামনি খুব কম দেখা হয়েছে। সাদা রঙের বকের সৌন্দর্য সত্যি মনে মুগ্ধকর। খুবই ভালো লাগলো আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে। বেশ সময় নিয়ে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

বকের চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।যা খুব ই চমৎকার হয়েছে। আসলে পাখিদের ফটোগ্রাফি করা চাট্টিখানি কথা নয়।কারন পাখিরা চরকির মতোই এদিক-সেদিক ঘুরে বেড়ায়।এক জায়গায় দাঁড়িয়ে খুব কমই থাকে।আপনি তাও ভালো ই ফটোগ্রাফি করেছেন।ভাগ্য ভালো উড়ে যায় নি।

 last month 

আপনি মোবাইল দিয়ে খুব সুন্দর একটি বকের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনি বকের ফটোগ্রাফি শেয়ার করছেন এটা দেখে অনেক ভালো লাগলো। আমি অনেক চেষ্টা করেছি কবের ফটোগ্রাফি করার কিন্তু করতে পারি নাই।যাইহোক খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির সাথে বর্ণনা শেয়ার করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

আজকে আপনি বক পাখির অনেক সুন্দর সুন্দর ফটো ধারণ করে দেখিয়েছেন। আপনার ফটোগুলো বেশ ভালো লেগেছে। আসলে আমিও পছন্দ করি ফটো ধারণ করতে। তবে সময় হয়ে ওঠে না। যাই হোক অনেক ভালো লাগলো আমার কাছে পাখির ফটোগ্রাফি গুলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.028
BTC 69086.63
ETH 2471.20
USDT 1.00
SBD 2.39