অরিগ্যামি-শপিং ব্যাগের অরিগ্যামি তৈরি||

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি।কাগজ দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে কাগজ দিয়ে তৈরি শপিং ব্যাগের অরিগ্যামি সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


শপিং ব্যাগের অরিগ্যামি তৈরি


ei_1712153061011-removebg-preview.png
Device-XANON-X20

ei_1712152695577-removebg-preview.png
Device-XANON-X20


কাগজ দিয়ে যা কিছু বানানো হোক না সেটা দেখতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতেও তেমন অনেক আকর্ষণীয় হয়।আমি সুযোগ পেলেই কাগজ দিয়ে কোনো জিনিস বানিয়ে থাকি।আজকেও ঠিক তেমনি আমি কাগজ দিয়ে শপিং ব্যাগের অরিগ্যামি তৈরি করেছি।কাগজ দিয়ে শপিং ব্যাগের অরিগ্যামি তৈরি করতে পেরে আমার খুব ভালো লেগেছে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি কাগজ দিয়ে শপিং ব্যাগের অরিগ্যামি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. ছুরি।
২. রঙ্গিন কাগজ।
৩. আঠা।
৪.কলম।


IMG_20240403_151203_618.jpg
Device-XANON-X20


শপিং ব্যাগের অরিগ্যামি তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240403_151242_231.jpg
Device-XANON-X20

IMG_20240403_151309_286.jpg
Device-XANON-X20


প্রথমে একটি রঙিন কাগজ নিব। এরপর রঙিন কাগজটির এক পাশে ভাঁজ করে নিব।


ধাপ-২


IMG_20240403_151349_023.jpg
Device-XANON-X20

IMG_20240403_151425_948.jpg
Device-XANON-X20

IMG_20240403_151625_049.jpg
Device-XANON-X20


এরপর ভাঁজ করা অংশ ছুরির সাহায্যে কেটে নিব।এইভাবে একে একে সব গুলো রঙিন কাগজ কেটে নিব।


ধাপ-৩


IMG_20240403_151648_181.jpg
Device-XANON-X20

IMG_20240403_151746_834.jpg
Device-XANON-X20


কেটে নেওয়া একটি কাগজ নিয়ে দুইপাশে ভাঁজ করে করে নিব।


ধাপ-৪


IMG_20240403_152031_535.jpg
Device-XANON-X20

IMG_20240403_152116_822.jpg
Device-XANON-X20

IMG_20240403_152156_934.jpg
Device-XANON-X20


এরপর ভাঁজ করা অংশে আঠা লাগিয়ে নিব।এরপর মাঝ বরাবর ভাঁজ করে নিব।


ধাপ-৫


IMG_20240403_152222_219.jpg
Device-XANON-X20

IMG_20240403_152405_255.jpg
Device-XANON-X20

IMG_20240403_152744_613.jpg
Device-XANON-X20


এরপর কলম দিয়ে দাগ দিয়ে নিব।এরপর দাগের ভাঁজে ছুরির সাহায্যে কেটে নিব।তাহলে আমার শপিং ব্যাগের অরিগ্যামি তৈরি সম্পূর্ণ হবে।


শেষ ধাপ


ei_1712152911135-removebg-preview.png
Device-XANON-X20


এরপর একে একে সবগুলো শপিং ব্যাগের অরিগ্যামি তৈরি করে নিব।


উপস্থাপনা:


ei_1712152142291-removebg-preview.png
Device-XANON-X20


কাগজ দিয়ে শপিং ব্যাগের অরিগ্যামি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে কাগজ দিয়ে শপিং ব্যাগের অরিগ্যামি তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে সকলেই ভীষণ পছন্দ করে।এইভাবে কাগজ দিয়ে কিছু বানানোর মজাই আলাদা ।কাগজ দিয়ে শপিং ব্যাগের অরিগ্যামি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি শপিং ব্যাগের অরিগ্যামি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা অরিগ্যামিটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 5 months ago 

দারুন তো। এ তো দেখছি সবাই বেশ ক্রেয়েটিভ। আপনিও তো দেখছি বেশ সময় নিয়ে দারুন একটি শপিং ব্যাগ তৈরি করে নিলেন। তাও আবার রঙিন কাগজ দিয়ে। আসলে কমিউনিটির এত এত ক্রেয়েটিভ পোস্ট দেখে মাথা ঘুরায় যায়। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

শপিং ব্যাগের অনেক সুন্দর একটা অরিগামি তৈরি করেছেন। রঙিন কাগজের এরকম অরিগামি গুলো দেখতে আমার খুব ভালো লাগে। আপনারটাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 5 months ago 

আপনার এমন অরিগামি ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো।

 5 months ago 

শপিং ব্যাগের অরিগ্যামি দারুন হয়েছে আপু। এই ব্যাগগুলোর ভিতরে উপহার পাঠিয়ে দিয়েন আমার জন্য। কেচি দিয়ে কাটলে আরও বেশি সুন্দর হতো। আশা করছি পরবর্তীতে আবারো নতুন কিছু নিয়ে হাজির হবেন।

 5 months ago 

হ্যা আপু উপহার হিসেবে এক শপিং ব্যাগ ভালোবাসা পাঠিয়ে দিলাম।

 5 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি শপিং ব্যাগের অরিভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। রঙিন কাগজের তৈরি হলেও এটা দেখতে সত্যিকারের শপিং ব্যাগের মতোই হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 5 months ago 

রঙিন কাগজ দিয়ে শপিং ব্যাগের অরিগামিটি দেখতে দারুন হয়েছে আপু। এ ধরনের কাজগুলো সৃজনশীলতার পরিচয় দেয়।আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

ঝটপট শপিং ব্যাগের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপু বিশেষ করে কিভাবে শপিং ব্যাগের অরিগ্যামি তৈরি করতে হয় সেটা ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 5 months ago 

জি ভাইয়া শপিং ব্যাগটি তৈরি করতে খুবই অল্প সময় লেগেছিল।

 5 months ago 

অনেক সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি রঙ্গিন কাগজ দিয়ে শপিং ব্যাগের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজের শপিং ব্যাগ তৈরি করা ৪ নাম্বার ধাপটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগেছে। চমৎকার একটি অরিগ্যামি পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার কাছে আমার শপিং ব্যাগ তৈরির ৪ নাম্বার ধাপটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 5 months ago 

আমি তো প্রথম ছবি দেখে ভেবেছিলাম এগুলো সত্যিকারের শপিং ব্যাগ। তবে এখন দেখছি আপনি এগুলো তৈরি করেছেন। খুব সুন্দর শপিং ব্যাগের অরিগামি তৈরি করেছেন। দেখে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটি অরিগামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

এটা খুবই সাধারণ কিছু হয়ে গেলো, যা সত্যি বাচ্চাদের মানায়। আরো ভালো কিছু উপস্থাপন করার দিকে মনোযোগ দেয়ার অনুরোধ করছি। ধন্যবাদ

 5 months ago 

ভাইয়া আমি এরপর থেকে আরো ভালো কিছু করার চেষ্টা করবো। আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago 

সুযোগ পেলেই আপনি কাগজ দিয়ে কিছু না কিছু বানিয়ে আমাদের সাথে শেয়ার করেন জেনে ভালো লাগলো।আজকে আপনি চমৎকার সুন্দর দুটো শপিং ব্যাগ বানিয়েছেন ও শেয়ার করেছেন। অসাধারণ লাগছে ব্যাগ দুটো।রঙ্গিন কাগজ দিয়ে ধাপে ধাপে চমৎকার করে বানানোর পদ্ধতি ভাগ করে নিয়েছে। সব মিলিয়ে অসাধারণ লাগছে।ধন্যবাদ আপনাকে সুন্দর ব্যাগ বানানোর পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58097.21
ETH 2581.79
USDT 1.00
SBD 2.41