আর্ট-থ্রিডি আর্ট||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47।আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।"আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি।থ্রিডি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি থ্রিডি আর্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি থ্রিডি আর্ট করেছি।আর সেটাই সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলেরই আমার করা থ্রিডি আর্ট সবার কাছে ভালো লাগবে।


থ্রিডি আর্ট:


IMG_20240607_233350.jpg
Device-XANON-X20


পেন্সিল দিয়ে কোন কিছু আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে।পেন্সিল দিয়ে আঁকা ছবিগুলো দেখতে খুবই ভালো লাগে। খুবই আকর্ষণীয় লাগে আমার কাছে। আজকে আমি থ্রিডি আর্ট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।চলুন এইবার দেখা নেয়া যাক কিভাবে আর্ট টি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২.স্কেল।
৩. কাঁচি।
৪. রাবার
৫.পেন্সিল।


IMG_20240607_204536_129.jpg
Device-XANON-X20


থ্রিডি আর্ট করার ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240607_203201_252.jpg
Device-XANON-X20

IMG_20240607_203307_496.jpg
Device-XANON-X20


প্রথমে একটি সাদা কাগজ নিয়ে তাতে লম্বা ভাবে পেন্সিল ও স্কেলের সাহায্যে দাগ কেটে নিব।


ধাপ-২


IMG_20240607_203346_155.jpg
Device-XANON-X20

IMG_20240607_203515_524.jpg
Device-XANON-X20


এরপর আবারও দুই পাশে দুটি দাগ টেনে নিব।


ধাপ-৩


IMG_20240607_204546_358.jpg
Device-XANON-X20


এরপর বক্সের মতো এঁকে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-৪


IMG_20240607_204649_102.jpg
Device-XANON-X20

IMG_20240607_205541_990.jpg
Device-XANON-X20


এরপর পেন্সিল ও স্কেলের সাহায্যে বক্সের ভিতরে দাগ কেটে নিব।


ধাপ-৫


IMG_20240607_211344_139.jpg
Device-XANON-X20


এরপর বক্সের উপরের অংশে দাগ কেটে নিব।


ধাপ-৬


IMG_20240607_211617_050.jpg
Device-XANON-X20

IMG_20240607_211624_226.jpg
Device-XANON-X20

IMG_20240607_212443_134.jpg
Device-XANON-X20


এরপর একটা ঘর ফাঁকা রেখে আরেকটা ঘর পেন্সিল দিয়ে গাঢ় করার জন্য চিহ্নিত করে নিব।এরপর সেগুলোকে পেন্সিল দিয়ে গাঢ় করে নিব।


ধাপ-৭


IMG_20240607_214230_944.jpg
Device-XANON-X20

IMG_20240607_215614_344.jpg
Device-XANON-X20

IMG_20240607_220142_403.jpg
Device-XANON-X20


এরপর বাকি ফাঁকা ঘর গুলোকে হালকা ভাবে গাঢ় করে নিব।এরপর কাঁচির সাহায্যে উপরের অংশ কিছুটা কেটে নিব।


শেষ ধাপ


IMG_20240607_220245_680.jpg
Device-XANON-X20

IMG_20240607_220302_092.jpg
Device-XANON-X20


এরপর থ্রিডি আর্ট টি সম্পূর্ণ হলে নিচে নিজের নাম লিখে নিব।তাহলে আমার আর্ট টি সম্পূর্ণ হয়ে যাবে।


উপস্থাপনা:


IMG_20240607_235413.jpg
Device-XANON-X20


আমার থ্রিডি আর্ট হয়ে গেলে সবার সামনে উপস্থাপনার জন্য প্রস্তুত করেছি।আমি সুযোগ পেলেই নিত্য নতুন কিছু এঁকে থাকি। এই ধরনের আর্ট করতে আমি খুবই ভালোবাসি। বলতে গেলে আর্ট করা আমার একটি শখ।আমি থ্রিডি আর্ট টি সকলের মাঝে শেয়ার করতে পেরে খুব খুশি।আমি সব সময় চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর ধরনের কিছু তুলে ধরার জন্য। আশা করি আমার থ্রিডি আর্ট টি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 last month 

সুন্দর একটি থ্রিডি আর্ট আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন দেখতে চমৎকার লাগছে। কিভাবে এমন সুন্দর থ্রিডি আর্ট অঙ্কন করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

আমি চেষ্টা করেছি ভাইয়া সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। এই ধরনের আর্ট করতে অনেকটা সময়ের প্রয়োজন। আমি ধাপে ধাপে আপনাদের মাঝে চিত্রটির বর্ণনা করতে পেরেছি এজন্য আমি খুবই আনন্দিত। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

থ্রিডি চিত্র গুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে মনে হয় জেনো ম্যাজিক।অনেক সুন্দর হয়েছে আপনার করা চিত্র টা। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপনাকে ।

 last month 

ঠিকই বলেছেন ভাইয়া এই ধরনের থ্রিডি আর্ট গুলো দেখতে সত্যি ভালো লাগে। দেখে মনে হয় যেন ম্যাজিক করা হয়েছে। আমি আমার আর্ট টিকে চেষ্টা করেছি যতটা সম্ভব ফুটিয়ে তোলার জন্য। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

আমিও মাঝে মধ্যে থ্রিডি আর্ট গুলো তৈরি করে থাকি। আপনি আজকে বেশ চমৎকার একটি থ্রিডি আর্ট তৈরি করেছেন। থ্রিডি আর্ট তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

থ্রিডি আর্টগুলো সুন্দরভাবে অঙ্কন করার পর যদি সঠিকভাবে ফটোগ্রাফি না করা হয়, তাহলে দেখতে ভালো লাগে না। কারন থ্রিডি আর্ট অঙ্কন করার পর সঠিকভাবে যদি ফটোগ্রাফি না করা হয়, তাহলে কোন রকম ভাবে সুন্দর লাগে না। তাই এগুলোর সঠিক ফটোগ্রাফি করা লাগে। শুধুমাত্র পেন্সিল দিয়ে এই আর্ট করার কারণে দেখতে আমার কাছে ভালো লেগেছে। এরকম ভাবে প্রতিনিয়ত চেষ্টা করলে আরো অনেক দারুন দারুন থ্রিডি আর্ট সহ আরো অনেক রকম আর্ট আপনি অংকন করতে পারবেন।

 last month 

ঠিক বলেছেন আপু থ্রিডি আর্ট গুলো সঠিক ভাবে ফটোগ্রাফি না করতে পারলে ভালো লাগে না দেখতে।আমি চেষ্টা করেছি আপু সুন্দর ভাবে তুলে ধরতে।ধন্যবাদ আপু গঠন মূলক মন্তব্য করার জন্য।

 last month 

থ্রিডি আর্ট গুলো খুবই সুন্দর লাগে। এগুলো আর্ট করার সময় খুবই সতর্ক ভাবে আর্ট করতে হয়। একটু সময় বেশি লাগলেও আর্ট করার পরে দেখতে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ।

 last month 

পেন্সিলে সাহায্যে সাদাকালো বেশ দুর্দান্ত থ্রিডি আর্ট করেছেন আপনি। আপনার থ্রিডি আর্ট দেখে খুব ভালো লাগলো। এই ধরনের আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আপনার থ্রিডি আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন বেশ অসাধারণ হয়েছে ‌। এতো সুন্দর করে নিখুঁত ভাবে থ্রিডি আর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 last month 

থ্রিডি আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। আমি এই ধরনের আর্ট যদিও কখনো করিনি। তবে দেখতে অনেক ভালো লাগে। দারুন একটি আর্ট আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last month 

বাহ্ কিউট একটি থ্রিডি আর্ট দেখতে পেলাম আপু।এই আর্ট গুলো করতে বেশ বুদ্ধির প্রায়োজন আমার মনে হয়।ভালো লাগলো আপনার পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

খুব সুন্দরভাবে থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আর্টের উপকরণ এবং স্টেপগুলোও সুন্দরভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50