অরিগ্যামি-সাদা কাগজ দিয়ে নকশা তৈরি||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি।কাগজ দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করে সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


সাদা কাগজ দিয়ে নকশা তৈরি


ei_1716306826510-removebg-preview.png
Device-XANON-X20


কাগজ দিয়ে যা কিছু বানানো হোক না সেটা দেখতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতেও তেমন অনেক আকর্ষণীয় হয়।আমি সুযোগ পেলেই কাগজ দিয়ে কোনো জিনিস বানিয়ে থাকি।আজকেও ঠিক তেমনি আমি সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করেছি।সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. কাঁচি।
৩. পেন্সিল।


IMG_20240521_144639_062.jpg
Device-XANON-X20


সাদা কাগজ দিয়ে নকশা তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240521_144709_535.jpg
Device-XANON-X20

IMG_20240521_145235_139.jpg
Device-XANON-X20


প্রথম একটি সাদা কাগজ ছোট করে ভাঁজ করে নিব। এরপর কাঁচির সাহায্যে কেটে নিব।


ধাপ-২


IMG_20240521_145241_354.jpg
Device-XANON-X20

IMG_20240521_145337_287.jpg
Device-XANON-X20


এরপর মাঝ বরাবর একটি ভাঁজ দেওয়ার চেষ্টা করব।


ধাপ-৩


IMG_20240521_145346_763.jpg
Device-XANON-X20

IMG_20240521_145518_276.jpg
Device-XANON-X20

IMG_20240521_145524_461.jpg
Device-XANON-X20

IMG_20240521_145923_493.jpg
Device-XANON-X20


একইভাবে পরপর দুটি ভাঁজ করে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-৪


IMG_20240521_145932_964.jpg
Device-XANON-X20

IMG_20240521_150024_869.jpg
Device-XANON-X20


এরপর ভিন্ন ধরনের ভাঁজ দেওয়ার চেষ্টা করব।


ধাপ-৫


IMG_20240521_150128_038.jpg
Device-XANON-X20

IMG_20240521_150229_703.jpg
Device-XANON-X20


এরপর পেন্সিলের সাহায্যে নকশা তৈরি করার জন্য দাগ কেটে নিব।


ধাপ-৬


IMG_20240521_150413_360.jpg
Device-XANON-X20

IMG_20240521_150440_247.jpg
Device-XANON-X20


এরপর নকশাটি সম্পূর্ণ হয়ে গেলে কাঁচির সাহায্যে দাগের ভাঁজে ভাঁজে কেটে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-৭


IMG_20240521_150734_799.jpg
Device-XANON-X20

IMG_20240521_150944_494.jpg
Device-XANON-X20


এরপর একটু একটু করে সবগুলো ভাঁজ কাঁচির সাহায্যে কেটে নিব।


ধাপ-৮


IMG_20240521_150954_716.jpg
Device-XANON-X20


এরপর কাগজের ভাঁজ খুলে নিব।


ধাপ-৯


IMG_20240521_151015_269.jpg
Device-XANON-X20
Device-XANON-X20


এরপর আবারো একটি ভাঁজ সাবধানে খুলে নিব। যাতে ছিঁড়ে না যায়।


শেষ ধাপ


IMG_20240521_151105_477.jpg
Device-XANON-X20


এরপর সম্পূর্ণ ভাঁজটি খুলে নিলে আমার কাগজের নকশাটি তৈরি সম্পূর্ণ হয়ে যাবে।


উপস্থাপনা:


ei_1716307142296-removebg-preview.png
Device-XANON-X20


সাদা কাগজ দিয়ে নকশাটি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে কাগজ দিয়ে নকশা তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে সকলেই ভীষণ পছন্দ করে।এইভাবে কাগজ দিয়ে কিছু বানানোর মজাই আলাদা ।কাগজ দিয়ে নকশা তৈরি করে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি কাগজের নকশাটি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা নকশাটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47।আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 last month 

সাদা কাগজ দিয়ে তৈরি করা এরকম নকশা গুলি আসলেই দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। যেমন সুন্দর দেখায় তেমনি এগুলো তৈরি করতে বেশ কষ্টকর ও হয়। কেননা একটু বেখেয়ালি হলেই সবকিছু এলোমেলো হয়ে যায়। তবে আপনি কিন্তু নিখুঁত দক্ষতার মধ্য দিয়ে একটি সুন্দর পেপার কাটিং ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন ,ধন্যবাদ।

 29 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

সুন্দর একটি নকশা তৈরি করলেন আপু দেখে ভালো লাগলো। এখানে অনেকেই খুব সুন্দর সুন্দর নকশা শেয়ার করেন খুব ভালো লাগে। এত পাতলা কাগজ দিয়ে নকশা তৈরি করতে খুব সাবধানে করতে হয়। যদি এলোমেলো হয়ে যায় তাহলে পুরো কাগজ নষ্ট হয়ে যাবে। অবশেষে আপনি খুব সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের সাথে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 29 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 last month 

সাদা কাগজ দিয়ে চমৎকার একটি ফুলের নকশা তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। কাগজ কেটে কিভাবে এমন সুন্দর নকশা তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 29 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 29 days ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সাদা কাগজ দিয়ে নকশা তৈরি। আপনার তৈরি সাদা কাগজের নকশা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যেকোনো ধরনের কাগজের নকশা তৈরি করতে হলে কাগজ কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। এত সুন্দর ভাবে নকশা তৈরি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 29 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 29 days ago 

সাদা কাগজ নিয়ে যেকোনো কিছু বানালে দেখতে অনেক সুন্দর লাগে। সুন্দর পদ্ধতিতে আজকে সাদা কাগজের ফুল বানিয়ে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছে। সুন্দর হয়েছে আপনার বানানো ফুলটি । ধাপে ফুল বানানোর পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 29 days ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 29 days ago 

কাগজ দিয়ে কোন কিছু বানাতে সত্যি অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে সাদা কাগজের নকশা তৈরি করেছেন দেখে ভালো লেগেছে। নকশাটি দেখতে খুবই সুন্দর লাগছে আপু। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 29 days ago 

আপু আপনি সাদা কাগজ কেটে খুব সুন্দর একটি ফুলের নকশা বানিয়েছে। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। পেপার কাটিং ডিজাইন গুলো দেখতে সবসময়ই ভালো লাগে। মাঝে মাঝে আমিও এ ধরনের ডিজাইন তৈরি করি। এই ডিজাইনগুলো ঘরের দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। ধাপ গুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64928.52
ETH 3525.30
USDT 1.00
SBD 2.36