লাইফ সটাইল-মেয়ের ঈদের আনন্দের কিছু মুহূর্ত।
আসসালামু আলাইকুম
আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি আপনাদের মাঝে মেয়ের ঈদের আনন্দের কিছু মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
মেয়ের ঈদের আনন্দের কিছু মুহূর্ত
ঈদের দিন সকালে সবারই কাজ থাকে।সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে।ঠিক তেমনি সকালে উঠে আমি সেমাই রান্না করি।আর আমার দাদি, চাচি, মা সকলে মিলে কাজ করে।আমার তেমন কোন কাজ ছিল না তাই নিজের ফোনের কাজগুলো সেরে নিচ্ছিলাম আর মেয়ের ঘুম ভাঙার অপেক্ষা করছিলাম।ঈদের আগের দিন রাতে মেয়ে ভীষণ অসুস্থ ছিল।সকালে সে ঘুম থেকে উঠছিল না। আমার সকল কাজ শেষ হলেও তার যেন ঘুম শেষ হচ্ছিল না।
Device-XANON-X20
Device-XANON-X20
ঈদের আগের দিন রাতে মেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল।মেয়ের ভীষণ জ্বর এসেছিল ।রাতে একদম সে বিছানা থেকে উঠে বসতে পারছিল না।রাতেই আবার ডাক্তার দেখিয়ে ঔষুধ চেঞ্জ করে নেই।এরপর জ্বর কিছু কমে। মেয়ের কথা ভাবতে ভাবতে একটু পর মেয়ে জেগে আমাকে ডাকে।এরপর সে কি খুশি।তার খুশি দেখে ভীষণ ভালো লাগছিল।
জ্বর কমতে না কমতে লাফালাফি শুরু হয়ে গিয়েছিল।চারিদিকে শুধু দৌড়ে বেড়াচ্ছিল। মেয়ের খুশি দেখে আমারও খুবই আনন্দ হচ্ছিল।এরপর গোসল করিয়ে মেয়েকে জামা পরিয়ে সাজিয়ে দেই।সেই কি খুশি মেয়ের মুখে যেনো হাসি শেষ হচ্ছিল না।কিন্তু বাহিরে খুবই বৃষ্টি নেমেছিল।তাই মেয়েকে বাহিরে নিয়ে ঘুরতে পারি নি। গ্রামের বাড়িতে ছিলাম তাই জানালা দিয়ে বাহিরের প্রকৃতির দৃশ্য উপভোগ করা যেত।
Device-XANON-X20
মেয়ে কয়বার বায়না ধরেছিল বাহিরে যেতে।কিন্তু আমি তাকে বুঝিয়ে ভিতরের রেখেছিলাম।কিছুক্ষণ তাকে নিয়ে বারান্দায় নিয়ে হাটা হাটি করছিলাম আর ছবি তুলছিলাম।আমার মেয়ে বেশ খুশি ছিল।খুবই মজা করছিল ছবি তোলার সময়।অবশেষে বৃষ্টি একটু থামলে পরিস্থিতি স্বাভাবিক হলে বাহিরে গিয়ে মেয়ে নিয়ে একটু নদীর পার থেকে হেঁটে আসি।সব কিছু মিলিয়ে মা মেয়ের বেশ ভালো সময় কেটেছিল।কিন্তু ওর বাবা ছিল না জন্য খারাপ লাগছিল।
আজকে আমি আপনাদের মাঝে মেয়ের ঈদের আনন্দের কিছু মুহূর্ত শেয়ার করতে পেরে খুবই আনন্দিত। মেয়ের ঈদের আনন্দের কিছু মুহূর্ত শেয়ার করতে পেরে খুবই আনন্দিত। এই মুহূর্তটি সকলের সাথে ভাগাভাগি করতে পেরে আমি খুবই খুশি।আমার খুব ভালো লাগছে এমন একটা মুহূর্ত সকলের মাঝে শেয়ার করতে পেরে।আমার শেয়ার করা পোস্টটি আশা করি সকলের কাছে ভালো লাগবে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।
বেশ ভালো লাগলো আপনার মেয়ের আনন্দঘন মুহূর্ত দেখে। আসলে ঈদ তো বাচ্চাদের জন্য বেশি আনন্দের হয়ে থাকে। আর তাদের আনন্দে আমাদের আনন্দ। খুবই ভালো লেগেছে আপনার মেয়ের সুন্দর ফটো গুলো দারুন ভাবে এডিট করেছেন রিমুভার দিয়ে। ফটোগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা আনন্দিত ছিল।
ঠিক বলেছেন ভাইয়া বাচ্চাদের জন্য ঈদ বেশি আনন্দের হয়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
আপু ঈদের আগের দিন আমার মেয়েও অসুস্থ হয়ে গেল। আমার মেয়েরও গায়ে অতিরিক্ত জ্বর ছিল। তবে আপু ঈদে ছেলে মেয়েরা খুশি থাকলে আনন্দ করলে নিজের কাছে ভালো লাগে। তাদের খুশি মানে আমাদের খুশি। তাদের একটু মুখে হাসি দেখলে আমরা অনেক খুশি হয়। তবে এটি শুনে খুব ভালো লাগলো জ্বর কমাতে আপনার মেয়ে এদিক-ওদিক দৌড়াদৌড়ি এবং লাফালাফি করতেছে। আর গ্রামের বাড়িতে ঈদ করলে অন্যরকম মজা লাগে। সুন্দর করে পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঈদের ছেলে মেয়েরা খুশি থাকলে মা-বাবারও ভালো লাগে। ছেলে মেয়েদের মুখের হাসি মা-বাবাদের ঈদ আনন্দটাকে অনেকটা বাড়িয়ে দেয়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
ঈদের দিন মানেই বাচ্চাদের অনেক আনন্দের দিন। তারা নতুন জামা কাপড় পড়ে আর সাজুগুজু করতে অনেক পছন্দ করে। আপনার মেয়ে ঈদের দিন অনেক আনন্দ করেছে দেখে ভালো লাগলো। দারুন সব মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ঠিক বলেছেন আপু ঈদ মানে বাচ্চাদের আনন্দ ও খুশির দিন।তারা ঈদের দিন নতুন জামা কাপড় পড়ে ঘুরে বেড়াতে পছন্দ করে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।