অরিগ্যামি-রঙিন কাগজ দিয়ে জামার অরিগামি তৈরি||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজকে সকলের মাঝে রঙিন কাগজ দিয়ে জামা তৈরি করে সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে জামার অরিগামি তৈরি


ei_1722019239519-removebg-preview.png
Device-XANON-X20


কাগজ দিয়ে যা কিছু বানানো হোক না সেটা দেখতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতেও তেমন অনেক আকর্ষণীয় হয়।আমি সুযোগ পেলেই কাগজ দিয়ে জিনিস বানিয়ে থাকি।আজকেও ঠিক তেমনি আমি রঙিন কাগজ দিয়ে জামার অরিগামি তৈরি করেছি।রঙিন কাগজ দিয়ে জামার অরিগামি তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে জামার অরিগামি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাইন পেন।


IMG_20240701_133547_195.jpg
Device-XANON-X20

ei_1722004344638-removebg-preview~2.png
Device-XANON-X20


রঙিন কাগজ দিয়ে জামার অরিগামি তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240701_133610_597.jpg
Device-XANON-X20

IMG_20240701_133629_507.jpg
Device-XANON-X20


প্রথমে একটি রঙিন কাগজ নিব।এরপর কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে নিব।


ধাপ-২


IMG_20240701_133712_629.jpg
Device-XANON-X20


এরপর আবারো দুইপাশে ভাঁজ করে নিব।


ধাপ-৩


IMG_20240701_133900_417.jpg
Device-XANON-X20

IMG_20240701_134014_980.jpg
Device-XANON-X20

IMG_20240701_134155_796.jpg
Device-XANON-X20

IMG_20240701_134504_876.jpg
Device-XANON-X20


এরপর আবারও উল্টা দিকে দুইটি ভাঁজ করে নিব।এরপর একদম মাঝখানে ভাঁজ করে জামার শেফ দেওয়ার চেষ্টা করব।


ধাপ-৪


IMG_20240701_134641_688.jpg
Device-XANON-X20

IMG_20240701_134837_579.jpg
Device-XANON-X20


এরপর জামার গলার অংশ সুন্দর ভাবে ভাঁজ করে নিব।


ধাপ-৫


IMG_20240701_134849_455.jpg
Device-XANON-X20

IMG_20240701_135037_309.jpg
Device-XANON-X20


এরপর কাগজটি কে উল্টিয়ে দুই পাশে ভাঁজ করে নিব।


ধাপ-৬


IMG_20240701_135100_251.jpg
Device-XANON-X20
IMG_20240701_135133_881.jpg
Device-XANON-X20

IMG_20240701_135144_626.jpg
Device-XANON-X20


এরপর সুন্দরভাবে কাগজটি ভাঁজ করে জামার হাতা তৈরি করে নিব।


ধাপ-৭


IMG_20240701_135209_706.jpg
Device-XANON-X20


এরপর সাইন পেনের সাহায্যে জামার উপরে সুন্দর ভাবে ডিজাইন করে নিব।


শেষ ধাপ


IMG_20240701_135457_991.jpg
Device-XANON-X20


তাহলে আমার রঙিন কাগজ দিয়ে জামার অরিগামি তৈরি হয়ে যাবে।


উপস্থাপনা:


ei_1722019281745-removebg-preview.png
Device-XANON-X20


রঙিন কাগজ দিয়ে জামার অরিগামি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে রঙিন কাগজ দিয়ে জামার অরিগামি তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে সকলেই ভীষণ পছন্দ করে।এইভাবে কাগজ দিয়ে কিছু বানানোর মজাই আলাদা ।কাগজ দিয়ে জামা তৈরি করে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি কাগজের জামা তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা জামা টি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47।আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 last month 

আপনি সুযোগ পেলেই রঙিন কাগজ দিয়ে এ ধরনের অরিগামি তৈরি করেন জেনে বেশ ভালো লাগলো আপু। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর জামার অরিগামি তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last month 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

নিজের ক্রিয়েটিভিটি খুব সুন্দর করে আমাদের মাঝে আপনি তুলে ধরেছেন। রঙিন কাগজ দিয়ে আপনি বেশ চমৎকার একটি জামা তৈরি করেছেন। তৈরি ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

আমি চেষ্টা করেছি ভাইয়া সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

রঙিন কাগজ ব্যবহার করে জামার খুব সুন্দর একটি অরিগ্যামি তৈরি করেছেন আপু।যা দেখতে বেশ ভালো লাগছে।সময় পেলে আপনার মত আমিও রঙিন কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করার চেষ্টা করি।যাইহোক রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি জামার অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last month 

অনেক ভালো লাগলো আপু আপনার সুন্দর এই ড্রেস তৈরি করা দেখে। এই জাতীয় কাজগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। খুব সুন্দর একটি ড্রেস হয়েছে রঙিন কাগজের। আশা করব এভাবে আপনি আরো অনেক সুন্দর সুন্দর অরিগামি তৈরি করেতৈরি করে আমাদের মাঝে শেয়ার করবেন।

 last month 

আপনার আইডিয়া কিন্তু অসাধারণ আপু। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি জামার অরিগামি বানিয়েছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতে অসাধারণ লাগে। তবে সাইন পেন দিয়ে জামার উপর ডিজাইন করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে জামার অরিগামি তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month (edited)

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে জামার অরিগামি তৈরি করেছেন। কাগজের তৈরি জামাটি দেখতে বেশ চমৎকার লাগছে দেখতে যেন মনে হচ্ছে অবিকল আসল জামার মতো। ধন্যবাদ আপু

 last month 

রঙিন কাগজের অরিগামি পোস্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে কাগজ ব্যবহার করে জামার অরিগামি তৈরি করছেন।জামাটি দেখতে খুব সুন্দর লাগতেছে আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 59077.53
ETH 2518.13
USDT 1.00
SBD 2.48