অরিগ্যামি-ছাতার অরিগ্যামি তৈরি||

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি।কাগজ দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে কাগজ দিয়ে তৈরি ছাতার অরিগ্যামি সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


ছাতার অরিগ্যামি তৈরি


IMG_20240321_200056.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে যা কিছু বানানো হোক না সেটা দেখতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতেও তেমন অনেক আকর্ষণীয় হয়।আমি সুযোগ পেলেই কাগজ দিয়ে কোনো জিনিস বানিয়ে থাকি।আজকেও ঠিক তেমনি আমি কাগজ দিয়ে ছাতার অরিগ্যামি তৈরি করেছি।কাগজ দিয়ে ছাতার অরিগ্যামি তৈরি করতে পেরে আমার খুব ভালো লেগেছে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি কাগজ দিয়ে ছাতার অরিগ্যামি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাঁচি।
২. সাদা কাগজ।
৩. রং।
৪.পেন্সিল।
৫. স্কেল।
৬.আঠা।
৭.কটনবার।


IMG20240321155702.jpg
Device-OPPO-A15


ছাতার অরিগ্যামি তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG20240321155750.jpg
Device-OPPO-A15

IMG20240321155833.jpg
Device-OPPO-A15


প্রথমে একটি সাদা কাগজ নিব। এরপর সাদা কাগজটিকে মাঝ বরাবর ভাজ করে নিব।


ধাপ-২


IMG20240321160012.jpg
Device-OPPO-A15

IMG20240321160033.jpg
Device-OPPO-A15

IMG20240321160222.jpg
Device-OPPO-A15


এরপর আবার ও মাঝ বরাবর দুইবার ভাঁজ নিব।ভাঁজ করা হয়ে গেলে একটি কাঁচির সাহায্যে ভাঁজে ভাঁজে কেটে নিব।


ধাপ-৩


IMG20240321160411.jpg
Device-OPPO-A15

IMG20240321160519.jpg
Device-OPPO-A15


কেটে নেওয়া অংশ থেকে একটি অংশ নিব।এরপর মাঝ বরাবর ভাঁজ করে নিব


ধাপ-৪


IMG20240321160558.jpg
Device-OPPO-A15

IMG20240321160608.jpg
Device-OPPO-A15

IMG20240321160631.jpg
Device-OPPO-A15


এরপর আবারো মাঝ বরাবর ভাঁজ করে নিব।এরপর আবারও একটি ভাঁজ করে নিব। মানে একই ভাবে তিনবার ভাঁজ করে নিব।


ধাপ-৫


IMG20240321160732.jpg
Device-OPPO-A15

IMG20240321160800.jpg
Device-OPPO-A15

IMG20240321160932.jpg
Device-OPPO-A15


এরপর পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিব।এরপর দাগের ভাঁজে কাঁচির সাহায্যে কেটে নিব।


ধাপ-৬


IMG20240321160951.jpg
Device-OPPO-A15

IMG20240321161025.jpg
Device-OPPO-A15


এরপর কাটা কাগজটির ভাঁজ খুলে নিব।


ধাপ-৭


IMG20240321161118.jpg
Device-OPPO-A15

IMG20240321161238.jpg
Device-OPPO-A15


এরপর কাগজটির ভাঁজে ভাঁজে পেন্সিল দিয়ে দাগ কেটে নিব।


ধাপ-৮


IMG20240321161250.jpg
Device-OPPO-A15

IMG20240321161802.jpg
Device-OPPO-A15


এরপর সুন্দরভাবে রং করে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-৯


IMG20240321161840.jpg
Device-OPPO-A15

IMG20240321162422.jpg
Device-OPPO-A15


এরপর পেন্সিল দিয়ে দেওয়া দাগগুলোর নিচের অংশ ভাঁজ করে ছাতার মত করে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-১০


IMG20240321162443.jpg
Device-OPPO-A15

IMG20240321162536.jpg
Device-OPPO-A15

IMG20240321162639.jpg
Device-OPPO-A15

IMG20240321163819.jpg
Device-OPPO-A15


এরপর ছাতাটির হ্যান্ডেল বানানোর জন্য কটনবার নিব।এরপর আঠার সাহায্যে কটনবার টি ছাতাটির ভিতরে লাগিয়ে নিব।


শেষ ধাপ


IMG20240321163811.jpg
Device-OPPO-A15

IMG_20240321_224143.jpg
Device-OPPO-A15


তাহলে আমার ছাতার অরিগ্যামি টি তৈরি হয়ে যাবে।এরপর একে একে সবগুলো ছাতার অরিগ্যামি তৈরি করে নিব।


উপস্থাপনা:


IMG_20240321_200056.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে ছাতার অরিগ্যামি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে কাগজ দিয়ে ছাতার অরিগ্যামি তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে সকলেই ভীষণ পছন্দ করে।এইভাবে কাগজ দিয়ে কিছু বানানোর মজাই আলাদা ।কাগজ দিয়ে ছাতার অরিগ্যামি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি ছাতার অরিগ্যামি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা অরিগ্যামিটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে জেতে অনেক পছন্দ করি।

Sort:  
 7 months ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজের জিনিসগুলো বানাতে যেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে। আজকে খুব সুন্দর একটি ছাতার অরিগামি তৈরি করেছেন। ছাতাটি অনেক ছোট মনে হল। এরকম ছোট জিনিসগুলো তৈরি করা বেশি কষ্টকর। কারণ হাতে ঠিকমতো ধরা যায় না। কিন্তু শেষে কালার করার কারণে ছাতাগুলো খুব সুন্দর লাগছে দেখতে।

 7 months ago 

ঠিক বলেছেন আপু ছাতাগুলো একটু ছোট হওয়ায় জন্য ধরতে কষ্ট হয়েছিল।তবে বানাতে বেশ ভালো লেগেছিল।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 7 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার ছাতার অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি তো দেখছি বৃষ্টির দিনে বৃষ্টির উপযোগী জিনিস নিয়ে হাজির হয়ে গিয়েছেন। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 7 months ago 

এই ছাতা বৃষ্টিতে আমার মেয়ের জন্য ঠিক আছে।আপনার কাছে ভালো লেগেছে জেনে ভাল লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 7 months ago 

কাগজ কেটে বেশ চমৎকার রঙিন ছাতা তৈরি করেছেন। আপনার ছাতার অরিগ্যামি তৈরি বেশ দুর্দান্ত হইছে। বিশেষ করে কাগজের উপর রং করাতে ছাতা গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ছাতার অরিগ্যামি তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। এতো সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 7 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 7 months ago 

কাগজ দিয়ে এরকম সুন্দর ছাতার অরিগামি তৈরি করতে পেরে আপনার অনেক ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম আপু। আসলে যে কোন কাজের পরে কাজটা সম্পূর্ণ হলে নিজের কাছে সার্থক মনে হয়। আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ছাতার অরিগামি তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। প্রতিটি ধাপ অনেক সুন্দর এবং সহজভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

এই অরিগামি টি তৈরি করে সকলের মাঝে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে।এই জিনিস গুলো বানাতে সত্যি অনেক বেশি ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার ছাতির অরিগামি তৈরি করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে কিভাবে পর্যায়ক্রমে ছাতি তৈরি করতে হয় পোষ্টের মাধ্যমে সেটাই তুলে ধরেছেন। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

কাজ কয়দিন ধরে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মাঝে আপনার তৈরি ছাতাগুলো বেশ কাজে দিচ্ছে মনে হয় 😃। একটু মজা করলাম আপু। যাইহোক আপনি আজকে ছাতার অরিগামী তৈরি করেছেন। তৈরি ধাপগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার তৈরিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সব মিলায়ে এত সুন্দর একটি ছাতার অরিগামী আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 7 months ago 

জি ভাইয়া আমার জন্য অনেক বেশি কাজে দিচ্ছে।আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 7 months ago 

রঙিন কাগজের ডাই প্রজেক্ট মানে দারুন কিছু। তাছাড়াও রঙিন কাগজ ব্যাবহার করলে সবকিছু চমৎকার ফুটে ওঠে। আপনার তৈরি করা ছাতাগুলো কিন্তু দারুণ হয়েছে। সবগুলো দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। বেশ বুদ্ধি করে বানিয়েছেন এগুলো। ধন্যবাদ আপু চমৎকার কাজ উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 7 months ago 

কাগজ দিয়ে অসাধারণ তাই পোস্ট তৈরি করেছেন। ছাতা তৈরির ধাপ গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আর খুবই সুন্দর কালার করেছেন। যার কারণে আরো বেশি ভালো লাগছে। অসাধারণ এই ডাইপোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 7 months ago 

কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে ছাতা তৈরি করেছেন। ছাতা তৈরি দেখতে পেয়ে ভালো লাগলো। আসলে কিছুদিন আগে আমিও ছাতা তৈরি করেছিলাম, তবে আপনার মত এত সুন্দর হয়নি।

 7 months ago 

আপনি অনেক সুন্দর করে সাদা কাগজ কালার করে ছাতার অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি করা এই তিনটা কালারফুল ছাতার অরিগ্যামি দেখতে আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে। দুইটা বিনা দুই কালারের করলেও আরেকটা আপনি বিভিন্ন কালার দিয়ে করেছেন। আপনার ছাতা তৈরি করার উপস্থাপনা দেখলে যে কেউ এই ছাতা তৈরি করে নিতে পারবে। সব মিলিয়ে দারুন হয়েছে বলতে হচ্ছে। আপনার এই সুন্দর হাতের কাজটা ভালোই ছিল।

 7 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68530.21
ETH 2695.40
USDT 1.00
SBD 2.72