ট্রাভেল-আবারো সেই চেনা শহরে ভ্রমণ||

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে।আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকোলে অনেক ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আবারো সেই চেনা শহরে ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


আবারো সেই চেনা শহরে ভ্রমণ

IMG_20240615_221233.jpg
Device-XANON-X20
Location


কোথাও ভ্রমণ করতে বের হলে খুবই ভালো লাগে। নিজের পরিচিত জায়গায় যখন অনেকদিন পর যাওয়া হয় তখন খুবই আনন্দ হয়। সব পুরনো স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। পুরানো দিনগুলোর কথা মনে পড়ে যায়।আমি সেই শহরটিতে কোনো একদিন পা রেখেছিলাম। আমার সকল মুহূর্তগুলো মনে পড়েছিল। রাস্তাঘাট গুলোর সাথে কত স্মৃতি জড়িয়ে রয়েছে।কারণ আমি অনেকবার এই পথ দিয়ে গিয়েছিলাম ।সেগুলো দেখে মনের মধ্যে আনন্দ জেগে উঠে।মন ও প্রাণ যেন হাসিতে ভরে যায়।



IMG_20240615_220121.jpg
Device-XANON-X20
Location


এই শহরে আমি দীর্ঘ চারটি বছর থেকেছিলাম। আমি যখন ডিপ্লোমা পড়েছিলাম তখন এই শহরটিতে থেকে পড়াশোনা কমপ্লিট করেছিলাম।প্রত্যেকটা রাস্তার অলিগুলি আমার কাছে চেনা। কারন আমি সব সময় এই পথগুলো ধরে চলাচল করতাম। সেই পথ গুলো যখন অনেকদিন পর দেখতে পেলাম তখন খুবই ভালো লাগছিল। যেন আমি সেই প্রথম দিনের মত এই শহরে এসেছি।



IMG_20240615_220214.jpg
Device-XANON-X20
Location


আমি যেই পথ ধরে কলেজে যেতাম সেই পথ দেখতে পেয়েছিলাম। তখন আমার কলেজ যাওয়ার প্রতিটি দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। কিভাবে আমি এই পথ দিয়ে বান্ধবীদের সাথে কলেজের উদ্দেশ্যে যেতাম। আবারও একই পথ ধরে ফিরে আসতাম। সেই দিন গুলো মনে পড়েছিল আমার। অনেকদিন পর চেনা শহরের চেনা জায়গা গুলো দেখে ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকটা জায়গায় যেন আমার জীবনের সাথে জড়িয়ে রয়েছে।



IMG_20240615_215615.jpg
Device-XANON-X20
Location


অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই শহরকে ঘিরে। যে স্মৃতিগুলো এখনো আমার মনের কোণে গাঁথা। আমি যেই ম্যাচে থাকতাম সেই রাস্তা দিয়ে গিয়েছিলাম।আমার সবকিছু চোখের সামনে কল্পনার মত ভেসে উঠে ছিল। মনে হচ্ছিল যেন আমি আবারো সেই সময় ফিরে গিয়েছি।খুবই সুন্দর দিন কেটে ছিল আমার এই অচেনা শহরটিতে।কিন্তু এখন সেই শহরটি আর সে প্রথম দিনের মত অচেনা নেই।



IMG_20240615_220250.jpg
Device-XANON-X20
Location


আমি প্রথম দিন যখন এই শহরে পা রেখেছিলাম তখন আমি এখানকার কোন কিছুই চিনতাম না।কয়েকবার রাস্তাও হারিয়ে ফেলেছিলাম। কিন্তু কি অবাক করা কথা আজ আমি এই শহরের প্রত্যেকটি রাস্তার সাথে খুবই ভালোভাবে পরিচিত। প্রতিটি রাস্তা যেন আমার আপন হয়ে উঠেছে। কত মায়া জড়িয়ে রয়েছে এই শহরের সাথে।নতুনভাবে আবারো আমি এই শহরে যেতে পেরে খুবই আনন্দিত। ভালোলাগার কোন শহরে গেলে সত্যি ভীষণ ভালো লাগে। পোস্টটি শেয়ার করতে পেরে আজ আমার ভীষণ আনন্দিত। ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 4 months ago 

আপনার লেখনীতে স্মৃতি ও অনুভূতির এক অপূর্ব সমন্বয় ঘটেছে, যা পাঠকের মনে দাগ কাটে। আপনার ভ্রমণের অভিজ্ঞতা ও সেই সাথে জড়িত আবেগগুলো খুবই সুন্দর করে তুলে ধরেছেন। এই ধরনের পোস্ট পড়ে আমাদের নিজেদের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 4 months ago 

আপনাদের চেনা শহরে ভ্রমণ করতে দেখে বেশ ভালো লাগলো আমার। আসলে অতীতে যে জায়গায় চলাচল করা হয় সেই জায়গায় অনেকদিন পর উপস্থিত হলে বেশ ভালো লাগে। আর ঠিক তেমনি স্মৃতিময় স্থানগুলো মন চায় অন্যদের মাঝে উপস্থাপন করি। যাই হোক আপনার এই স্মৃতিচারণ মূলক স্থানের ফটো দেখেও ভালো লাগলো।

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62647.29
ETH 2439.61
USDT 1.00
SBD 2.66