আর্ট-খরগোশ||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডি নাম @maria47।আপনারা সবাই কেমন আছেন? আসা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি খরগোশ আট করেছি। আশা করি সকলেরই আমার করা আর্টটি ভালো লাগবে।


খরগোশ আর্ট:

IMG_20240214_000700.jpg
Device-OPPO-A15


আর্ট করতে আমার খুবই ভালো লাগে।আমার পছন্দের কাজের মধ্যে একটি হচ্ছে আর্ট।আমি সুযোগ পেলেই আর্ট করতে বসে যাই। আর্ট করতে সবারই ভালো লাগে।আমি আর্ট করতে অনেক ভালোবাসি।আর্ট করলে মন ভালো হয়ে যায়।নিজেকে এক নতুন রূপে ফুটে তুলতে মাঝে মধ্যে পেন্সিল, রাবার নিয়ে আর্ট করতে বসে যাই।আজকে নিজেকে একটু নতুন রূপে ফুটে তোলার জন্য একটু আর্ট করেছি।আজকে আমি খরগোশ আর্ট করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।চলুন এইবার দেখা নেয়া যাক কিভাবে আর্ট টি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১.পেন্সিল।
২.রাবার।
৩.সাদা কাগজ।


IMG20240213170706.jpg
Device-OPPO-A15


** খরগোশ আর্ট করার ধাপ সমূহ:**


ধাপ-১


IMG20240213170512.jpg
Device-OPPO-A15

IMG20240213170706.jpg
Device-OPPO-A15


প্রথমে একটি সাদা কাগজ এবং একটি পেন্সিল নিব।এরপর সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে দুইটা 2 লিখে নিব।


ধাপ-২


IMG20240213170804.jpg
Device-OPPO-A15


এরপর দ্বিতীয় টু এর উপরের দিকের অংশে মাথার মত আকৃতি করে নিব।


ধাপ-৩


IMG20240213170921.jpg
Device-OPPO-A15

IMG20240213171025.jpg
Device-OPPO-A15


এরপর প্রথম টু থেকে মাথা পর্যন্ত দাগ কেটে পিঠের মতো আকৃতি করে নিব।


ধাপ-৪


IMG20240213171222.jpg
Device-OPPO-A15

IMG20240213171343_01.jpg
Device-OPPO-A15


এরপর পেন্সিলের সাহায্যে মাথার উপরের দিকে কানের আকৃতি করে নিব।


ধাপ-৫


IMG20240213171442.jpg
Device-OPPO-A15

IMG20240213171514.jpg
Device-OPPO-A15


এরপর পেন্সিলের সাহায্যে সামনের পায়ের আকৃতি করে নিব।


ধাপ-৬


IMG20240213171548.jpg
Device-OPPO-A15

IMG20240213171616.jpg
Device-OPPO-A15


এরপর পেন্সিলের সাহায্যে পিছনের খরগোশের পায়ের মত আকৃতি করে নিব।


ধাপ-৭


IMG20240213171631.jpg
Device-OPPO-A15

IMG20240213171651.jpg
Device-OPPO-A15


এরপর পেন্সিলের সাহায্যে পিঠের নিচের অংশে খরগোশের লেজের আকৃতি করে নিব।


ধাপ-৮


IMG20240213171726.jpg
Device-OPPO-A15

IMG20240213171807.jpg
Device-OPPO-A15


এরপর পেন্সিলের সাহায্যে আবারো খরগোশের মুখের আকৃতি করে নিব।


ধাপ-৯


IMG20240213171830.jpg
Device-OPPO-A15

IMG20240213172645.jpg
Device-OPPO-A15


এরপর পেন্সিল এর সাহায্যে সুন্দরভাবে খরগোশের চোখ এঁকে নিব।


শেষ ধাপ


IMG20240213172712.jpg
Device-OPPO-A15

IMG20240213173441.jpg
Device-OPPO-A15


এরপর খরগোশের আর্ট টি সম্পূর্ণ হয়ে গেলে নিচে নিজের নাম লিখে দিব। তাহলে আমার খরগোশের আর্টটি সম্পূর্ণ হয়ে যাবে।


উপস্থাপনা:


IMG20240213173515.jpg
Device-OPPO-A15


আমার আর্ট হয়ে গেলে সবার সামনে উপস্থাপনার জন্য প্রস্তুত করেছি। আমি সুযোগ পেলেই খরগোশ আর্ট করে থাকি। আর্ট করতে আমি খুবই ভালোবাসি। বলতে গেলে আর্ট করা আমার একটি শখ। আমি সব সময় চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর ধরনের আর্ট তুলে ধরার জন্য। আশা করি আমার খরগোশের অর্টটি সকলের ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 8 months ago 

চমৎকার একটি খরগোশের দৃশ্য আট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। অনেক সুন্দর হয়েছে আপনার খরগোশের দৃশ্যটা অঙ্কন করা। তবে আরেকটু ভালো ভাবে ফুটিয়ে তুলতে পারতেন। আশা করব এভাবে আরো অনেক সুন্দর সুন্দর কিছু আমাদের মাঝে আর্ট করে করে দেখানোর চেষ্টা করবেন।

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।জ্বী ভাইয়া আমি চেষ্টা করব এরপর থেকে আরো ভালো করে উপস্থাপন করার জন্য।

 8 months ago 

ওয়াও আপু আপনি দুইটি দুই দিয়ে পেন্সিলের মাধ্যমে সুন্দরভাবে খরগোশের আর্ট করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য। এমন ধরনের আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে। দুই দিয়ে খরগোশের আট করে সকলের মাঝে উপস্থাপন করতে পেরে আমি খুবই আনন্দিত।

 8 months ago 

আপু আপনি সংখ্যা দিয়ে খুব সুন্দর একটি খরগোশ আর্ট করেছেন। আপনার এই খরগোশটিকে দেখতে অনেক কিউট দেখাচ্ছে। পেন্সিল গুলো আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

2 দিয়ে খরগোশ আর্ট করার পদ্ধতি দেখে অনেক ভালো লাগলো। তবে আপনার নিজের পোস্টের কোয়ালিটি যদি আরেকটু ভালো করেন তাহলে অনেক ভালো হবে। মেহেদি ডিজাইন আর্ট, ফুল, লতাপাতা এই টাইপের আর্ট গুলো আপনি করতে পারেন। এছাড়া গ্রামীন প্রকৃতি এসবও আর্ট করতে পারেন।

 8 months ago 

খুব সুন্দর একটি খরগোশ আর্ট করেছেন আপনি। আপনার কাছে ভালো লেগেছে সিম্পলের মধ্যে খরগোশের আর্ট সত্যি অসাধারণ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67773.53
ETH 2617.28
USDT 1.00
SBD 2.71