আর্ট-জবা ফুল আর্ট||

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47।আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি জবা ফুল আর্ট করেছি।আর সেটাই সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলেরই আমার করা আর্টটি সবার ভালো লাগবে।


জবা ফুল আর্ট:


IMG_20240302_192539.jpg
Device-OPPO-A15


আর্ট করতে আমার খুবই ভালো লাগে।আমার পছন্দের কাজের মধ্যে একটি হচ্ছে আর্ট।আমি সুযোগ পেলেই আর্ট করতে বসে যাই। আর্ট করতে সবারই ভালো লাগে।আমিও আর্ট করতে অনেক ভালোবাসি।আর্ট করলে মন ভালো হয়ে যায়।নিজেকে এক নতুন রূপে ফুটে তুলতে মাঝে মধ্যে পেন্সিল, রাবার নিয়ে আর্ট করতে বসে যাই।আজকে নিজেকে একটু নতুন রূপে ফুটে তোলার জন্য একটু আর্ট করেছি।আজকে আমি জবা ফুল আর্ট করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।চলুন এইবার দেখা নেয়া যাক কিভাবে আর্ট টি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১.পেন্সিল।
২.রাবার।
৩.সাদা কাগজ।
৪.পেন্সিল রং।


IMG20240302154947.jpg
Device-OPPO-A15


জবা ফুল আর্ট করার ধাপ সমূহ:


ধাপ-১


IMG20240302155254.jpg
Device-OPPO-A15

IMG20240302160052.jpg
Device-OPPO-A15

IMG20240302160734.jpg
Device-OPPO-A15

IMG20240302161420.jpg
Device-OPPO-A15


প্রথমে একটি সাদা কাগজ এবং একটি পেন্সিল নিব।এরপর সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে জবা ফুলের একটি পাঁপড়ি এঁকে নিব। এরপর একে একে জবা ফুলের সবগুলো পাঁপড়ি এঁকে নিব।


ধাপ-২


IMG20240302161811.jpg
Device-OPPO-A15

IMG20240302161844.jpg
Device-OPPO-A15

IMG20240302162357.jpg
Device-OPPO-A15

IMG20240302162512.jpg
Device-OPPO-A15


জবা ফুলের পাঁপড়ি গুলো আঁকা হয়ে গেলে পেন্সিনলের সাহায্যে দাগ গুলো গাঢ় করে নিব।এরপর পেন্সিলের সাহায্যে পাঁপড়ির মাঝ বরাবর থেকে উপর পর্যন্ত ফুলের ভিতরের অংশ এঁকে নিব।


ধাপ-৩


IMG20240302162709.jpg
Device-OPPO-A15

IMG20240302163443.jpg
Device-OPPO-A15


এরপর ফুলের নিচের অংশে ডাল এঁকে নিব।


ধাপ-৪


IMG20240302163609.jpg
Device-OPPO-A15

IMG20240302163755.jpg
Device-OPPO-A15


এরপর পেন্সিলের সাহায্যে জবার ফুলের পাতা এঁকে নিব।


ধাপ-৫


IMG20240302163815.jpg
Device-OPPO-A15

IMG20240302163851.jpg
Device-OPPO-A15

IMG20240302164005.jpg
Device-OPPO-A15


এরপর পেন্সিল রঙের সাহায্যে পাঁপড়ির ভিতরের অংশ রং করে নিব।


ধাপ-৬


IMG20240302164207.jpg
Device-OPPO-A15

IMG20240302164408.jpg
Device-OPPO-A15


এরপর আবার ও পেন্সিল রঙের সাহায্যে পাঁপড়ি গুলো রং করে নিব।


ধাপ-৭


IMG20240302164420.jpg
Device-OPPO-A15

IMG20240302164549.jpg
Device-OPPO-A15


এরপর ডালের অংশ রং করে নিব।


ধাপ-৮


IMG20240302164601.jpg
Device-OPPO-A15

IMG20240302164805.jpg
Device-OPPO-A15


ডাল রং করা হলে পাতা রং করে নিব।


শেষ ধাপ


IMG20240302164826.jpg
Device-OPPO-A15

IMG20240302164936.jpg
Device-OPPO-A15


এরপর জবা ফুলের আর্টটি সম্পূর্ণ হয়ে গেলে নিচে নিজের নাম লিখে দিব। তাহলে আমার জবা ফুলের আর্টটি সম্পূর্ণ হয়ে যাবে।


উপস্থাপনা:


IMG_20240302_192348.jpg
Device-OPPO-A15


আমার জবা ফুল আর্ট হয়ে গেলে সবার সামনে উপস্থাপনার জন্য প্রস্তুত করেছি।আমি সুযোগ পেলেই নিত্য নতুন কিছু আর্ট করে থাকি।আর্ট করলে হাজার মন খারাপ দূর হয়ে যায়।আর্ট করতে আমি খুবই ভালোবাসি। বলতে গেলে আর্ট করা আমার একটি শখ।আমি জবা ফুলের আর্টটি সকলের মাঝে শেয়ার করতে পেরে খুব খুশি।আমি সব সময় চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর ধরনের আর্ট তুলে ধরার জন্য। আশা করি আমার জবা ফুলের অর্টটি সকলের ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।আর্ট করতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 4 months ago 

ফুলের ছবিটা মোটামুটি ভালোই হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন আমাদের কমিউনিটির কিছু মেম্বার অত্যন্ত চমৎকার আর্ট করে থাকেন। তাদের পোস্ট গুলো দেখে আরো ভালো মানের আর্ট করা শিখবেন। ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।আমি অন্যদের পোষ্ট গুলো দেখে শিখব আরো ভালো করে।এরপর থেকে আমি অবশ্য চেষ্টা করব আরও ভালো কোয়ালিটির আর্ট পোস্ট সকলের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

জবা ফুল কালার ফুল একটি আর্ট তুলে ধরেছেন। জবা ফুল গুলো কম বেশি সবাই পছন্দ করেন। আর আপনি পেন্সিল দিয়ে আর্ট করেছেন। এবং রং পেন্সিল দিয়ে রং করেছেন এজন্য দেখতে অনেক সুন্দর লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে আমি নতুন কিছু আর্ট করার চেষ্টা করে থাকি। আর জবা ফুল আমার ভীষণ পছন্দ। তাই আমি জবা ফুলের আর্টটি করার চেষ্টা করেছি।

 4 months ago 

অসাধারণ সুন্দর জবা ফুলটি বানিয়েছেন আপনি।একদম লাল টুকটুকে জবা। দেখে মনে হচ্ছে গাছ থেকে তুলে এনে রেখেছেন। ধাপে ধাপে পুরা আর্ট পদ্ধতি সুন্দর করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা জবা ফুলের আর্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

আপু ফুলটি অনেক সুন্দর হয়েছে। ধাপ গুলো অনেক সুন্দর করে তুলে ধরেছেন এবং অনেক সহজ ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার আর্ট খুবই দুর্দান্ত হয়েছে। আজ আপনি জবা ফুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। জবা ফুলের আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি আর্ট সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো দুর্দান্ত আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 4 months ago 

আপনার কাজের পছন্দের মধ্যে একটি হচ্ছে আর্ট|আপনার জবা অংকনটি আসলেই অনেক সুন্দর হয়েছে ।কিন্তু রংটা একটু গাঢ় হলে দেখতে আরো বেশি চমৎকার লাগতো।

 4 months ago 

আপনি চমৎকার আর্ট করতে পারেন জবাব ফুলের দারুন একটি আর্ট করেছেন। পাপড়িগুলো কিভাবে অঙ্কন করতে হয় সেটা পর্যায়ক্রমে দেখিয়েছেন এবং পরবর্তীতে সেটা কালারফুল ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

জবা ফুলের অসাধারণ একটি আর্ট প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন সত্যি সৌন্দর্য দেখে আমি মুগ্ধ।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল জবা ফুল।

 4 months ago 

বর্তমান সময়ে প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর অংকন শেয়ার করে যাচ্ছে এই কমিউনিটিতে। খুবই চমৎকার একটা জবা ফুলের অংকন আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। জবা ফুলের এই অংকন দেখে মনে হচ্ছে এটা যেন সত্যি কারের জবা। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অনেক সুন্দর ভাবে জবা ফুলের আর্ট করেছেন আপু।জবা ফুলের পাপড়ি গুলো দেখতে খুবই ভালো লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর উপস্থাপন করেছেন । এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57020.43
ETH 3081.72
USDT 1.00
SBD 2.41