আর্ট-সমুদ্রের একটি আর্ট||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47।আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি সমুদ্রের একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি সমুদ্রের একটি আর্ট করেছি।আর সেটাই সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলেরই আমার করা জল রঙের আর্টটি সবার ভালো লাগবে।


সমুদ্রের একটি আর্ট:


ei_1713619915005-removebg-preview.png
Device-XANON-X20


আর্ট করতে আমার খুবই ভালো লাগে।আমার পছন্দের কাজের মধ্যে একটি হচ্ছে আর্ট।আমি সুযোগ পেলেই আর্ট করতে বসে যাই। আর্ট করতে সবারই ভালো লাগে।আমিও আর্ট করতে অনেক ভালোবাসি।আর্ট করলে মন ভালো হয়ে যায়।নিজেকে এক নতুন রূপে ফুটে তুলতে মাঝে মধ্যে জল রঙ,পেন্সিল, রাবার নিয়ে আর্ট করতে বসে যাই।আজকে নিজেকে একটু নতুন রূপে ফুটে তোলার জন্য একটু আর্ট করেছি।আজকে আমি সমুদ্রের একটি আর্ট করেছি। সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।চলুন এইবার দেখা নেয়া যাক কিভাবে আর্ট টি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১.জল রঙ।
২.সাদা কাগজ।
৩.তুলি।
৪. কালো সাইন পেন।
৫. বাটি।
৬.পানি।
৭. কাঁচি


IMG_20240420_172126_545.jpg
Device-XANON-X20


সমুদ্রের একটি আর্ট করার ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240420_172223_994.jpg
Device-XANON-X20

IMG_20240420_172326_897.jpg
Device-XANON-X20


প্রথমে একটি সাদা কাগজ ও কাঁচি নিব। এরপর কাঁচির সাহায্যে কাগজটি ছোট করে কেটে নিব।


ধাপ-২


IMG_20240420_172407_517.jpg
Device-XANON-X20

IMG_20240420_172431_906.jpg
Device-XANON-X20

IMG_20240420_172818_190.jpg
Device-XANON-X20


এরপর কিছুটা কালো রঙের জলরং ও পানি তুলিতে লাগিয়ে নিব। এরপর সাদা কাগজের নিচের দিকে কালো রং করে নিব।


ধাপ-৩


IMG_20240420_172902_301.jpg
Device-XANON-X20

IMG_20240420_172915_461.jpg
Device-XANON-X20

IMG_20240420_173626_333.jpg
Device-XANON-X20


এরপর নীল রঙ ও পানি তুলির সঙ্গে লাগিয়ে নিব।এরপর উপরের অংশ নীল রং করে নিব।


ধাপ-৪


IMG_20240420_173723_722.jpg
Device-XANON-X20

IMG_20240420_174044_367.jpg
Device-XANON-X20

IMG_20240420_174752_278.jpg
Device-XANON-X20


এরপর সাইন পেনের সাহায্যে গাছ এঁকে নিব। এরপর কালো জল রঙের সাহায্যে গাছটিকে গাঢ় করে নিব।


ধাপ-৫


IMG_20240420_174907_150.jpg
Device-XANON-X20

IMG_20240420_174936_425.jpg
Device-XANON-X20

IMG_20240420_175132_141.jpg
Device-XANON-X20


এরপর সাদা রং ও পানি তুলিতে লাগিয়ে নিব। এরপর গাছের নিচে চাঁদের মতো করে এঁকে নিব।


ধাপ-৬


IMG_20240420_175229_670.jpg
Device-XANON-X20

IMG_20240420_175602_843.jpg
Device-XANON-X20


এরপর সাইন পেনের সাহায্যে গাছের নিচের একটি নৌকা এঁকে নিব।


শেষ ধাপ


IMG_20240420_175613_802.jpg
Device-XANON-X20

IMG_20240420_175658_054.jpg
Device-XANON-X20


এরপর সমুদ্রের একটি আর্টটি সম্পূর্ণ হয়ে গেলে নিচে নিজের নাম লিখে দিব। তাহলে আমার সমুদ্রের আর্টটি সম্পূর্ণ হয়ে যাবে।


উপস্থাপনা:


ei_1713620055905-removebg-preview.png
Device-XANON-X20


আমার সমুদ্রের আর্ট হয়ে গেলে সবার সামনে উপস্থাপনার জন্য প্রস্তুত করেছি।আমি সুযোগ পেলেই নিত্য নতুন কিছু আর্ট করে থাকি।আর্ট করলে হাজার মন খারাপ থাকলে ও দূর হয়ে যায়।আর্ট করতে আমি খুবই ভালোবাসি। বলতে গেলে আর্ট করা আমার একটি শখ।আমি সমুদ্রের আর্টটি সকলের মাঝে শেয়ার করতে পেরে খুব খুশি।আমি সব সময় চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর ধরনের আর্ট তুলে ধরার জন্য। আশা করি আমার জল রঙের অর্টটি সকলের ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 last month 

আপনার আর্দট ক্ষতা রয়েছে। এভাবে যদি আর্ট করতে থাকেন তাহলে দেখবেন একদিন আপনি ভালো মানের আর্টিস্ট হয়ে গেছেন। তাই প্রতিভা ধরে রাখতে কমবেশি প্রতিনিয়ত আমাদের এভাবে কাজ চালানো উচিত। সুন্দর আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

সমুদ্রের আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে আর্টটি করেছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার আর্টটি আমার অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last month 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last month 

সমুদ্রের আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে আর্ট করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। চাঁদটি দেখতে অনেক সুন্দর লাগছে। আশা করছি এরপর থেকে আরও সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে উপহার দিবেন।

 last month 

আমি সুন্দরভাবে আর্ট করার চেষ্টা করেছি আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

আপনার মত আমারও আর্ট করতে বেশ ভালো লাগে ।তবে সময়ের অভাবে করা হয়ে ওঠে না ।আজকে আপনার সমুদ্রের আর্টটি খুবই চমৎকার হয়েছে। গাছটি দেখতে বেশ সুন্দর লাগছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last month 

আপনারও আর্ট করতে ভালো লাগে জেনে অনেক ভালো লাগলো আপু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last month 

সত্যি বলতে সমুদ্রের আর্টগুলো কিন্তু দেখতে দারুণ দেখায়। কারণ সমুদ্রে চারপাশে দৃশ্যগুলো এবং সমুদ্রের ঢেউগুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুললেন। বিশেষ করে রাত্রে বেলার সমুদ্রের আর্ট করলেন দেখে অনেক ভালো লাগলো। ছোটবেলায় এরকম সমুদ্রের কতই না ছবি আঁকতাম। কিন্তু তাও আজও সমুদ্রের কোন আর্ট দেখলে ভীষণ ভালো লাগে। আপনার এই আর্ট দেখেও আমার কাছে অনেক ভালো লাগলো।

 last month 

সমুদ্রের আর্টটি আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। আপনার বড় বোন সুন্দর আর্ট করে থাকে। আপনিও দেখছি ভালো দক্ষতা সম্পন্ন একজন মানুষ। আপনার এই কাজটি আমার ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ শুরু করে উপস্থাপনা করেছেন। চমৎকারভাবে ফুটে উঠেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last month 

আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last month 

জল রং দিয়ে যে কোন পেইন্টিং করলে দেখতে খুব সুন্দর লাগে। আপনার আর্ট খুবই দুর্দান্ত হয়েছে। সমুদ্রের পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। পেইন্টিং করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার পেইন্টিং করার দক্ষতা বেশ অসাধারণ। এতো অসাধারণ আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last month 

খুবই সুন্দরভাবে সমুদ্রের দৃশ্য আপনার এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনার চিত্রটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। অসাধারণ একটি চিত্র অংকন করেছেন। ধাপে ধাপে শেয়ার করার কারণে চিত্রটি সুন্দরভাবে দেখতে পেলাম।

 last month 

সমুদ্রের খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আর্ট টি দেখতে খুবই সুন্দর লাগছে। কালার কম্বিনেশন বেশ ভালো ছিল। আমার কাছে চাঁদ টি বেশি সুন্দর লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

সমুদ্রের খুব সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আর্টটি দেখতে খুবই সুন্দর লাগছে দেখেই বোঝা যাচ্ছে আপনি এ বিষয়ে অনেক পারদর্শী। সমুদ্র উপর দিয়ে নৌকা ভেসে যাওয়ার দৃশ্যটি খুবই ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67646.69
ETH 3790.48
USDT 1.00
SBD 3.50