ট্রাভেল-আবারো সেই চেনা শহরে ভ্রমণ (শেষ পর্ব)||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে।আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকোলে অনেক ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছিআবারো সেই চেনা শহরে ভ্রমণ (শেষ পর্ব) অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


আবারো সেই চেনা শহরে ভ্রমণ (শেষ পর্ব)


IMG_20240629_182853.jpg
Device-XANON-X20
Location


ভ্রমণ করতে আমার ভীষণ ভালো লাগে। ভ্রমণ করতে আপনি ভীষণ পছন্দ করি। কোন জায়গায় ঘুরতে গেলে আমার ভীষণ আনন্দ হয়।আমি খুবই ভালো লাগে যখন আমি কোথাও ঘুরতে যাই। এর আগে আমি এই ভ্রমণ সম্পর্কে অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আজ আমি আরো কিছু ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।আজকে আমি আমার সেই চেনা শহরের ভ্রমণের শেষ পর্ব তুলে ধরতে যাচ্ছি।



IMG_20240629_182725.jpg
Device-XANON-X20
Location


যখনই আমরা কোনো পরিরিচিত জায়গায় ভ্রমণ করতে যাই তখন আমরা আনন্দিত হই। কারণ প্রত্যেকটা জায়গা আমাদের চেনা থাকে। তাই চেনা শহরের পরিবেশগুলো যেন আরো মায়া বাড়িয়ে দেয়।সেগুলোকে ছেড়ে আসতে ইচ্ছা করে না। ঠিক তেমনি আমার সে পরিচিত জায়গায় যখন যাচ্ছিলাম তখন খুব আনন্দিত হচ্ছিল। আর যখন সেই জায়গা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন খুবই কষ্ট হচ্ছিল।



IMG_20240629_182531.jpg
Device-XANON-X20
Location


কারণ জানতাম না আবারও কখনো এই শহরে আসতে পারবো কিনা। ভাগ্য আমার এই শহরে আবারও কখনো নিয়ে আসবে কিনা। তবে আবারো সেই শহরটিকে একবার চোখের দেখা দেখতে পেলাম এতে আমার ভীষণ আনন্দ হচ্ছে।যাওয়ার পথে যেই নদীটির কথা আপনাদের এর আগে আমি বলেছিলাম। সেই নদীর পাশে প্রতিবারই বাণিজ্য মেলা হয়ে থাকে। এইবারও ঠিক তেমনি বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছিল।



IMG_20240629_182629.jpg
Device-XANON-X20
Location


নদীর পাশে মেলার আয়োজন করা হয়েছিল।একপাশে গাছপালা একপাশে নদী মাঝখানে বাণিজ্য মেলা। মেলার বিভিন্ন খেলনা রাইট কে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল।এরপর সেইখান সব রাইট গুলোকে নিয়ে মেলায় সুন্দরভাবে সাজানো হবে। খুবই সুন্দর আয়োজন করা হয় প্রতিবার।



IMG_20240629_182749.jpg
Device-XANON-X20
Location


প্রথম দিন যখন আমরা যাচ্ছিলাম সেদিন মেলার আয়োজন মোটামুটি শুরু হয়ে গিয়েছিল। আমরা যেইদিন এই পথ ধরে আবার ফিরে বাড়ি আসছিলাম তখন আবার দেখতে পারলাম বেশ অনেকটাই আয়োজন করা হয়েগিয়েছে। বেশ সুন্দরভাবে বাণিজ্য মেলার জন্য চারপাশ সাজানো হচ্ছে। এরপর আরো একটি মজার বিষয় দেখতে পারলাম বাণিজ্য মেলা ঠিক পাশেই একটি সার্কাসের আয়োজন করা হয়েছে। বেশ কয়েকজনের মধ্যে আবার এই নিয়ে আলোচনা হচ্ছিল। চেনা শহরে পাড়ি দেয়ার সময় অনেক কিছুই চোখে পড়েছিল।সেই সব মুহুর্তের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত। এটাই ছিল আমার ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 2 months ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু পরিচিত কোন শহরে অনেকদিন পর গেলে অনেক ভালো লাগে। আর অন্য রকমের অনুভূতি কাজ করে। আপনার ভ্রমণ পোস্ট দেখে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে এই পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

জ্বি আপু পরিচিত শহরের অনেকদিন পর গেলে অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58474.85
ETH 2500.10
USDT 1.00
SBD 2.39