অরিগ্যামি-শার্টের অরিগ্যামি তৈরি||

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডি নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি।কাগজ দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে কাগজ দিয়ে তৈরি শার্টের অরিগ্যামি সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


শার্টের অরিগ্যামি তৈরি


IMG_20240224_171040.jpg
Device-OPPO-A15

IMG_20240224_170712.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে যা কিছু বানানো হোক না সেটা দেখতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতেও তেমন অনেক আকর্ষণীয় হয়।আমি সুযোগ পেলেই কাগজ দিয়ে কোনো জিনিস বানিয়ে থাকি।আজকেও ঠিক তেমনি আমি কাগজ দিয়ে শার্টের অরিগ্যামি তৈরি করেছি।কাগজ দিয়ে শার্টের অরিগ্যামি তৈরি করতে পেরে আমার খুব ভালো লেগেছে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি কাগজ দিয়ে শার্টের অরিগ্যামি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

৫. কাঁচি।
১. সাদা কাগজ।
২. পেন্সিল রং।


IMG20240224141857.jpg
Device-OPPO-A15


শার্টের অরিগ্যামি তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG20240224142123.jpg
Device-OPPO-A15

IMG20240224142255.jpg
Device-OPPO-A15

IMG20240224142326.jpg
Device-OPPO-A15

IMG20240224142423.jpg
Device-OPPO-A15


প্রথম একটি সাদা কাগজ নিব। এরপর সাদা কাগজটিকে লম্বা ভাবে ভাজ করে নিব। এরপর আবারও মাঝ বরাবর ভাঁজ করে নিব।


ধাপ-২


IMG20240224142529.jpg
Device-OPPO-A15

IMG20240224142806.jpg
Device-OPPO-A15

IMG20240224142922.jpg
Device-OPPO-A15

IMG20240224143111.jpg
Device-OPPO-A15


ভাঁজ করা হয়ে গেলে একটি কাঁচির সাহায্যে ভাঁজ বরাবর কেটে নিব।


ধাপ-৩


IMG20240224143149.jpg
Device-OPPO-A15

IMG20240224143213.jpg
Device-OPPO-A15

IMG20240224143356.jpg
Device-OPPO-A15


কেটে নেওয়া কাগজের অংশ থেকে একটি কাগজ নিব। এরপর মাঝ বরাবর ভাঁজ করে নিব।


ধাপ-৪


IMG20240224143516.jpg
Device-OPPO-A15

IMG20240224143614.jpg
Device-OPPO-A15


এরপর আবারো ভাঁজ খুলে নতুন করে দুই পাশে ভাঁজ করে নিব।


ধাপ-৫


IMG20240224143645.jpg
Device-OPPO-A15

IMG20240224143823.jpg
Device-OPPO-A15

IMG20240224144002.jpg
Device-OPPO-A15


এরপর আবারও উপরের অংশের দুই পাশ ভাঁজ করে নিব।


ধাপ-৬


IMG20240224144025.jpg
Device-OPPO-A15


এরপর আবার নিচের অংশ উল্টিয়ে কিছুটা ভাঁজ করে নিব।


ধাপ-৭


IMG20240224155128.jpg
Device-OPPO-A15

IMG20240224155309.jpg
Device-OPPO-A15


আবারো অপর পাশ ঘুরিয়ে নিচের অংশ ভাঁজ করে শার্টের কোলারের আকৃতি করে নিব।


ধাপ-৮


IMG20240224155327.jpg
Device-OPPO-A15

IMG20240224155430.jpg
Device-OPPO-A15


এরপর মাঝ বরাবর ভাঁজ করে নিলেই কাগজ দিয়ে শার্টের অরিগ্যামি তৈরি হয়ে যাবে।


ধাপ-৯


IMG20240224160558.jpg
Device-OPPO-A15


এরপর একে সবগুলো শার্টের অরিগ্যামি তৈরি করে নিব।


ধাপ-১০


IMG_20240224_165958.jpg
Device-OPPO-A15

IMG_20240224_165846.jpg
Device-OPPO-A15


এরপর একটা শার্টের অরিগ্যামি গুলো থেকে একটা শার্ট নিয়ে কিছুটা অংশ রং করে নিব।


শেষ ধাপ


IMG_20240224_165716.jpg
Device-OPPO-A15

IMG_20240224_170423.jpg
Device-OPPO-A15


আসতে আসতে সম্পূর্ণ অংশ রং করে নিব।এইভাবে একে একে সবগুলো শার্টের অরিগ্যামি তৈরি করে নিব।


উপস্থাপনা:


IMG_20240224_170838.jpg
Device-OPPO-A15

IMG_20240224_171239.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে শার্টের অরিগ্যামি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে কাগজ দিয়ে শার্টের অরিগ্যামি তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে সকলেই ভীষণ পছন্দ করে।এইভাবে কাগজ দিয়ে কিছু বানানোর মজাই আলাদা ।কাগজ দিয়ে শার্টের অরিগ্যামি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি শার্টের অরিগ্যামি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা অরিগ্যামিটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।নতুন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে।

Sort:  
 5 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর শাট তৈরি করেছেন। এই শার্ট তৈরি করার উপস্থাপন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। দেখেও শিখে নিলাম। আসলে ডাই পোস্টগুলো দেখতে আমার অনেক ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

কাগজ দিয়ে কিছু বানানোর মজাই আলাদা।আমি শার্টের অরিগ্যামি তৈরি করতে পেরে খুব খুশি। আমারও অনেক ভালো লেগেছে শেয়ার করতে পেরে।

 5 months ago 

কাগজের ভাঁজে ভাঁজে প্রথমে সুন্দর শার্ট তৈরি করেছেন আর পরবর্তীতে সেটা আলাদা আলাদা কালার করেছেন দেখতে এক কথায় অসাধারণ সুন্দর লেগেছে আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 5 months ago 

কাগজ দিয়ে যা কিছু বানানো হোক না কেন দেখতে অসাধারন লাগে।কাগজের জিনিস তৈরি করে উপরে রং করলে দেখতে আরো আকর্ষনীয় হয়।

 5 months ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি সুযোগ পেলেই রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করায় বসে যান। রঙিন কাগজ দিয়ে শার্টের অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো সেই সাথে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম যে আপনি এত চমৎকারভাবে এটা তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

শার্টের অরিগ্যামি অনেক সুন্দর হয়েছে। দেখে একেবারে শার্টের মতই মনে হচ্ছে। আপনি অনেক দক্ষতার সাথে এই ছোট ছোট শার্টগুলো তৈরি করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 5 months ago 

বাহ অসাধারণ হয়েছে আজকে আপনার শার্টের অরিগ্যামি তৈরি। সত্যি বলতে আপনি পেন্সিল দিয়ে চমৎকার শার্টের অরিগ্যামি বানিয়েছেন। কাগজ দিয়ে কিছু তৈরি করলে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। আপনার কাগজের শার্টের অরিগ্যামি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে শার্টের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর তিনটি শার্ট বানিয়েছেন। আপনার শার্টের অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি অনেক আগে এমন একটি অরিগ্যামি শেয়ার করেছিলাম। এই ধরনের অরিগ্যামি তৈরি করতে আমিও খুব পছন্দ করি। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।

 5 months ago 

খুবই সুন্দর শার্ট এর অরিগ্যামি তৈরি করেছেন আপনি। এইভাবে ছোটবেলায় স্কুলে বসে বসে কাগজ দিয়ে শার্ট তৈরি করতাম। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছে আপনার শার্ট অরিগ্যামি তৈরি করা দেখে। আপনি খুবই সুন্দর ভাবে আজকের এই শার্ট অরিগ্যামি তৈরি করেছেন। ধন্যবাদ সুন্দর একটি শার্ট অরিগ্যামি তৈরি করা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58833.91
ETH 3155.94
USDT 1.00
SBD 2.44