DIY- ক্লে দিয়ে জুতা তৈরি||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাইকেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি। আজকে সকলের মাঝে ক্লে দিয়ে জুতা তৈরি করেছি।সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


ক্লে দিয়ে জুতা তৈরি

ei_1729964296740-removebg-preview.png
Device-XANON-X20

ei_1729965099017-removebg-preview.png
Device-XANON-X20


এর আগে কখনো আমার ক্লে দিয়ে কিছু তৈরি করা হয় নি।ক্লে কিছু তৈরি করা খুব একটা সহজ নয়। তবুও ভিন্ন কিছু তৈরি করতে খুবই ভালো লাগে।কারণ ভিন্ন কিছু তৈরি করার মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়।ক্লে দিয়ে কিছু বানানো সত্যি অনেক কষ্টকর।অনেক সময় নিয়ে এই কাজটি করতে হয়েছিল আমার।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি ক্লে দিয়ে জুতা তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. ক্লে।
২.বিভিন্ন সরঞ্জাম।


IMG_20241018_185049_748.jpg
Device-XANON-X20


ক্লে দিয়ে জুতা তৈরি:


ধাপ-১

IMG_20241018_185155_272.jpg
Device-XANON-X20
IMG_20241018_185325_283.jpg
Device-XANON-X20


প্রথমে দুই রঙের ক্লে নিয়ে আলাদা রঙ তৈরি করে নিব।


ধাপ-২

IMG_20241018_190151_024.jpg

Device-XANON-X20


এরপর জুতার মত করে আকৃতি করে নিব।


ধাপ-৩

IMG_20241018_190206_167.jpg
Device-XANON-X20
IMG_20241018_193447_503.jpg
Device-XANON-X20


এরপর নিচের অংশ তৈরি করে নিব।


ধাপ-৪

IMG_20241018_193600_740.jpg
Device-XANON-X20
IMG_20241018_193713_011.jpg
Device-XANON-X20


এরপর জুতার সামনের অংশ তৈরি করে হাতের সাহায্যে সমান করে নিব।


ধাপ-৫

IMG_20241018_194351_551.jpg
Device-XANON-X20

IMG_20241018_202140_879.jpg
Device-XANON-X20


এরপর জুতার ফিতা বানিয়ে লাগিয়ে নিব।এইভাবে আরেকটি জুতা তৈরি করে নিব।


ধাপ-৬


IMG_20241018_194437_719.jpg
Device-XANON-X20

IMG_20241018_194507_456.jpg
Device-XANON-X20


এরপর আবারও দুই রঙের ক্লে নিয়ে এক সাথে মিশিয়ে নিব।


শেষ ধাপ

IMG_20241018_202233_032.jpg
Device-XANON-X20

IMG_20241018_203120_008.jpg
Device-XANON-X20


এরপর ফুল তৈরি করে জুতার মধ্যে বসিয়ে দিব।তাহলে আমার ক্লে দিয়ে জুতা তৈরি সম্পূর্ণ হবে।


উপস্থাপনা:


ei_1729965543853-removebg-preview.png
Device-XANON-X20


ক্লে দিয়ে জুতা তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিয়েছি।আমার খুবই ভালো লাগছে এই জুতা গুলো তৈরি করতে পেরে।আমি খুবই আনন্দিত এটি তৈরি করতে পেরে।আশা করি আমার তৈরি করা ডাইটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে।

Sort:  
 2 months ago 

আপনার সৃজনশীলতা দেখে প্রশংসা না করে থাকতে পারলাম না। ক্লে দিয়ে একদম ইউনিক ডাই তৈরি করেছেন। আমি প্রথমে দেখে ভেবেছিলাম জুতার ফটোগ্রাফি শেয়ার করেছেন। ক্লে দিয়ে সত্যিই যা ইচ্ছে তাই তৈরি করা যায়। ক্লে কে বিভিন্ন শেপ দেওয়া যায় বলে জিনিস তৈরি করতে একটু বেশিই সুবিধা হয়। আপনার এই ডাই আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে যা ইচ্ছে তাই তৈরি করা যায়।ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

ক্লে ব্যবহার করে আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে জুতা তৈরি করেছেন। আপনার তৈরি করা জুতা টি অসাধারণ হয়েছে আপু।আর আপনি ধারাবাহিকভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো। এরকম সৃজনশীলতা মূলক কাজ গুলো দেখতে একটু বেশি ভালো লাগে আমার কাছে।

 2 months ago 

আমার তৈরি করা জুতা আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুবই ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে আপনি দেখছি মেয়েদের চমৎকার সুন্দর হাই-হিল বানিয়েছেন। দেখে মনে হচ্ছে অরিজিনাল। ধাপে ধাপে হিল বানানো প্রতিটি ধাপ তুলে ধরেছেন আমাদেরই সামনে। ধন্যবাদ আপনাকে সুন্দর হিল বানানো পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন জন্য।

 2 months ago 

আমার তৈরি জুতা গুলো আপনার কাছে দেখে অরজিনাল মনে হচ্ছে শুনে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু আমার সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

ক্লে ব্যবহার করে আপনি চমৎকার একটি স্টিলেটো বানিয়েছেন৷ পার্টিতে বা যেকোন দাওয়াতে পরে যাবার জন্য উপযোগী৷

প্রতিটা ধাপ বেশ সুন্দর করে দেখিয়েছেন আপনি৷ এই ভাবে জুতোর মডেল তৈরি করে নতুন নতুন ডিজাইন করা যাবে আশা করি৷ আর রংটাও খুব সুন্দর চয়েস করেছেন৷

 2 months ago 

ঠিক বলেছেন আপু এইভাবে জুতার মডেল তৈরি করে নতুন নতুন জুতা তৈরি করা যাবে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 months ago 

বাহ চমৎকার। একেবারে মেয়েদের হাল হিল তৈরি করেছেন আপু। খুবই দারুণ লাগছে। ক্লে দিয়ে জুতাটা বেশ সুন্দর তৈরি করেছেন। পোস্ট টা চমৎকার উপস্থাপন করেছেন আপনি। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 months ago 

জাস্ট ওয়াও আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে ক্লে দিয়ে জুতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর করে ক্লে দিয়ে জুতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 months ago 

হ্যাঁ আপু ক্লে দিয়ে কিছু বানানো সত্যি খুব কষ্টকর। আজকে আপনি ক্লে দিয়ে খুব চমৎকার জুতা বানিয়েছেন। সত্যি বলতে আপনার এই জুতা যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। ক্লে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত জুতা বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 months ago 

হ্যাঁ ভাই ক্লে দিয়ে কিছু বানানো সত্যিই ভীষণ কষ্টকর।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে জুতা তৈরির পদ্ধতি দেখে খুবই ভালো লাগলো। দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু। অনেক সুন্দর হয়েছে দেখতে।

 2 months ago 

আমার জুতা তৈরির পদ্ধতি দেখে আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে খুব সুন্দরভাবে মেয়েদের জুতা তৈরি করেছেন আপু। ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো দেখতে আসলেই খুব ভালো লাগে। আমিও ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতে খুব পছন্দ করি। যাইহোক এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ক্লে দিয়ে আপনি সবসময় আমাদের মাঝে খুবই সুন্দর কিছু পোস্ট শেয়ার করে আসছেন। আপনার কাছ থেকে অসাধারণ একটি পোস্ট দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকে অসাধারণ পোস্ট এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একই সাথে এই ক্লে দিয়ে যেভাবে আপনি আজকে এই জুতা তৈরি করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ ধাপে ধাপে আপনি এটি তৈরি করার পদ্ধতি গুলো খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95317.76
ETH 3302.38
USDT 1.00
SBD 3.31