আর্ট-দুইটি বিড়াল ছানার পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47।আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি।দুইটি বিড়াল ছানার পেইন্টিং করতে যাচ্ছি। আজকে আমি দুইটি বিড়াল ছানার পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি দুইটি বিড়াল ছানার পেইন্টিং করেছি।আর সেটাই সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলেরই আমার করা দুইটি বিড়াল ছানার পেইন্টিংটি সবার কাছে ভালো লাগবে।


দুইটি বিড়াল ছানার পেইন্টিং:


IMG_20240509_132532.png
Device-XANON-X20


রং তুলি দিয়ে কোন কিছু পেইন্টিং করতে আমার ভীষণ ভালো লাগে। আর রং তুলির আঁকা ছবিগুলো দেখতে খুবই ভালো লাগে। খুবই আকর্ষণীয় লাগে আমার কাছে। আজকে আমি রং তুলি দিয়ে খুবই সিম্পিল দুইটি বিড়াল ছানার পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।চলুন এইবার দেখা নেয়া যাক কিভাবে পেইন্টিং টি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১.পাথর।
২. জলরং।
৩. বাটি।
৪.পানি।
৫. তুলি।
৬.সাইন পেন।


IMG_20240509_130940.jpg
Device-XANON-X20


দুইটি বিড়াল ছানার পেইন্টিং করার ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240507_184628_937.jpg
Device-XANON-X20

IMG_20240507_184956_053.jpg
Device-XANON-X20


প্রথমে একটি পাথর নিয়েছি এবং পাথরটি সম্পূর্ণ কালো রং করে নিয়েছি।


ধাপ-২


IMG_20240507_190141_091.jpg
Device-XANON-X20

IMG_20240507_191227_005.jpg
Device-XANON-X20


এরপর পথরের উপরে হালকা করে নীল রং করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৩


IMG_20240507_193424_148.jpg
Device-XANON-X20


এরপর রঙ তুলির সাহায্যে দুটি বিড়াল ছানা ও সাদা রং দিয়ে তারা এঁকে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG_20240507_193805_762.jpg
Device-XANON-X20


IMG_20240507_195107_332.jpg
Device-XANON-X20


এরপর সাইন পেন এর সাহায্যে বিড়াল ছানার চোখমুখ নাক ও চারিদিক গাঢ় করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG_20240507_202632_634.jpg

Device-XANON-X20

IMG_20240509_131644.jpg

Device-XANON-X20


এরপর আমার পেইন্টিং টি সম্পূর্ণ হয়ে গেলে সাদা একটি কাগজে নিজের নাম লিখে নিয়েছি।


শেষ ধাপ


IMG_20240509_132753.png
Device-XANON-X20


এরপর সেটিকে পাথরের সাথে লাগিয়ে দিব। তাহলে বিড়াল ছানার পেইন্টিং টি সম্পূর্ণ হয়ে যাবে।


উপস্থাপনা:


IMG_20240509_132310.png
Device-XANON-X20


আমার দুইটি বিড়াল ছানার পেইন্টিংটি হয়ে গেলে সবার সামনে উপস্থাপনার জন্য প্রস্তুত করেছি।আমি সুযোগ পেলেই নিত্য নতুন কিছু এঁকে থাকি। এই ধরনের পেইন্টিং করতে আমি খুবই ভালোবাসি। বলতে গেলে পেইন্টিং করা আমার একটি শখ।আমি পাথরের দুইটি বিড়াল ছানার পেইন্টিং টি সকলের মাঝে শেয়ার করতে পেরে খুব খুশি।আমি সব সময় চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর ধরনের কিছু তুলে ধরার জন্য। আশা করি আমার দুইটি বিড়াল ছানার পেইন্টিং টি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 4 months ago 

রং তুলি দিয়ে আঁকা পেন্টিং গুলি দেখে মনে হয় যেন এগুলোর মধ্যে জীবিত কোন দৃশ্য দেখতেছি এতটাই ভালো লাগে আমার কাছে। এরকম আপনিও কিন্তু খুবই দক্ষতার সাথে দারুণভাবে পাথরের উপর দুটি বিড়ালছানার পেন্টিং করেছেন। একদম অসম্ভব ভালো লাগলো আমার কাছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 4 months ago 

আমার পেইন্টিংটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 4 months ago 

পাথরের উপর করা পেইন্টিং সুন্দর হয়েছে আপু। তবে ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কালার ব্যবহার করতেন তাহলে দেখতে আরো বেশি ভালো লাগতো। কালো রঙের উপরে বেড়াল ছানার পেইন্টিং করেছেন দেখে অনেক ভালো লেগেছে।

 4 months ago 

আমার পেইন্টিংটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 4 months ago 

পাথরের ওপরে আপনি অনেক সুন্দর করে বিড়াল ছানা এঁকেছেন যা দেখতে অসাধারণ হয়েছে। ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

আপনি অনেক সুন্দর দুটি বিড়ালছানা পেইন্টিং করেছেন। আপনার এই অসাধারণ পেইন্টিং দেখে আমি মুগ্ধ হলাম। খুব সুন্দর হয়েছে আর্ট করা। আশা করবে এমন সুন্দর সুন্দর ভাবে আরো অনেক পেইন্টিং নিয়ে আপনি আমাদের মাঝে উপস্থিত হবেন এবং দেখার সুযোগ করে দিবেন।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 months ago 

রং তুলির ছোঁয়ায় চমৎকার সুন্দর দুটো কিউট বিড়াল ছানার অংকন করেছেন আপু।দারুণ চমৎকার লাগছে দেখতে।অংকন পদ্ধতি চমৎকার ছিলো যা ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর বিড়াল ছানা দুটো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 4 months ago 

এটা যে পাথরের উপর পেইন্টিং করেছেন,সেটা প্রথমে আমি বুঝতে পারি নাই। প্রথম ভেবেছিলাম কাগজে পেইন্টিং করেছেন,পরে দেখলাম ছোট একটি পাথরের উপর নিজের আর্টের দক্ষতার প্রমান দিলেন। দুইটি বিড়াল ছানার পেইন্টিংটা জাষ্ট অসাধারন হয়েছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58954.91
ETH 2508.61
USDT 1.00
SBD 2.45