ফটোগ্রাফি-মুক্ত আকাশের কিছু ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে মুক্ত আকাশের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


মুক্ত আকাশের কিছু ফটোগ্রাফি


IMG_20250602_150832.jpg

Device-XANON-X20
Location


যেকোনো কিছু ফটোগ্রাফি করতে সব সময় আমার ভালো লাগে। ফটোগ্রাফি করলে অন্যরকম একটা আনন্দ অনুভব করি। যখন যা কিছু দেখি না কেন সেটা দেখলেই ইচ্ছে করে সুন্দরভাবে ছবি তুলে রাখতে। ফটোগ্রাফি করলে একসময় সেটা নেশায় পরিণত হয়ে যায়। যেখানে যা কিছু পাই তারই ছবি তোলার আগ্রহ বেড়ে যায়।



IMG_20250602_150929.jpg
Device-XANON-X20
Location


মুক্ত আকাশ দেখতে কার না ভালো লাগে।যখন বাহিরে যাই তখন আকাশের দিকে তাকালে অসম্ভব ভালো লাগা কাজ করে। আকাশের অপরূপ সৌন্দর্য দেখতে আমি খুবই ভালোবাসি। কি যে মায়া লাগে আকাশের দিকে তাকালে। কি সুন্দর তার সৌন্দর্য। নীল সাদা আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে



IMG_20250602_151042.jpg
Device-XANON-X20
Location


বিশেষ করে যখন আকাশের দিকে তাকাই। সূর্যের আলো গুলো যখন গাছের একদম উপরের দিকে দেখা যায়।তখন সেই মুহূর্তটা দেখতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে বড় বড় গাছগুলোর দিকে তাকালে গাছের সাথে আকাশের সৌন্দর্যটা যেন আরো বৃদ্ধি পায়।


IMG_20250602_151701.jpg

Device-XANON-X20
Location


সেই সুন্দর মুহূর্তটা দেখার মতো থাকে। এছাড়াও যখন বাঁশ গাছের আশেপাশে দাঁড়িয়ে থেকে খোলা আকাশের দিকে তাকাই।তখন বাঁশ গাছ আর খোলা আকাশ একসঙ্গে দেখতে কিন্তু দারুন লাগে। খোলা আকাশ যেভাবেই দেখি না কেন মন ভরে না



IMG_20250602_151147.jpg

Device-XANON-X20
Location


এছাড়াও নারকেল পাতার আড়ালে যখন একটু একটু আকাশ দেখা যায়। তখন কি যে ভালো লাগে সবুজ পাতার মাঝেও একটু করে আকাশের সুন্দর দৃশ্য দেখতে। আমার তো এই ধরনের দৃশ্যগুলো দেখতে বরাবরই ভালো লাগে। তাই চেষ্টা করি সব সময় এভাবে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য।এছাড়াও শুধু নিজেকে মুক্ত পাখির মত মনে হয়।আমি যেন পাখিদের মতো উড়ে উড়ে এদিক সেদিক তাকিয়ে আকাশের সৌন্দর্য উপভোগ করছি। কি আনন্দ হয় তখন যা বলে বুঝাতে পারবো না। আকাশ আকাশ দেখতে ভালোবাসে না এমন লোক খুব কম জনই রয়েছে। আমি তো ভীষণ ভালোবাসি আকাশ দেখতে। সেই ভালোবাসা থেকেই আজকের ফটোগ্রাফি গুলো শেয়ার করা।জানিনা কতটুকু করতে পেরেছি।তবুও আশা করি সকলেরই ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 3 months ago 

IMG_20250602_201906.jpg

 3 months ago 

সত্যি বলতে এরকম ফটোগ্রাফি গুলি দেখলে চোখ এবং মন দুটোরোই প্রশান্তি মেলে। আমি ভীষণ খুশি হয়েছি আপনার ফটোগ্রাফি গুলি দেখে সেই সাথে বর্ণনা গুলি পড়ে আরো বেশি ভালো লাগলো। সব মিলিয়ে আপনার আজকের পোস্টটি আমাকে মুগ্ধ করেছে।

 3 months ago 

আমার তোলা ফটোগ্রাফি গুলো দেখে ও বর্ণনা পড়ে আপনি ভীষণ খুশি হয়েছেন শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন ভালো হয়ে যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

আমার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

এরকম সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে ২ এবং ৩ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো কিন্তু সুন্দর হয়েছে, কম সুন্দর ছিল না একেবারে।

 3 months ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে দুই ও তিন নাম্বার ফটোগ্রাফিটি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

বাহ আপনি তো দেখছি খুব চমৎকারভাবে মুক্ত আকাশের ফটোগ্রাফি করেছেন। আকাশের সৌন্দর্য যখন ফটোগ্রাফি করা হয় তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সত্যি বলতে আপনার এক একটা ফটোগ্রাফি দেখে আমি নিজে হা করে তাকিয়ে রইলাম। ধন্যবাদ ধৈর্য ধরে আকাশের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আমি চেষ্টা করছি আপু সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করার জন্য। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 109238.80
ETH 4347.73
USDT 1.00
SBD 0.83