রেসিপি-টমেটো সস দিয়ে রুই মাছের ঝোল||

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী।আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন নতুন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে টমেটো সস দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে।


টমেটো সস দিয়ে রুই মাছের ঝোল


IMG_20240506_153256.png
Device-XANON-X20


মাছ খেতে কমবেশি সকলেই ভালোবাসে। এমন কেউ নেই যে মাছের ঝোল খেতে পছন্দ করে না। আমারতো মাছের ঝোল খুবই পছন্দ। বিশেষ করে ছোট বাচ্চারা মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালোবাসে। আজকে আমি মজাদার একটি মাছের ঝোলের রেসিপি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমান
রুই মাছপরিমাণমত
পেঁয়াজ কুঁচি১/২ কাপ
লবণপরিমাণ মতো
মরিচের গুঁড়া১/২ টেবিল চামচ
জিরার গুঁড়া১/২ টেবিল চামচ
টমেটো সস১/২ টেবিল চামচ
রসুন বাটা১/২ টেবিল চামচ
হলুদের গুঁড়া১ টেবিল চামচ
সয়াবিন তেল৪ টেবিল চামুচ


IMG_20240430_103847_277.jpg
Device-XANON-X20

IMG_20240430_111037_518.jpg
Device-XANON-X20

IMG_20240430_111441_643.jpg
Device-XANON-X20


টমেটো সস দিয়ে রুই মাছের ঝোলের রেসিপির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240430_104416_243.jpg
Device-XANON-X20

IMG_20240430_104424_489.jpg
Device-XANON-X20


প্রথমে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব।এরপর একটি কড়াই চুলায় বসিয়ে নিব।এরপর কড়াইতে তেল ঢেলে দিব।এরপর তেল ভালো করে গরম করে নিব।


ধাপ-২


IMG_20240430_104959_717.jpg
Device-XANON-X20

IMG_20240430_110701_509.jpg
Device-XANON-X20


এরপর মাছ গুলোকে গরম তেলে ছেড়ে দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব।


ধাপ-৩


IMG_20240430_110720_388.jpg
Device-XANON-X20

IMG_20240430_111059_426.jpg
Device-XANON-X20


এরপর ওই তেলে পেঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে পেঁয়াজ গুলোকে বাদামী করে ভেজে নিব।


ধাপ-৪


IMG_20240430_111233_101.jpg
Device-XANON-X20

IMG_20240430_111254_935.jpg
Device-XANON-X20

IMG_20240430_111319_151.jpg
Device-XANON-X20


এরপর রসুন বাটা, জিরা গুড়া, মরিচের গুঁড়া,হলুদের গুড়া ও পরিমাপ লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর সামান্য পরিমাণ পানি দিব।


ধাপ-৫


IMG_20240430_111532_049.jpg
Device-XANON-X20

IMG_20240430_111701_494.jpg
Device-XANON-X20


এরপর মসলা কষানো হয়ে গেলে টমেটো সস দিব।এরপর মসলার সাথে টমেটো সস ভালোভাবে মিশিয়ে নিব।


ধাপ-৬


IMG_20240430_111832_351.jpg
Device-XANON-X20

IMG_20240430_111840_751.jpg
Device-XANON-X20

IMG_20240430_111938_329.jpg
Device-XANON-X20


এরপর পরিমাপ মতো পানি দিয়ে মাছগুলোকে ছেড়ে দিব।


ধাপ-৭


IMG_20240430_112022_810.jpg
Device-XANON-X20


এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো।


শেষ ধাপ


IMG_20240430_113014_977.jpg
Device-XANON-X20


এরপর যখন মাছ গুলো সেদ্ধ হয়ে যাবে আর তেল উপরে উঠে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব।


উপস্থাপনা:


IMG_20240506_152938.png
Device-XANON-X20


টমেটো সস দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে টমেটো সস দিয়ে রুই মাছের ঝোল করে খেলে ভীষণ ভালো লাগে।এইভাবে টমেটো সস দিয়ে রুই মাছের ঝোল খেতে ভীষণ সুস্বাদু হয়।এভাবে মাছের ঝোল করে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে।এই রেসিপিটি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 3 months ago 

টমেটো সস দিয়ে রুই মাছের ঝোল রান্নার লোভনীয় রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে আমি কোন সময় টমেটো সস দিয়ে রান্না করা রুই মাছ খাইনি। তাই আপনার তৈরি করা এই রেসিপিটা আমার কাছে একটু নতুন ধরনের রেসিপি বলে মনে হয়েছে।

 3 months ago 

রুই মাছ দিয়ে টমেটো সস এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আমার তো বেশ পছন্দ।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

রুই মাছ আমার অনেক ভালো লাগে তবে আপনার মতো করে কখনো রান্না করি নি। আপনি টমেটো সস দিয়ে রান্না করেছেন খেতে নিশ্চয়ই অনেক মজার হয়েছিল।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

এভাবে টমেটো সস দিয়ে রুই মাছের ঝোল করলে খেতে খুবই মজাদার হয়। ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

 3 months ago 

আপু আপনি আজকে রুই মাছের রেসিপি শেয়ার করেছেন। কিন্তু পোস্টের শুরুতে লিখেছেন চিকেন কারি রেসিপি শেয়ার করেছেন। দয়া করে সংশোধন করে নেবেন ।তবে আপনার টমেটো সস দিয়ে রুই মাছের রেসিপিটি আমার কাছে বেশ ইউনিক লাগল। কেননা সস দিয়ে কখনো কোন মাছ রান্না করা হয়নি। খেতে নিশ্চয়ই বেশ ভালো হয়েছে রেসিপিটি ।বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য।ঠিক বলেছেন আপু টমেটো সস দেওয়ার কারণে রুই মাছের ঝোলের রেসিপিটি খেতে বেশ মজাদার হয়েছিল।

 3 months ago 

রেসিপি-টমেটো দিয়ে রুই মাছের ঝোল আমার কাছে খুবই ভালো লাগে। আপনার বাচ্চারা রুই মাছের ঝোল খেতে পছন্দ করে জেনে খুশি হলাম। তবে টমেটো সস দিয়ে এইভাবে কখনো খাওয়া হয়নি। রান্না করার ধাপ সমূহ সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু্।

 3 months ago 

ভাইয়া ঠিক বলেছেন বাচ্চারা রুই মাছের ঝোল খেতে খুবই ভালোবাসে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

আজকে আপনি টমেটো সস দিয়ে রুই মাছের ঝোল করেছেন। আমি কখনো টমেটো সস দিয়ে খাওয়া হয়নাই।এটা বেশ ইউনিক লাগল আমার কাছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগলো। আপনার রেসিপি দেখে আমি শিখতে পারলাম। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 months ago 

টমেটো সস দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন ভালো লাগবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

আপনি আজকে মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। রুই মাছ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া মাছ এভাবে ঝোল করে রান্না করলে খেতে দারুন মজা লাগে। আপনার তৈরি রেসিপিটিও নিশ্চয় মজাদার হয়েছিলো। ধন্যবাদ রেসিপি তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 3 months ago 

জ্বি ভাই আমার তৈরি রেসিপিটি খেতে খুবই মজাদার হয়েছিল।সকলে মিলে অনেক মজা করে খেয়েছিলাম।

 3 months ago 

আপনার রেসিপিটা দেখে খুবই ভালো লাগলো। রুই মাছ কমবেশি সবারই খুব পছন্দ। তবে এভাবে টমেটো সস দিয়ে রুই মাছের ঝোল কখনো খাওয়া হয়নি। রেসিপি টা দেখে খুবই লোভনীয় লাগছে। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। একদিন ট্রাই করে দেখব এই রেসিপিটা। ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

এইভাবে মাছ ও টমেটো সিস দিয়ে রান্না করবেন খেতে খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

টমেটোর সস দিয়ে মাছ রান্না এটি খুবই ইউনিক একটি রেসিপি। দেখতে অনেক সুস্বাদু হয়েছে আশা করি খেতে অনেক সুস্বাদু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনার কাছে আমার রেসিপিটি খুবই ইউনিক লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 months ago 

বাপরে কি সুন্দর একটি রেসিপি। দেখেই তো খেতে মনে চাইছে। আপনি কিন্তু অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রেসিপিটি দেখেই তো লোভনীয় মনে হচেছ। সব মিলিয়ে আপনার রেসিপিটি আমার ভালোই লেগেছে।

 3 months ago 

এই লোভনীয় রেসিপিটি খেতে হলে অবশ্যই আমার বাসায় আসতে হবে। আপনার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

মাছের ঝোল আমার ভীষণ পছন্দের। আর আপনি এত সুন্দর করে টমেটো দিয়ে মাছের ঝোল করেছেন দেখে ভালো লাগলো। মাছ ভেজে নিয়ে এভাবে ঝোল করলে খেতে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা রেসিপি দারুন হয়েছে। দেখে অনেক ভালো লেগেছে।

 3 months ago 

ঠিক বলেছেন আপু এভাবে মাছ ভেঁজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68694.24
ETH 3284.21
USDT 1.00
SBD 2.77