রেসিপি-চিকেন কারির রেসিপি||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী।আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন নতুন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে চিকেন কারির রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে।


চিকেন কারির রেসিপি


IMG_20240425_185141.png
Device-OPPO-A15

IMG_20240425_185628.png
Device-OPPO-A15


চিকেন খেতে কমবেশি সকলেই ভালোবাসে। এমন কেউ নেই যে চিকেন খেতে পছন্দ করে না। আমারতো চিকেন খুবই পছন্দ। বিশেষ করে ছোট বাচ্চাদের চিকেন খেতে খুবই ভালো লাগে। আজকে আমি মজাদার একটি চিকেন রেসিপি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। বেশ কিছুদিন আগে আমার স্বামীর হাতে রেসিপিটি খেয়েছিলাম। খুবই সুন্দর ভাবে রেসিপিটি করেছিল।এরপর আমি নিজে চেষ্টা করেছিলাম এবং ছবিগুলো তুলেছিলাম। অসুস্থতার কারণে কোন কাজ প্রস্তুত না থাকায় আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটির ফটো গুলো আমার আগের ফোনে তোলা হয়েছিল। জিমেইল থেকে সেগুলো রিকভার করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমান
চিকেনপরিমাণমত
পেঁয়াজ কিউব করে কাটা১/২ কাপ
লবণপরিমাণ মতো
মরিচের গুঁড়া১/২ টেবিল চামচ
গরম মসলার গুঁড়া১/২ টেবিল চামচ
রসুন কুঁচি১ চা চামুচ
আদা কুঁচি১/২ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া১/২ টেবিল চামচ
জিরার গুঁড়া১/২ টেবিল চামচ
১০ক্যাপসিকাম কুঁচি করা১/২ কাপ
১১টমেটো সস১/২ টেবিল চামচ
১২রসুন বাটা১/২ টেবিল চামচ
১৩আদা বাটা১/২ টেবিল চামচ
১৪সোয়া সস১ টেবিল চামচ
১৫কর্নফ্লাওয়ার১ টেবিল চামচ
১৬সয়াবিন তেল৪ টেবিল চামচ


IMG20240119104707.jpg
Device-OPPO-A15

IMG20240119104750.jpg
Device-OPPO-A15

IMG20240119111334.jpg
Device-OPPO-A15


চিকেন কারি রেসিপির ধাপ সমূহ:


ধাপ-১


IMG20240119104904.jpg
Device-OPPO-A15

IMG20240119105434.jpg
Device-OPPO-A15

IMG20240119105544.jpg
Device-OPPO-A15

IMG20240119105634.jpg
Device-OPPO-A15

IMG20240119105728.jpg
Device-OPPO-A15


প্রথমে একট বাটিতে মুরগির মাংস নিব। এরপর আদা বাটা, রসুন বাটা, গোল মরিচের গুঁড়া, গরম মসলার গুঁড়া, জিরার গুঁড়া, টমেটো সস, কনফ্লাওয়ারও সয়াবিন তেল দিয়ে মুরগির মাংসটিকে ভালোভাবে মাখিয়ে নিব।


ধাপ-২


IMG20240119114058.jpg
Device-OPPO-A15

IMG20240119114118.jpg
Device-OPPO-A15

IMG20240119114348.jpg
Device-OPPO-A15


এরপর একটি কড়াইতে তেল ঢেলে ভালো করে গরম করে নিব। এরপর মুরগির মাংসগুলো সেখানে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিব।।


ধাপ-৩


IMG20240119115345.jpg
Device-OPPO-A15


এরপর মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেলে চামচের সাহায্যে উঠিয়ে নিব।


ধাপ-৪


IMG20240119121956.jpg
Device-OPPO-A15

IMG20240119122114.jpg
Device-OPPO-A15


এরপর ওই তেলে রসুন কুঁচি ও আদার কুঁচি ও মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর চামচের সাহায্যে ভালো হবে ভেজে নিব।


ধাপ-৫


IMG20240119122341.jpg
Device-OPPO-A15

IMG20240119122500.jpg
Device-OPPO-A15


এরপর কিউব করা ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে দিব। এরপর চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিব।


ধাপ-৬


IMG20240119122827.jpg
Device-OPPO-A15

IMG20240119122913.jpg
Device-OPPO-A15

IMG20240119123010.jpg
Device-OPPO-A15


এরপর সোয়া সস ও টমেটো সস দিয়ে দিব। এরপর চামচের সাহায্যে নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিব।


ধাপ-৭


IMG20240119123029.jpg
Device-OPPO-A15

IMG20240119123203.jpg
Device-OPPO-A15


এরপর মুরগির মাংসগুলো ছেড়ে দিব। আর চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব।


ধাপ-৮


IMG20240119123436.jpg
Device-OPPO-A15


এরপর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। এবং কিছুক্ষণ চুলার আঁচে রেখে দিব।


ধাপ-৯


IMG20240119123956.jpg
Device-OPPO-A15


ভালো করে মুরগির মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিব।


শেষ ধাপ


IMG20240119124545.jpg
Device-OPPO-A15


কিছুক্ষণ কষানোর পর যখন তেল উপরে উঠে আসবে তখন আমার চিকেন কারি প্রস্তুত হয়ে যাবে। এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করে নিব।


উপস্থাপনা:


IMG_20240425_185433.png
Device-OPPO-A15


চিকেন কারির রেসিপিটি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে চিকেন কারি তৈরি করে খেলে ভীষণ ভালো লাগে। চিকেন খেতে সকলেই ভীষণ পছন্দ করে। এভাবে চিকেন কারি তৈরি করে খেতে অনেক ভালো লাগে। চিকেন কারির রেসিপিটি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 last month 

আপনার চিকেন কারির রেসিপিটি বেশ লোভনীয় ছিল। তবে এই লোভনীয় চিকেন কারির রেসিপিটির সাথে যদি পরোটা হয় তাহলে কিন্তু জমে যায়।যাইহোক আপু খুব সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

জি ভাইয়া চিকেন কারির সাথে পরোটা হলে বেশ ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

চিকেন কারি রেসিপি দারুন হয়েছে আপু। এভাবে চিকেন রান্না করে কখনো খাওয়া হয়নি। আজকে আপনার কাছে এই রেসিপি শিখতে পেরে ভালো লেগেছে। মনে হচ্ছে রুটি কিংবা পরোটার সাথে এই খাবারটি খেতে দারুন লাগবে। খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

এইভাবে চিকেন রান্না করে রুটি কিংবা পরোটার সাথে খেয়ে দেখবেন আপু। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

চিকেন কারি তৈরি করার লোভনীয় রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের রেসিপি চোখের সামনে চলে আসলে কোন ভাবে লোভ সামলানো যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের রেসিপি দেখলে লোভ সামলানো যায় না।রান্নার করার পরে আমি নিজেও লোভ সামলাতে পারি নি।

 last month 

চিকেন কারির রেসিপিটি দেখতে বেশ চমৎকার লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার এই রেসিপিটি দেখে আমি শিখতে পারলাম। আপনার রান্নার ধরনটি ভীষণ ভালো ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last month 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 last month 

চিকেন কারি খেতে ভীষণ সুস্বাদু লাগে। অনেক গুলো উপকরণ দিয়ে রেসিপি তৈরি করে দেখিয়েছেন। এধরনের লোভনীয় খাবার গুলো খেতে ভীষণ পছন্দ করি। আপনার রেসিপি পরিবেশন দুর্দান্ত হয়েছে ধন্যবাদ আপনাকে আপু।

 last month 

এই ধরনের খাবার আপনি পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 last month 

অনেক সুস্বাদু রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার রেসিপিটা দেখে অনেক ভালো লাগলো। খুব সুন্দর ভাবে রেসিপি তৈরি করার ধাপগুলো সাজিয়েছেন। বেশি ভালো লেগে থাকা। উপাদান গুলো খুব সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করেছেন। সব মিলে খুবই ভালো লাগলো আমার।

 last month 

আজকে আপনি আমাদের মাঝে বেশ লোভনীয় একটি রেসিপি উপস্থাপন করেছেন। আপনার রেসিপি দেখে সত্যিই লোভ সামলানো বড় দায়। খুব সুন্দর ভাবে রান্নার কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার সবচেয়ে ভালো লেগেছে প্রয়োজনে উপাদান গুলো খুব সুন্দর আকারে টেবিল করে সাজিয়ে দেখিয়েছেন। আর এদিকে ধাপে ধাপে রান্নার কার্যক্রম। সব মিলে ছিল অসাধারণ একটি রেসিপি পোস্ট।

 last month 

অসুস্থ থাকায় তো বেশি ভালো হয়েছে আপনার। এত সুস্বাদু একটি রেসিপি আপনার হাসবেন্ড তৈরি করে খাইয়েছে। এভাবে চিকেন কারি আমার কখনো রান্না করা হয়নি। ভালো হয়েছে আপনার কোন পোস্ট তৈরি করা ছিল। তার জন্য এই পোস্টটি দেখতে পেলাম এবং নিজেও শিখে নিলাম। ধন্যবাদ চিকেন কারির লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 last month 

আপনার রেসিপিটা কিছুটা চিলি চিকেন এর মত লাগছে দেখতে। ক্যাপসিকাম দিয়ে নরমালি এভাবে কখনো চিকেন রান্না করা হয়নি। আপনার তৈরি করা চিকেনের রেসিপি দেখে তো বেশ লোভনীয় লাগছে এবং সুস্বাদু মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপু ইউনিক এই চিকেন কারি রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67689.07
ETH 3801.39
USDT 1.00
SBD 3.55