আর্ট-দোলনা সহ একটি মেয়ের পেইন্টিং||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47।আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি।দোলনা সহ একটি মেয়ের পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি দোলনা সহ একটি মেয়ের পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি দোলনা সহ একটি মেয়ের পেইন্টিং করেছি।আর সেটাই সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলেরই আমার করা দোলনা সহ একটি মেয়ের পেইন্টিং সবার কাছে ভালো লাগবে।


দোলনা সহ একটি মেয়ের পেইন্টিং:

IMG_20240517_222723.png

Device-XANON-X20


রং তুলি দিয়ে কোন কিছু পেইন্টিং করতে আমার ভীষণ ভালো লাগে। আর রং তুলির আঁকা ছবিগুলো দেখতে খুবই ভালো লাগে। খুবই আকর্ষণীয় লাগে আমার কাছে। আজকে আমি রং তুলি দিয়ে দোলনা সহ একটি মেয়ের পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।চলুন এইবার দেখা নেয়া যাক কিভাবে পেইন্টিং টি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. জলরং।
৩. পেন্সিল।
৪. কাঁচি।
৫. তুলি।


IMG_20240517_145914_217.jpg
Device-XANON-X20


দোলনা সহ একটি মেয়ের পেইন্টিং করার ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240517_150128_584.jpg
Device-XANON-X20


প্রথম একটি সাদা কাগজ কাঁচির সাহায্যে কেটে ছোট করে নিব।


ধাপ-২


IMG_20240517_150543_489.jpg
Device-XANON-X20


এরপর কাগজটি উপরের অংশ কিছুটা রং করে নিব।


ধাপ-৩


IMG_20240517_150536_624.jpg
Device-XANON-X20

IMG_20240517_150601_929.jpg
Device-XANON-X20


একটি হলুদ কাগজ গোল করে কেটে মাঝখানে বসিয়ে নিব।


ধাপ-৪


IMG_20240517_151757_899.jpg
Device-XANON-X20

IMG_20240517_152227_021.jpg
Device-XANON-X20


মাঝের অংশ রং করে নিব।এরপর সম্পূর্ণ অংশের রং টি কমপ্লিট করব।


ধাপ-৫


IMG_20240517_152349_264.jpg
Device-XANON-X20

IMG_20240517_152420_166.jpg
Device-XANON-X20


এরপর ভালোভাবে রংগুলো ফিনিশিং দিব। এরপর হলুদ কাগজটি উঠিয়ে নিব।


ধাপ-৬


IMG_20240517_152546_702.jpg
Device-XANON-X20

IMG_20240517_153008_393.jpg
Device-XANON-X20


সাদা রঙ দিয়ে চাঁদটি সুন্দরভাবে এঁকে নিব। এরপর দোলনা এঁকে নিব।


ধাপ-৭


IMG_20240517_153746_225.jpg
Device-XANON-X20

IMG_20240517_155108_870.jpg
Device-XANON-X20


এরপর একটি মেয়ে ও দুই পাশে গাছ এঁকে নিব।


শেষ ধাপ


IMG_20240517_155200_594.jpg
Device-XANON-X20

IMG_20240517_155232_449.jpg
Device-XANON-X20


এরপর দোলনা সহ একটি মেয়ের পেইন্টিংটি সম্পূর্ণ হলে নিজে নিজের নাম লিখে নিব।তাহলে আমার পেইন্টিং টি সম্পূর্ণ হয়ে যাবে।


উপস্থাপনা:


IMG_20240517_221709.png
Device-XANON-X20


আমার দোলনা সহ একটি মেয়ের পেইন্টিং হয়ে গেলে সবার সামনে উপস্থাপনার জন্য প্রস্তুত করেছি।আমি সুযোগ পেলেই নিত্য নতুন কিছু এঁকে থাকি। এই ধরনের পেইন্টিং করতে আমি খুবই ভালোবাসি। বলতে গেলে পেইন্টিং করা আমার একটি শখ।আমি দোলনা সহ একটি মেয়ের পেইন্টিং টি সকলের মাঝে শেয়ার করতে পেরে খুব খুশি।আমি সব সময় চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর ধরনের কিছু তুলে ধরার জন্য। আশা করি আমার দোলনা সহ একটি মেয়ের পেইন্টিং টি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 29 days ago 

দোলনাসহ একটি মেয়ের চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে। আপনি এত সুন্দর ভাবে চিত্র অঙ্কন করেছেন।ধাপ গুলো দেখে ভালো লাগলো। দৃশ্যটি একদম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দেখে অসাধারণ লাগছে।

 last month 

বাহ আপু আপনি তো দেখছি খুবই সুন্দর করে একটি মেয়ের দোলনায় বসে থাকার একটি পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আর্ট করা দোলনায় বসে থাকা মেয়ের পেইন্টিং টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ দারুন ভাবে আর্ট টি সম্পন্ন করেছেন। এরকম সুন্দর সুন্দর আর্ট গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 29 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

জল দিয়ে যে কোনো পেইন্টিং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। জল রঙের পেইন্টিং গুলো খুবই দুর্দান্ত হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে দোলনা সহ একটি মেয়ের পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং করার প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। পেইন্টিং করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থিত করেছেন। এতো অসাধারণ পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 29 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

পেইন্টিংটি অনেক সুন্দর হয়েছে। যেসব ধাপ অনুসরণ করতে হয়েছে, তার প্রয়োগের জন্য সুনিপুণ কারিগরি বিদ্যা আর আঁকার দক্ষতা থাকা প্রয়োজন।
আপনার ছবিটির মধ্যে তার দারুণ সমন্বয় দেখতে পেয়েছি।

 last month 

জাস্ট অসাধারণ একটি অংকন আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আপনার আরো বেশ কিছু হাতের কাজ দেখেছি যা সত্যিই দারুন ছিল। আপনার আজকের অংকনটি বেশ ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে কাগজ কেটে বৃত্ত তৈরি করেছেন এবং চমৎকার মনের মাধুরী মিশিয়ে রং করে ছবিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 29 days ago 

আপনার আর্ট দেখে আমার অনেক ভালো লেগেছে আপু। রং তুলি দিয়ে আমি নিজে আর্ট করতে অনেক ভালোবাসে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আর্ট করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে

 29 days ago 

দোলনা সহ একটি মেয়ের চাঁদনী রাতের দারুন সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন আপনার চিত্রের মাধ্যমে।
এ ধরনের সৌন্দর্য উপভোগ করতে আমার কাছে অনেক ভালো লাগে।
বিশেষ করে কালার কম্বিনেশন টা সুন্দর ফুটেছে।
সুন্দর উপস্থাপনা করেছেন।

 29 days ago 

রং তুলি দিয়ে আর্ট করতে আমার কাছেও খুবই ভালো লাগে। কিন্তু অনেকদিন হলো রং তুলির আর্ট করা হয় না। যাইহোক আপু আপনার আজকের আর্টটি কিন্তু খুব সুন্দর হয়েছে। বিশেষ করে মেয়েটিকে খুব চমৎকারভাবে এঁকেছেন দোলনায় বসা অবস্থায়। খুব সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন এর কারণে আর্টটি আরও বেশি ভালো লাগছে দেখতে।

 last month 

ড্রিম গার্ল আপনি যেটাই করেন সেটাই আমার কাছে অনেক ভালো লাগে। আর আজকের পেইন্টিং টি তো অসাধারণ হয়েছে। দেখেই তো মনে হচ্ছে আমি নিজেই বসে আছি। কি করে করলেন এমন সুন্দর একটি পেইন্টিং। বেশ সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন পুরো পোস্ট টি। ধন্যবাদ এমন সুুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 29 days ago 

হ্যাঁ আপু আপনি বসে আছেন দোলনায়।ধন্যবাদ আপু আপু সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 29 days ago 

দোলনা সহ একটি মেয়ের পেইন্টিং ভালো লেগেছে। অনেক বেশি ভালো লেগেছে আমার। আপনি খুবই দক্ষতার সাথে সুন্দর ভাবে সময় নিয়ে এই পেইন্টিংটি করেছেন। আপনার পেইন্টিং দক্ষতা দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66228.07
ETH 3559.90
USDT 1.00
SBD 3.01