আর্ট-টেডির ম্যান্ডেলা আর্ট||

in আমার বাংলা ব্লগ24 days ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47।আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি একটি ম্যান্ডেলা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি টেডির ম্যান্ডেলা আর্ট করেছি।আর সেটাই সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলেরই আমার করা টেডির ম্যান্ডেলা আর্টটি সবার ভালো লাগবে।


টেডির ম্যান্ডেলা আর্ট:


IMG_20240426_202723.jpg
Device-XANON-X20


আর্ট করতে আমার খুবই ভালো লাগে।আমার পছন্দের কাজের মধ্যে একটি হচ্ছে আর্ট।আমি সুযোগ পেলেই আর্ট করতে বসে যাই। আর্ট করতে সবারই ভালো লাগে।আমিও আর্ট করতে অনেক ভালোবাসি।আর্ট করলে মন ভালো হয়ে যায়।নিজেকে এক নতুন রূপে ফুটে তুলতে মাঝে মধ্যে জল রঙ,পেন্সিল, রাবার নিয়ে আর্ট করতে বসে যাই।আজকে নিজেকে একটু নতুন রূপে ফুটে তোলার জন্য একটু আর্ট করেছি।আজকে আমি টেডির ম্যান্ডেলা আর্ট করেছি। সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।চলুন এইবার দেখা নেয়া যাক কিভাবে আর্ট টি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১.সাদা কাগজ।
২. কালো সাইন পেন।
৩. পেন্সিল।
৪. রাবার।


IMG_20240426_184944_198.jpg
Device-XANON-X20


টেডির ম্যান্ডেলা আর্ট করার ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240426_185544_098.jpg
Device-XANON-X20

IMG_20240426_190923_834.jpg
Device-XANON-X20


একটি সাদা কাগজ ও পেন্সিল নিব।পেন্সিল এর সাহায্যে এইটের মাধ্যমে টেডি এঁকে নিব।


ধাপ-২


IMG_20240426_190935_044.jpg
Device-XANON-X20

IMG_20240426_191300_308.jpg
Device-XANON-X20

IMG_20240426_191556_280.jpg
Device-XANON-X20

IMG_20240426_195232_882.jpg
Device-XANON-X20


এরপর সাইন পেন দিয়ে টেডির গাঢ় করে এঁকে নিব। এরপর টেডির কান এঁকে সাইন পেনের সাহায্যে গাঢ় করে নিব।


ধাপ-৩


IMG_20240426_195255_957.jpg
Device-XANON-X20


এরপর সাইন পেন এর সাহায্যে সুন্দরভাবে ভিতরের অংশগুলো ডিজাইন করে নিব।


ধাপ-৪


IMG_20240426_200036_872.jpg
Device-XANON-X20


এভাবে প্রত্যেকটা অংশের ভিতরে সুন্দরভাবে ডিজাইন করে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-৫


IMG_20240426_200901_744.jpg
Device-XANON-X20

IMG_20240426_201004_878.jpg
Device-XANON-X20


এরপর টেডির পাশে সাইন পেনের সাহায্যে সুন্দরভাবে একটি ফুল আর্ট করে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-৬


IMG_20240426_201302_273.jpg
Device-XANON-X20

IMG_20240426_201525_413.jpg
Device-XANON-X20


এরপর সুন্দরভাবে ফুলটি আর্ট করা সম্পন্ন করে নিব।


শেষ ধাপ


IMG_20240426_201531_937.jpg
Device-XANON-X20

IMG_20240426_201610_866.jpg
Device-XANON-X20


এরপর টেডির ম্যান্ডেলা আর্টটি সম্পূর্ণ হয়ে গেলে নিচে নিজের নাম লিখে দিব। তাহলে আমার টেডির ম্যান্ডেলা আর্টটি সম্পূর্ণ হয়ে যাবে।


উপস্থাপনা:


IMG_20240426_203241.jpg
Device-XANON-X20


আমার টেডির ম্যান্ডেলা আর্ট হয়ে গেলে সবার সামনে উপস্থাপনার জন্য প্রস্তুত করেছি।আমি সুযোগ পেলেই নিত্য নতুন কিছু আর্ট করে থাকি।আর্ট করলে হাজার মন খারাপ থাকলে ও দূর হয়ে যায়।আর্ট করতে আমি খুবই ভালোবাসি। বলতে গেলে আর্ট করা আমার একটি শখ।আমি টেডির ম্যান্ডেলা আর্টটি সকলের মাঝে শেয়ার করতে পেরে খুব খুশি।আমি সব সময় চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর ধরনের আর্ট তুলে ধরার জন্য। আশা করি আমার টেডির ম্যান্ডেলা অর্টটি সকলের ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 24 days ago 

এটাকে দেখতে বেবি টেডি মনে হচ্ছে তাইতো অনেক কিউট লাগছে।আমার কাছে খুবই সুন্দর লাগছে আপনার আকা টেডির মেন্ডেলাটি।প্রতিটা ধাপ সুন্দর করে আপনি গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।

 23 days ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 24 days ago 

ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে বেশ ভালো লাগে এবং দেখতেও বেশ ভালো লাগে। যদিও এই আর্টগুলো করতে একটু সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। তবে আপনার আজকের টেডির ম্যান্ডেলা আর্টটি কিন্তু চমৎকার হয়েছে ।আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 23 days ago 

ম্যান্ডেলা আর্ট করতে আপনার ভালো লাগে জেনে খুশি হলাম আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 24 days ago 

ম্যান্ডেলা করতে কিন্তু সত্যি বেশ সময়ের প্রয়োজন হয়। আপনি কিন্তু বেশ সুন্দর করে আজকের ট্রেডি ব্লেয়ারের ম্যান্ডেলা করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর বেশ সুন্দর করে ধাপে ধাপে ম্যান্ডেলাটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি ম্যান্ডেলা শেয়ার করার জন্য।

 23 days ago 

জি আপু এই ধরনের আর্ট অনেক সময়ের প্রয়োজন।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 23 days ago 

আজ আপনি অনেক সুন্দর এবং কিউট দেখতে একটা টেডি বিয়ারের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। যেটা খুবই সুন্দর হয়েছে। ম্যান্ডেলা আর্ট গুলো অঙ্কন করার জন্য ধৈর্য, দক্ষতা এবং সময়ের প্রয়োজন সব থেকে বেশি হয়। আর আপনি যদি এগুলোকে কাজে লাগিয়ে প্রতিনিয়তগুলো আর্ট করার চেষ্টা করেন, তাহলে একসময় আরো ভালো ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে পারবেন। এভাবে চেষ্টা করে, যান আশা করছি আরো ভালো পারবেন। খুব সুন্দর ছিল পুরো ম্যান্ডেলা আর্ট।

 23 days ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে একটা টেডির ম্যান্ডেলা অঙ্কন শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। বোঝাই যাচ্ছে অংকন করার ব্যাপারে আপনি অনেক বেশি দক্ষ বিশেষ করে এই ম্যান্ডেলা অংকন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। অনেকটা সময় এবং ধৈর্য নিয়েই আপনি এই অঙ্কন করেছেন বোঝাই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

 23 days ago 

আমি ম্যান্ডেলা আর্ট করতে খুবই পছন্দ করি। আমি নিজেও ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে থাকি প্রত্যেকটা সপ্তাহে। আপনিও দেখছি ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে ম্যান্ডেলা আর্টগুলো সময় নিয়ে করা হলে দেখতে বেশি সুন্দর লাগে। আর আর্ট গুলো খুবই নিখুঁতভাবে করা লাগে তবে দেখতে দারুন লাগে। আর যেকোনো কাজে চেষ্টা করাটা সব থেকে বেশি জরুরি এমন কি গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিনিয়ত চেষ্টা করে যান, তাহলে তো আমি মনে করি আরো অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট আপনি অংকন করতে পারবেন।

 20 days ago 

ম্যান্ডেলা আর্টগুলো আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। অনেক সুন্দর একটি টেডি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 67128.47
ETH 3124.75
USDT 1.00
SBD 3.70