DIY-রঙিন কাগজ দিয়ে টেলিফোন তৈরি||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি।কাগজ দিয়ে বা কোন ভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে রঙিন কাগজ দিয়ে টেলিফোন এর ডাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে টেলিফোন তৈরি


IMG_20240427_234342.png
Device-XANON-X20


ভিন্ন কিছু করতে সকলেরই ভালো লাগে। ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়। কাগজ দিয়ে যা কিছু বানানো হোক না সেটা দেখতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতেও তেমন অনেক আকর্ষণীয় হয়।আমি সুযোগ পেলেই কাগজ দিয়ে কোনো জিনিস বানিয়ে থাকি।আজকেও ঠিক তেমনি আমি কাগজ দিয়ে রঙিন কাগজ দিয়ে টেলিফোন তৈরি করেছি।কাগজ দিয়ে রঙিন কাগজ দিয়ে টেলিফোন তৈরি করতে পেরে আমার খুব ভালো লেগেছে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে টেলিফোন তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. আঠা।
৩. কাঁচি।
৪. স্কেল।
৫.পেন্সিল।
৬.রাবার।
৭.সাইন পেন।


IMG_20240427_222238_645.jpg
Device-XANON-X20

IMG_20240427_232207_110.jpg
Device-XANON-X20


রঙিন কাগজ দিয়ে টেলিফোন তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240427_222309_978.jpg
Device-XANON-X20

IMG_20240427_222346_185.jpg
Device-XANON-X20

IMG_20240427_222533_477.jpg
Device-XANON-X20


প্রথমে রঙিন কাগজ ভাঁজ করে কাঁচি দিয়ে কেটে নিব।


ধাপ-২


IMG_20240427_222604_542.jpg
Device-XANON-X20

IMG_20240427_222753_825.jpg
Device-XANON-X20


এরপর রঙিন কাগজের কাটা অংশ থেকে একটি অংশ নিব। পেন্সিল ও স্কেলের সাহায্যে অনেকগুলো দাগ দিয়ে নিব।


ধাপ-৩


IMG_20240427_222819_819.jpg
Device-XANON-X20

IMG_20240427_223327_440.jpg
Device-XANON-X20

IMG_20240427_223335_669.jpg
Device-XANON-X20

IMG_20240427_224037_426.jpg
Device-XANON-X20


এরপর দাগ অনুযায়ী কাগজটি সাহায্যে কেটে নিব এবং ভাঁজ করে নিব।


ধাপ-৪


IMG_20240427_224128_655.jpg
Device-XANON-X20

IMG_20240427_224359_250.jpg
Device-XANON-X20


এইতো ছোট কাগজটিকেও ভাঁজ করে কাঁচির সাহায্যে সুন্দরভাবে কেটে নিব।


ধাপ-৫


IMG_20240427_224534_907.jpg
Device-XANON-X20

IMG_20240427_224739_012.jpg
Device-XANON-X20

IMG_20240427_224749_773.jpg
Device-XANON-X20


এরপর কালো কাগজ কেটে পেন্সিলের সাহায্যে টেলিফোনের তার বানিয়ে নিব।


ধাপ-৬


IMG_20240427_225036_005.jpg
Device-XANON-X20

IMG_20240427_225423_141.jpg
Device-XANON-X20


এরপর সেটিকে টেলিফোন ও টেলিফোন এর বডির সাথে আঠার মাধ্যমে লাগিয়ে নিব।


ধাপ-৭


IMG_20240427_225436_743.jpg
Device-XANON-X20

IMG_20240427_225720_712.jpg
Device-XANON-X20


এরপর দুই ধরনের কাগজ ছোট ছোট করে টুকরো করে কেটে নিব।


ধাপ-৮


IMG_20240427_225726_514.jpg
Device-XANON-X20

IMG_20240427_230916_957.jpg
Device-XANON-X20


এরপর সেগুলোকে আঠার সাহায্যে টেলিফোনের বডিতে বসিয়ে দিব।


ধাপ-৯


IMG_20240427_230939_221.jpg
Device-XANON-X20


সুন্দরভাবে বসানো হয়ে গেলে সাইন পেনের সাহায্যে সংখ্যা লিখব।


শেষ ধাপ


IMG_20240427_231028_650.jpg
Device-XANON-X20


লেখাটি সম্পূর্ণ হয়ে গেলে আমার রঙিন কাগজ দিয়ে টেলিফোন তৈরি করা প্রস্তুত হয়ে যাবে।


উপস্থাপনা:


IMG_20240427_235759.png
Device-XANON-X20


রঙিন কাগজ দিয়ে টেলিফোন তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিয়েছি। এই ধরনের জিনিস তৈরি করতে বেশ ভালই লাগে। কাগজ দিয়ে টেলিফোন তৈরি করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে এমন একটি ডাই সকলের মাঝে তুলে ধরতে পেরে। আশা করি আমার করা ডাই টি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 3 months ago 

খুব সুন্দর একটি ডাই পোস্ট করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে টেলিফোনটা তৈরি করা আমার কাছে খুব ভালো লেগেছে। টেলিফোন তৈরি করার প্রতিটা ধাপ খুব ভালো লেগেছে। সবুজ রঙের কাগজটা দাগ টেনে কেটে নেওয়াটা আমার কাছে ভালো লেগেছে। কালো ফিতা তারের মতো প্যাঁচানোটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক ভালো লাগলো এমন রঙিন কাগজ দিয়ে টেলিফোন তৈরি করে নেওয়াটা, ধন্যবাদ এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

প্রথমেই চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এধরনের কাজগুলো তৈরি পর সত্যিই বেশ ভালো লাগে, আর রঙিন কাগজের যে কোন জিনিস তৈরি করলে চমৎকারভাবে ফুটিয়ে তোলা যায়। তবে আপনার কাজটি আরো সুন্দর হতে পারতো এবং ছবিগুলোতে আরেকটু আলো থাকলে হয়তো আরো সুন্দর দেখা যেতো। যাইহোক আপনি আরো চমৎকার সব ডাই প্রজেক্ট নিয়ে আমাদের সামনে হাজির হবেন এই কামনা করছি।

 3 months ago 

এই ধরনের ডাই গুলো তৈরি করতে আসলেই অনেক ভালো লাগে। বেশ আনন্দ নিয়ে ডাই টি তৈরি করেছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি টেলিফোন তৈরি করেছন। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে টেলিফোনটি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

জি আপু রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করলে দেখতে আসলেই সুন্দর লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 months ago 

চমৎকার দক্ষতার পরিচয় দিয়েছেন আপনি। আপনার সুন্দর এই দক্ষতা বেশ প্রশংসনীয়। দেখে অনেক অনেক ভালো লাগলো আমার। অসাধারণ হয়েছে টেলিফোন তৈরি করা। আসলে আমারও চেষ্টা করলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করতে পারি। আশা করব এভাবে নতুন কিছু আবারো তৈরি করে দেখাবেন।

 3 months ago 

আপনার কাছে আমার তৈরি টেলিফোনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আমাকে অনুপ্রেরণা করার জন্য।

 3 months ago 

সত্যি বিশ্বাস করেন ড্রিম গার্ল, আপনার এই টেলিফোন দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। আল্লাহ্ শৈশবে এমন কাগজের টেলিফোন বানিয়ে কত জায়গায় যে ফোন করতাম। মাঝে মাঝে প্রেমও করতাম। যাই হোক দারুন সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।

 3 months ago 

আপনি শৈশবে এমন টেলিফোন বানিয়ে কথা বলতেন জেনে ভীষণ ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর টেলিফোন তৈরি করেছেন। আসলে আপনার এই ডাই পোস্টটি একদম ইউনিক ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে, ধাপে ধাপে খুবই সুন্দরভাবে শেয়ার করলেন যার মাধ্যমে শিখে নিলাম।

 3 months ago 

আপনার কাছে আমার ডাই পোস্ট টি ইউনিক মনে হয়েছে আর ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

আপনি আজকে খুবই ইউনিক একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি টেলিফোন দেখতে দারুন লাগছে। এছাড়া টেলিফোনটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

আপু আমার তো মনে হচ্ছে এই টেলিফোন দিয়ে রাতভর কথা বলা যাবে। একদম বিল ছাড়া। টেলিফোনটি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তবে আরও একটু কালারফুল কাগজ ব্যবহার করলে দেখতে বেশি ভালো লাগতো। হলুদ রঙের কিংবা লাল সাদা রংয়ের কাগজগুলো ব্যবহার করলে আরো আকর্ষণীয় লাগতো।

 3 months ago 

জি আপু ঠিক বলেছেন এই টেলিফোন দিয়ে রাত ভোর নিশ্চিন্তে কথা বলা যাবে কোনো বিল হবে না।ধন্যবাদ আপু আমাকে উৎসাহিত করার জন্য।

 3 months ago 

ওয়াও আপনি দেখছি খুব সুন্দর একটা টেলিফোন তৈরি করে ফেলেছেন রঙিন কাগজ ব্যবহার করে। আপনার তৈরি করা এই টেলিফোনটা অনেক সুন্দর হয়েছে। এরকম টেলিফোনগুলো এখন খুব কম দেখা যায়। ব্যাংক গুলোতে দেখা যায় একটু বেশি। টেলিফোন এর মধ্যে যত কিছু থাকে সবকিছুই এঁকেছেন আপনি যা দেখে আরো ভালো লাগলো। আচ্ছা আপু টেলিফোনেকি কথা বলা যাবে 😜😁। যাই হোক আপনার এই ইউনিক এবং সুন্দর আইডিয়াটা কিন্তু আমার কাছে এক কথায় দারুন লেগেছে।

 3 months ago 

ঠিক বলেছেন আপু এখন এই ধরনের টেলিফোন খুবই কম দেখা যায়।বিভিন্ন অফিসে আদালতে দেখা যায়।আপনি চাইলে অবশ্যই কথা বলতে পারবেন আপু।তবে অপর প্রান্তের মানুষটিকে এক হাত দূরে থাকতে হবে🤣🤣।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

ভিন্ন কিছু করতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি, আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে টেলিফোন তৈরি করে শেয়ার করেছেন। কমিউনিটিতে এই প্রথমবারের মতো আমি এরকম রঙিন কাগজ দিয়ে টেলিফোন তৈরি দেখলাম। টেলিফোন তৈরির প্রক্রিয়াটি আপনি আমাদের মাঝে চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকার ভাবে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66437.31
ETH 3491.76
USDT 1.00
SBD 2.69