অরিগ্যামি-পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামি||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি।কাগজ দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে কাগজ দিয়ে তৈরি পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামি সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামি


IMG_20240507_214404.png
Device-XANON-X20


কাগজ দিয়ে যা কিছু বানানো হোক না সেটা দেখতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতেও তেমন অনেক আকর্ষণীয় হয়।আমি সুযোগ পেলেই কাগজ দিয়ে কোনো জিনিস বানিয়ে থাকি।আজকেও ঠিক তেমনি আমি কাগজ দিয়ে পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামি তৈরি করেছি।কাগজ দিয়ে পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামি তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি কাগজ দিয়ে পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. টিস্যু পেপার।
২. রঙ্গিন কাগজ।
৩. আঠা।
৪.পেন্সিল।
৫. কাঁচি।
৬. জলরং।
৭. রাবার।


IMG_20240507_174950_449.jpg
Device-XANON-X20


পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামি তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240507_175018_072.jpg
Device-XANON-X20


প্রথমে একটি রঙিন এরপর একটি পেন্সিল নিব।


ধাপ-২


IMG_20240507_175206_470.jpg
Device-XANON-X20


এরপর রঙিন কাগজের উপরের পেন্সিল দিয়ে পাতার মতো এঁকে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-৩


IMG_20240507_175216_833.jpg
Device-XANON-X20

IMG_20240507_175635_422.jpg
Device-XANON-X20


এরপর কাঁচির সাহায্যে গোল দাগ অনুযায়ী কেটে নিব।।


ধাপ-৪


IMG_20240507_175850_767.jpg
Device-XANON-X20

IMG_20240507_175912_265.jpg
Device-XANON-X20

IMG_20240507_180007_309.jpg
Device-XANON-X20

IMG_20240507_180109_548.jpg
Device-XANON-X20


এরপর লম্বা শেফ করে কাগজ কেটে নিব। এরপর পেন্সিলের সাহায্যে গোল করে নিব।এরপর আঠা লাগিয়ে নিব।


ধাপ-৫


IMG_20240507_180523_630.jpg
Device-XANON-X20

IMG_20240507_180527_191.jpg
Device-XANON-X20


এরপর আরেকটি কাগজ ছোট করে গোল শেফ করে নিব এবং পাতার সাথে আঠার সাহায্যে লাগিয়ে নিব।


ধাপ-৬


IMG_20240507_180536_969.jpg
Device-XANON-X20

IMG_20240507_180634_359.jpg
Device-XANON-X20


এরপর ছোট গোল শেফ করা কাগজটির ভিতরে বড় গোল শেফ করা কাগজটি ঢুকিয়ে নিব।


ধাপ-৭


IMG_20240507_180848_685.jpg
Device-XANON-X20

IMG_20240507_180901_145.jpg
Device-XANON-X20

IMG_20240507_181141_392.jpg
Device-XANON-X20


এরপর জলরঙের সাহায্যে পাতার শাখা প্রশাখা এঁকে নিব।


ধাপ-৮


IMG_20240507_181206_474.jpg
Device-XANON-X20

IMG_20240507_181255_878.jpg
Device-XANON-X20


এরপর একটি টিস্যু পেপারটিকে পেন্সিলের সাহায্যে মুড়িয়ে আঠা লাগিয়ে নিব।


ধাপ-৯


IMG_20240507_181450_878.jpg
Device-XANON-X20

IMG_20240507_181610_692.jpg
Device-XANON-X20


এরপর সামান্য পরিমাণ হাতের সাহায্যে চেপে ছোট করে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-১০


IMG_20240507_181714_524.jpg
Device-XANON-X20

IMG_20240507_182424_089.jpg
Device-XANON-X20


এরপর জলরঙের সাহায্যে শুঙ্গা পোকার শরীরের অংশ এঁকে নিব।


শেষ ধাপ


IMG_20240507_182443_103.jpg
Device-XANON-X20

IMG_20240507_182650_907.jpg
Device-XANON-X20


এরপর আঠার সাহায্যে পাতার উপর লাগিয়ে নিব। তাহলে আমার পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামিটি তৈরি হয়ে যাবে।


উপস্থাপনা:


IMG_20240507_212449.png
Device-XANON-X20


কাগজ দিয়ে পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামিটি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে কাগজ দিয়ে পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামি তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে সকলেই ভীষণ পছন্দ করে।এইভাবে কাগজ দিয়ে কিছু বানানোর মজাই আলাদা ।কাগজ দিয়ে পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা অরিগ্যামিটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 3 months ago 

পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামি দেখতে অনেক বেশি ইউনিক লাগলো। পোকাটি নিখুঁত ভাবে তৈরি করেছেন। যে কেউ দেখে মনে করবে অরজিনাল পোকা। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। এধরনের ভিন্ন রকম আয়োজন গুলো দেখতে সব সময়ই ভালো লাগে।

 3 months ago 

আমার শুঙ্গা পোকাটি দেখে আপনার কাছে অরজিনাল মনে হচ্ছে শুনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

আপনার তৈরি অরিগামি টি দেখে মনে হচ্ছে এটি একটি বাস্তবের পাতায় বসে থাকা শুঙ্গা পোকা। তবে আপনার তৈরি অরিগামি টি বাস্তবের না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি অরিগামি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পাতাটি সবুজ রঙের হওয়ায় দেখতে একদম ববাস্তবের মতো লাগছে।

 3 months ago 

আমার অরিগ্যামিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে একসাথে দুইটি অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পাতা ও শুঙ্গা পোকার অরিগ্যামি তৈরি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে অরিগ্যামি তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। এজন্য যখনই সময় পাই তখনই লগইন কাগজের নতুন নতুন জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আপনার ভালো লাগে শুনে ভালো লাগলো। ভাইয়া ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

পাতা সহ শুজ্ঞা পোকার অরিগামিটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি দেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে এটি তৈরি করেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামি টা বেশ দারুন ছিল।আপনি দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন। এটা আমি রীতিমতো দেখে মুগ্ধ হয়ে গেলাম। একদম অসাধারণ বাস্তবের মত লাগতেছে। আপনি দারুন ভাবে সম্পূর্ণ করেছেন। এটা দুর্দান্ত ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য দারুন এই অরিগ্যামিটি সম্পন্ন করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

পাতা সহ শুঙ্গা পোকার অরিগ্যামি অসাধারন হয়েছে। দেখে খুবই ভালো লাগলো, বিশেষ করে পোকা তৈরি করার দৃশ্যটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখে সত্যিকারে পোকাড় মত লাগছে।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 months ago 

আপু আপনি বেশ চমৎকার একটি অরিগ্যামি শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে যে এত সুন্দর অরিগ্যামি তৈরি করা যায় জানা ছিল না। আপনার আজকের অরিগ্যামি আমার কাছে ইউনিক লেগেছে। শুল্কা পোকাকে দেখতে একদম বাস্তবের মতোই দেখাচ্ছে। এই পোকা গুলো স্প্রিং এর মতো লাফ দেয়। এই পোকা গুলো গ্ৰামে বিভিন্ন ধরনের গাছ কিংবা পাতার মধ্যে থাকে। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

আমি অরিগামি টি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68608.97
ETH 3280.67
USDT 1.00
SBD 2.74