DIY- কাগজ দিয়ে কাশফুল তৈরি||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে বা কোন ভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে কাগজ দিয়ে কাশফুল তৈরি করে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


কাগজ দিয়ে কাশফুল তৈরি


IMG_20240824_233641.jpg
Device-XANON-X20


ভিন্ন কিছু করতে সকলেরই ভালো লাগে। ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়। আজকে আমি ভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করেছি। আজ আমি কাগজ দিয়ে কাশফুল তৈরি করার চেষ্টা করেছি। আমার খুবই ভালো লেগেছিল কাগজ দিয়ে কাশফুল তৈরি করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি কাগজ দিয়ে কাশফুল তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. আঠা।
৩. কাঁচি।
৪.সাদা কাগজ।


IMG_20240824_190501_592.jpg
Device-XANON-X20


কাগজ দিয়ে কাশফুল তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240824_191846_352.jpg
Device-XANON-X20


প্রথমে একটি সবুজ কাগজ নিব।এরপর সেটিকে হাতের সাহায্যে প্যাচিয়ে নিব।


ধাপ-২


IMG_20240824_191856_548.jpg
Device-XANON-X20
IMG_20240824_192049_401.jpg
Device-XANON-X20

IMG_20240824_192930_866.jpg
Device-XANON-X20


এরপর কাগজটি কে আঠা দিয়ে লাগিয়ে নিব।এইভাবে সব গুলো কাগজ তৈরি করে নিব।


ধাপ-৩


IMG_20240824_193328_520.jpg
Device-XANON-X20
IMG_20240824_193427_052.jpg
Device-XANON-X20

IMG_20240824_194628_402.jpg
Device-XANON-X20


এরপর সবুজ কাগজ নিয়ে সেটিকে ছোট করে ভাঁজ করে নিব।এরপর কাঁচির সাহায্যে কেটে পাতা তৈরি করে নিব।এইভাবে সবগুলো পাতা তৈরি করে নিব।


ধাপ-৪


IMG_20240824_194739_818.jpg
Device-XANON-X20

IMG_20240824_195345_293.jpg
Device-XANON-X20


এরপর সাদা কাগজ ভাঁজ করে কেটে নিব।


ধাপ-৫


IMG_20240824_195509_937.jpg
Device-XANON-X20

IMG_20240824_195608_025.jpg
Device-XANON-X20

IMG_20240824_200004_395.jpg
Device-XANON-X20


এরপর আবারও ভাঁজ করে কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব।


ধাপ-৬


IMG_20240824_200103_571.jpg
Device-XANON-X20


এরপর কেটে নেওয়া পাতা,কেটে নেওয়া সাদা কাগজ, ফুলের ডাল ও আঠা নিব।


শেষ ধাপ

IMG_20240824_200913_332.jpg
Device-XANON-X20

IMG_20240824_203443_108.jpg
Device-XANON-X20


এরপর সব কিছু এক সাথে লাগিয়ে নিব।এইভাবে সব গুলো কাশ ফুল তৈরি করে নিব।


উপস্থাপনা:


IMG_20240824_233732.jpg
Device-XANON-X20


কাগজ দিয়ে কাশফুল তৈরি তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিয়েছি। এই ধরনের জিনিস তৈরি করতে বেশ ভালই লাগে। কাগজ দিয়ে কাশফুল তৈরি করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে এমন ফুল তৈরি করে সকলের মাঝে তুলে ধরতে পেরে। আশা করি আমার তৈরি করা কাশফুল গুলো সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে।

Sort:  
 last month 

কাগজ দিয়ে কাশফুল তৈরি করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। এই ধরনের ফুলগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। আর একটু সুন্দর করে উপস্থাপন করলে দেখতে বেশি ভালো লাগতো।

 last month 

কাগজ দিয়ে কাশফুল তৈরি বাহ্ দারুন আইডিয়া। রঙিন কাগজ দিয়ে যে কত কিছু তৈরি করা যায় তা বলা মুশকিল। রঙিন কাগজ দিয়ে মাঝে মধ্যে আমিও বেশ কিছু জিনিস তৈরি করার চেষ্টা করি।

 last month 

কাগজ দিয়ে কাশফুল তৈরি করেছেন দেখতে খুবই অসাধারণ লাগছে আপু। রঙিন কাগজ দিয়ে যা কিছুই তৈরি করা হোক না কেন দেখতে খুবই চমৎকার লাগে। আপনার বানানো কাশফুলটিও দেখতে দারুণ লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে তুলে ধরেছেন আমাদের মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last month 

চমৎকার সুন্দর বানিয়েছেন আপু কাশফুল। মনে হচ্ছে আসল কাশফুল। কাশফুল দেখতে ভীষণ ভালো লাগে আমরা। আপনি সাদা কাগজ কেটে কাঁশফুল বানিয়েছেন এবং রঙ্গিন সবুজ কাগজ দিয়ে সুন্দর করে কাশফুলের পাতা বানিয়েছেন। ভীষণ সুন্দর বানিয়েছেন। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে কাশফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কাশফুল তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last month 

বাহ্ আপনি দেখছি কাগজ দিয়ে অনেক দারুন একটি কাশফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এখানে আসার পর দেখতে পেলাম যে মানুষের মাথায় কত বুদ্ধি। আজ আপনার দারুন বুদ্ধি দিয়ে সুন্দর একটি কাশফুল বানিয়েছেন।দেখে অনেক ভালো লাগলো।

 last month 

মাঝে মাঝে আমাদের মেম্বারদের ক্রিয়েটিভিটি দেখে মুগ্ধ হয়। যেমন আজকে দেখলাম কাগজ কেটে কাশফুল তৈরি করেছেন। যেটা দেখতে ভীষন ‍সুন্দর লাগছে। আসলে এমন প্রজেক্ট গুলো বানাতে একটু জামেলা হলেও দেখতে দারুন লাগে। ধন্যবাদ।

 last month 

বাহ আপনি তো রঙিন কাগজ এবং সাদা কাগজ দিয়ে খুব চমৎকার কাশফুল তৈরি করেছেন। আসলে কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে কাগজের এই কাশফুল যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে অসাধারণ লাগবে। আর কাউকে গিফট করলে সে তো আরো বেশি খুশি হবে। ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত কাগজ দিয়ে কাশফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

শরতের সাদা মেঘের ভেলাতে নদীর পাড়ের কাশফুলের সৌন্দর্য সত্যি বেশ দারুন হয়ে থাকে। কাশফুলের শুভ্রতা হৃদয় ছুঁয়ে দেয়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে কাগজ দিয়ে কাশফুল তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

বাহ দারুন একটি আইডিয়া তো সাদা কাগজ দিয়ে কাশফুল তৈরির।আপনার ডাই পোস্টটি সত্যি অনেক চমৎকার হয়েছে।ধাপগুলো অনুসরণ করে যে কেউ সহজেই তৈরি করতে পারবেন,ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61796.23
ETH 2480.79
USDT 1.00
SBD 2.64