রাস্তার পাশে ফুটে থাকার সুন্দর কিছু ফুলের ছবি

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই। অবশ্যই আপনারা ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক ভাল আছি। অবশ্য আমার উপরের টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আমি আজকে কোন বিষয়ের উপর পোস্ট করতে চলেছি। হা বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি ফুলের ছবি শেয়ার করব, যে ছবিগুলো আমি নিজে উঠিয়েছি।

IMG_20240324_103947.jpg

IMG_20240324_103943.jpg

ছবিগুলো এমন জায়গা থেকে উঠেছি, যেটা সাধারণত আমরা কল্পনাও করি না। এমন জায়গায় সুন্দর সুন্দর এই ফুলগুলো লাগানো হয়েছে এবং ফুটে রয়েছে যেটা এখানকার পরিবেশকে অনেক সুন্দর করছে।

এর জন্যই তো মালয়েশিয়াতে আমার একটা জিনিস খুব ভালো লাগে মালয়েশিয়ানরা যেখানে সেখানে এই ধরনের সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগিয়ে থাকে। বেশিরভাগ সময় রাস্তার পাশ দিয়ে অনেক ধরনের ফুল গাছ লাগানো হয়, আর যখন ওই ফুল গাছগুলোতে ফুল ধরে তখন আশেপাশের পরিবেশটা সুগন্ধে ভরে যায়।

আমাদের দেশে সাধারণত এইরকম জায়গা খুব কমই আছে যেখানে রাস্তায় সরকার থেকে ফুলের চারা রোপন করার জন্য আদেশ দিয়েছে। কিন্তু এই দেশে রাস্তা করলেই রাস্তার মাঝ বরাবর একটা ড্রেনের মতন বানানো হয়, আর সেই ড্রেনের ওপর বিভিন্ন ধরনের ফুলের চারা রোপন করা হয়। যেটা পরবর্তীতে রাস্তার মাঝদিয়ে একটা সৌন্দর্য তৈরি করে। যে সৌন্দর্য অন্য কোথাও দেখা যায় না। এই সুন্দর ফুলগুলো মানুষের মনকে আরো সুন্দর করে তোলে। এত যানজটের শহরের মধ্যেও এত সুন্দর সুন্দর ফুল যখন মানুষের নজর কাড়ে,তখন যে কোন মানুষের মন অনায়াসে ভালো হয়ে যায়।

IMG_20240324_104238.jpg

একটি বিশেষ কারণে আমি একটু শহরে গিয়েছিলাম, হঠাৎ করে ঘুরতে ঘুরতে আমার চোখ পড়ল রাস্তার মাঝ বরাবর এই নিত্যনতুন ফুল গুলোর উপর। যখন কাছে গিয়ে দেখলাম তখন দেখলাম এই ফুলগুলো আমাদের বাংলাদেশেও আছে। কিন্তু এটা সাধারণত আমাদের বাংলাদেশে অনেক ঘন জঙ্গলের ভেতরে পাওয়া যায়, কিংবা হিন্দু সম্প্রদায়ের বাড়ির আশেপাশে পাওয়া যায়। যেটা অনেক ভালো একটা বিষয়।

ফুলটির নাম জানিনা তবে এই ফুলের সুগন্ধ কিন্তু বেশ ভালো সাদা রঙের এই ফুলটি অনেক সুন্দর দেখায়, যখন পুরোপুরি ফুটে। মাঝের ওই হলুদ পাপড়ি যেন মনটাকে একটু আনন্দ ছিটিয়ে বেড়ায়। ফুলটির এতটা নরম যে আপনি স্পর্শ করলে বারবার স্পষ্ট করতে ইচ্ছে হয়।

IMG_20240324_103931.jpg

IMG_20240324_103924.jpg

তাই ভাবলাম ফুলগুলোর কিছু ছবি ওঠায় ফুলগুলোর কিছু ছবি উঠাতে উঠাতে সামনে আরো নজর পড়ল আরো কয়েক ধরনের ফুলের। তো ভাবলাম সব কয়টি ছবি ওঠায়, পরবর্তীতে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব।

আজকে সেই ফুলের ছবিগুলোই আপনাদের মাঝে আজকে শেয়ার করছি। আশা করি ফুল গুলো আপনাদের ভালো লাগবে, এমন পরিবেশে এমন অবস্থায় যেখানে এই পরিবেশটাকে সুন্দর রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।

IMG_20240324_103911.jpg

বন্ধুরা আমার আজকের এই ফুলের ছবিগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। ভালো লাগলে অবশ্যই আমার পোস্টটি লাইক করবেন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে।

ছবিগুলো সম্পর্কেকিছু কথা
বিষয়ফুলের ফটোগ্রাফি
স্থানমালয়েশিয়া
মোবাইল ফোন ও ক্যামেরাvivo y76 50 mp
উঠিয়েছে@mamun123456

আমি আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ারি @shy-fox কে দিলাম

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png
আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  
 4 months ago 

ভাইয়া আপনি রাস্তার পাশে ফুটে থাকা খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুলটিকে দেখতে কাঠগোলাপ ফুলের মতো দেখাচ্ছে। ফুলের কালার খুব সুন্দর। এমন ফুল গাছ বাড়ির আঙিনায় থাকলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

রাস্তার পাশে ফুটে থাকা কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে।নিখুত ভাবে ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 4 months ago 

রাস্তার পাশে ফুটে থাকা সুন্দর কিছু ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন । এই ধরনের ফুল অনেকদিন পর দেখলাম । আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে রাস্তার পাশে এরকম ফুলের গাছ লাগালে সৌন্দর্য বৃদ্ধি পায় । সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 4 months ago 

ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। ফুলকে আপনি যেখানেই লাগাবেন সেখানকারই সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে। তাই সেটা রাস্তায় হোক কিংবা বসতবাড়িতে। মালয়েশিয়ার সুন্দর একটি প্রেক্ষাপট বর্ণনা করেছেন আপনি। আসলেই এরকম ফুল গাছগুলো যদি রাস্তার মাছ দিয়ে লাগানো হয় তাহলে রাস্তার কিন্তু সৌন্দর্য বেড়ে যায়। আর আসলেই এই ফুলকে বাংলাদেশেও লক্ষ্য করা যায় কিন্তু খুব কম। সুন্দর একটি ফুল এবং ফুলটির বর্ণনা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 4 months ago 

এই ফুলগুলোর নাম কাঠ গোলাপ ফুল। তবে বাংলাদেশের কাঠগোলাপ ফুলগুলোর থেকে সামান্য কিছুটা ভিন্ন। বেশ ভালো লাগলো আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। গাছে থাকা ফুলগুলো দেখতে আরো বেশি ভালো লাগছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

একটি বিশেষ কারণে শহরে গিয়েছিলেন রাস্তার পাশে ফুটে থাকা কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 4 months ago 

কাঠ গোলাপ ফুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। কাঠ গোলাপ ফুলের সৌরভ এবং সৌন্দর্য বেশ দারুণ। কাঠ গোলাপ ফুল দেখে বেশ ভালো লাগলো। আসলে ফুলের সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 4 months ago 

বিদেশের মাটিতে এমন সুন্দর ফুলের দৃশ্য দেখতে অসম্ভব রকমের ভালো লাগলো।ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আর তা যদি হয় ব্যস্ততম রাস্তার পাশে বসে সুন্দর দৃশ্য আর সুগন্ধে ভরা ফুণ দেখা যায় তাহলে সত্যিই মন ভালো হয়ে যাওয়ার কথা।সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

মালয়েশিয়ায় এরকম সুন্দর সুন্দর ফুল রয়েছে জেনে ভালো লাগলো ভাইয়া। আর ফুলগুলো দেখতেও বেশ সুন্দর। তবে ভাইয়া পোস্টের টাইটেলটা একটু ঠিক করে নিবেন। আমার মনে হচ্ছে কথাটা থাকার হবে না মনে হয় থাকা হবে। ধন্যবাদ আপনাকে দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60192.33
ETH 2321.67
USDT 1.00
SBD 2.50