আমার ভাগ্য বড় আজব যাদুকর | গানে কিছুক্ষণ|Cover by mamun

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা, কেমন আছেন সবাই। অবশ্যই আপনারা ভালো আছেন, আর আপনাদের মনটাকে আরও একটু ভালো করার জন্য আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি সুন্দর গান নিয়ে।

20240517_231629.jpg
Design by pixlab

আমি এখন থেকে ভেবেছি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে এমন একটি গান শেয়ার করব। যেটা আপনাদের মনটাকে আরও একটু ভালো করবে, আপনাদেরকে মনে করিয়ে দেবে আমাদের ভাগ্যটা কেমন। আমাদের ভাগ্য কেমন যাদুকরী খেলা খেলে এই ছোট্ট জীবনটাকে নিয়ে।

আজকে আমি আপনাদের মাঝে যে গানটি শেয়ার করছি সত্যিই অনেক কষ্টের একটা গান, আর এই গানটি আমার অনেক পছন্দের। সেই ছোটকাল থেকে এই গানটি আমি বহুবার শুনেছি, তাই তো ভাবলাম আপনাদের মাঝে এই গানটি শেয়ার করি।তাই যেমন পারি তেমনভাবেই গানটি উপস্থাপন করার চেষ্টা করেছি।

আমার মনে হয় আপনাদের কাছে বেশ ভালো লাগবে, আসলে আমাদের জীবনে এমন কিছু ঘটে যায় এমন কাছের মানুষ আমাদের থেকে দূরে চলে যায়, যাকে আসলে কখনোই আমাদের থেকে চলে যাওয়া উচিত ছিল না। তাই আমরা অযথাই ভাগ্যটাকে দোষারোপ করি, কিন্তু আমাদের এই ভাগ্যটা আগে থেকেই লেখা হয়েছে, আমরা এটা অনেকেই মানতে চায় না।

তাইতো গানের লেখক খুব সুন্দর ভাবে এই গানটি সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আমাদের দৈনন্দিন জীবন নিয়ে, দৈনন্দিন জীবনের কষ্টটাকে নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার কণ্ঠ থেকে এই গানের কভারটি।

গানটি যদি ভালো লাগে অবশ্য আপনাদের মতামত জানাবেন, সাথে আমি ইউটিউবের ভিডিও লিংক আপনাদের মাঝে শেয়ার করেছি, যেখানে আমি এই গানটি উপস্থাপন করেছি। অবশ্যই আপনারা সেখানেও আমাকে ভালোবাসা প্রদান করবেন।
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...v3zmf3ts5r1YcCv1akrcVQaw7WCSJp3aJ7vmCrJfNV2xHDmEofAjpuyDkwZWp9GQWHWFcWWmnMqYV28AwBwcDQFu93p1NU52E9eHs5nYHLjGg65Gq4KeRqNqPc-1.png

গানটির লিরিক্স

আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও আমার ভাগ্য বড় আজব যাদুকর
ওসে এক পলকে শূণ্য করে
এক পলকে শূণ্য করে
দিল স্বাধের ঘর
বড় নিঠুর যাদুকর
ও বড় নিঠুর যাদুকর
আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও আমার ভাগ্য বড় আজব যাদুকর
===================
আমি তীলে তীলে গড়েছিলাম
তীলে তীলে গড়েছিলাম
সাজানো বাগান
মমতারই ফুল ফুঠিয়ে
গাইতো পাখি গান
সেই সুখ পাখি আজ গেল ছেড়ে
সুখ পাখি আজ গেল ছেড়ে
বুকেরি পিঞ্জর
বড় নিঠুর যাদুকর
ও বড় নিঠুর যাদুকর
আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও আমার ভাগ্য বড় আজব যাদুকর
===================
কত সোনাদানা ভরে দিল
সোনাদানা ভরে দিল
দুহাতে আমার
নিয়ে গেল তার বদলে
কোনসে মণিহার
হায় কেঁন্দেও সুখ পাবেকি আর
কেঁন্দেও সুখ পাবেকি আর
আমারই অন্তর

বড় নিঠুর যাদুকর
ও বড় নিঠুর যাদুকর
আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও আমার ভাগ্য বড় আজব যাদুকর
ওসে এক পলকে শূণ্য করে
এক পলকে শূণ্য করে
দিল স্বাধের ঘর
বড় নিঠুর যাদুকর
ও বড় নিঠুর যাদুকর
আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও আমার ভাগ্য বড় আজব যাদুকর

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...v3zmf3ts5r1YcCv1akrcVQaw7WCSJp3aJ7vmCrJfNV2xHDmEofAjpuyDkwZWp9GQWHWFcWWmnMqYV28AwBwcDQFu93p1NU52E9eHs5nYHLjGg65Gq4KeRqNqPc-1.png

গানটি সম্পর্কে কিছুগুরুত্বপূর্ণ তথ্য
এই গানের অরিজিনাল শিল্পীএন্ড্রু কিশোর
ছায়াছবিসন্তান যখন শত্রু
কভার করেছে@mamun123456
youtube এর অরজিনাল ভিডিও

আমি আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ারি @shy-fox কে দিলাম

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png
আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  
 2 months ago 

খুব পছন্দের একটি গান কভার করেছেন ভাইয়া। এই গানটি কতবার যে শুনেছি তার কোন হিসাব নেই। আপনার কন্ঠে গানটি শুনতে বেশ ভালো লাগছে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago (edited)

ভাই আমি একজন গান প্রেমিক মানুষ। গান শুনলেই যেন গানের প্রেমে পড়ে যাই। আর তাইতো প্রতিনিয়ত সকলের পোস্টে থাকা গানগুলো আমি খুব মনোযোগের সাথে শুনি। ভীষণ ভালো লাগে গানগুলো শুনতে। আপনার গাওয়া গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম। এন্ড্রু কিশোরের গাওয়া এই গানটি, খুব সুন্দর ভাবে কভার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

এই গানটি অনেক পুরনো হলেও এখনও গানটি শুনতে অনেক ভালো লাগে। ছোটবেলায় এই গানটি অনেক শুনতাম। হয়তো তখন গানের কথাগুলো বুঝতাম না। কিংবা অর্থ বুঝতাম না। এখন যখন এই গানগুলো শুনি তখন খুবই ভালো লাগে। ভাইয়া আপনিও দারুন গান গেয়েছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57800.38
ETH 3127.30
USDT 1.00
SBD 2.40