অতি কষ্টে দিন যাচ্ছে প্রত্যেকটি মালয়েশিয়ান প্রবাসীর জীবন

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20210127_145858.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভাল আছেন আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার না করে আর পাচ্ছিনা এই কষ্ট আর বুকে ধরে রাখতে পারছে না যার জন্য চলে আসলাম আপনাদের সাথে বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে আমাদের মালয়েশিয়ার জীবন মালয়েশিয়ার প্রবাস জীবন

আসলে এই করো না কালীন সময়ে খুব দুরবস্থায় যাচ্ছে প্রত্যেকটি মালয়েশিয়ান প্রবাসীর জীবন কারণ এক বছরে যদি পাঁচ থেকে ছয় মাস বসে থাকতে হয় যদি কাজকাম না থাকে তাহলে কিভাবে চলবে একজন প্রবাসীর সংসার একজন প্রবাসীর জীবন সে যদি নিজে খেতে না পারে তাহলে কিভাবে পারবে তার পরিবারকে চালাতে।

IMG_20210808_153040.jpg

এমন পরিস্থিতি বর্তমান খুব ভয়াবহ হয়ে উঠেছে প্রত্যেকটি প্রবাসীর জীবনে গত তিন মাস ধরে বসে আছি কোন কাজ কাম নেই তবে হ্যাঁ আমি যে প্রজেক্টে কাজ করছি বর্তমানে সেখানে দু একদিন কাজ চলছে কিন্তু মালয়েশিয়ার শতভাগ প্রজেক্টে কাজ চলছে না তাহলে এই প্রবাসী গুলো কোথায় যাবে এই মানুষগুলো কিভাবে খাওয়া-দাওয়া করবে।

কালকে সন্ধ্যাবেলায় আমার এক বন্ধু আমার কাছে ফোন দিয়েছে কাজের জন্য সে বলছে দোস্ত আজকে তিনমাস হলো বসে আছি কোন কাজ কাম নাই পকেটে নিজে খাবো এমন কোন টাকা নাই আর বসের কোন খোঁজ নাই এখন কি করব আসলে এমন অবস্থা প্রত্যেকটি প্রবাসীর একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

যারা ব্যবসা করে যারা দৈনন্দিন কাজ করে বা বিভিন্ন কাজের সাথে জড়িত প্রত্যেকেরই সমস্যা হচ্ছে যারা দেখুন একটি দোকান ভাড়া নিয়েছিল ব্যবসার জন্য এখনই করোনা কালীন সময়ে তাদের ব্যবসা ঠিক চলছে না যার জন্য তারা তাদের কর্মচারীদের ঠিকভাবে বেতন দিতে পারছে না এবং না দিতে পেরে তারা দোকানপাট বন্ধ করে হয়তো দেশে চলে যাচ্ছে নয়তো কোন জায়গায় গা ঢাকা দিয়ে থাকছে।

IMG_20210808_152954.jpg

তাহলে কি হবে বলেন কিভাবে চলবে এই সমাজ কিভাবে চলবে তার সংসার আসলে এই সবগুলো চিন্তা করলে রাতে ঘুম আসে না প্রবাসীরা বর্তমানে যে কষ্টে প্রতিটি ক্ষণ পার করছে সেটা বলে বোঝানোর মত নয়।

তাই সবাই দোয়া করবেন যেন প্রত্যেকটি প্রবাসী সুস্থ থাকে ভালো থাকে আর দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি তারা তাদের কর্ম ক্ষেত্রে কাজ করতে পারে তাদের কার্জনের স্টার্ট হয় যাতে করে তারা আবার আগের মতো হাসি খুশি মন নিয়ে কাজ-কাম করতে পারে এটা আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

সত্যি ভাই আপনাদের জীবন অতীব কষ্টের বর্তমানে করণা মহামারীর কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তা'আলার উপর ভরসা রাখেন সব কিছু ঠিক হয়ে যাবে।

 3 years ago 

আপনার লেখাটা পড়ে সত্যিই খুব খারাপ লাগছে। আল্লাহর উপর ভরসা করা ছাড়া আমাদের তো কিছু করার নাই ভাই।

 3 years ago 

বর্তমানে সবার অবস্থায় খুবই খারাপ। আমাদের সবার ই ধৈর্য ধারণ করতে হবে, সবি আগের মতন হয়ে যাবে সময় লাগবে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.26
JST 0.039
BTC 94216.09
ETH 3324.73
USDT 1.00
SBD 3.45