তিনি প্রকৃত সুখী মানুষ যিনি প্রয়োজনের চেয়ে বেশি চাইনা,,,, বা বেশী আশা করে না।

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন এই করোনা কালীন সময়।

চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট কিছু বিষয় নিয়ে আলোচনা কর আর যেটা অবশ্যই আমাদের জীবন রিলেটেড এবং আমাদের লাইফ স্টাইল রিলেটেড যেটা আমাদের আসলে জানা ও বোঝা খুবই প্রয়োজন।

আসলে একটা জিনিস আপনি খেয়াল করলে দেখতে পাবেন আমাদের এই পৃথিবীতে যারা ধনী আছে তারা দেখুন দিনের পর দিন আরও বেশি ধনী হচ্ছে আর যারা গরীব আছে তাদের দিনতো যাচ্ছে কিভাবে সেটা তো বুঝতেই পারছেন।

আসলে এরা যত পাই তত বেশি আরো চায় কারণ মেয়েদের এটাতে পদ্মা পোষায় না এরা আরো বেশি ইনকাম করার ধান্দায় থাকে আরো বেশি বড়লোক হবার ধান্দা করে।

কিন্তু ভিতরের খবর নিয়ে দেখেন যতই টাকাপয়সা থাকুক যতই অট্টালিকা থাকুক যতই গাড়ি-বাড়ি থাকুক না কেন ভেতরে ভেতরে এরা সুখী নয় এরা অবশ্যই কোন না কোন বিষয়ে কোন না কোন দিক থেকে অসুখী রয়ে গেছে এদের জীবনটা এক প্রকার কাগজের মত হয়ে গেছে কারণ এদের জীবনে আশা-আকাঙ্ক্ষা বলতে আর কিছুই বেঁচে নেই কারণ সারা জীবন তারা ইনকামের ধান্দা ছেলেরা সারাজীবণ বড়লোক থেকে আরও বেশি বড়লোক হওয়ার ধান্দায় ছিল।

কিন্তু একটি জিনিস আপনি বিশ্বাস করেন এই কথাটি অনেক বড় বড় গুণীজনেরা বলে গিয়েছে

money-3219298_1920.jpg

তিনি প্রকৃত সুখী মানুষ যিনি প্রয়োজনের চেয়ে বেশি চাইনা,,,, বা বেশী আশা করে না।

তাই বলব যার যতটুকু প্রয়োজন আছে যে প্রয়োজন মিটে গেলে আপনার সংসার আপনার জীবন খুব ভালোভাবে কাটবে তার থেকে বেশি আশা করবেন না কারণ তার থেকে বেশি আশা করলে ঐ সকল ধনী মানুষের মত হয়ে যাবে আপনি ভেতরে ভেতরে সুখী হতে পারবেন না অনেক দিক থেকেই আপনার ভেতরে ভয় বাসা বেঁধে ফেলতে।

কারন যখনই আপনার কাছে অনেক ধন সম্পদ হয়ে যাবে আপনার চারিদিকে সবাই জানতে পারবে যে ওই ব্যক্তির কাছে অনেক দামী সম্পদ আছে এতে করে কি হবে আপনার অনেক শত্রু বেড়ে যাবে সেই সময় দেখা যায় আপনার জীবনের ভয় থাকতে পারে কারণ মানুষ তো আর সবাই সমান না কেউ হয়তো আপনাকে সম্মান করে ভালোবাসে উৎসাহ জায়গায় আবার এমন কেউ আছে আপনার ধন সম্পদ গুলো লুটে নিতে চায়।

এতে করেই আসলে যাদের কাছে টাকাপয়সা বেশি থাকে তাদের ভয় সবসময়ই কাছে থাকে তাদের কাছ থেকে যেতে চায় না কারণ তাদের শত্রুর অভাব আর যে ব্যক্তির কাছে টাকা পয়সা নেই সে ব্যক্তির কোন শত্রু নেই কারণ তার কিসের চিন্তা সে দিন আনে দিন খায়।

তাই সর্বশেষ একটি কথাই বলবো যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই আশা করুন দেখবেন আপনি কতটুকু দিয়েই অনেক সুখী জীবনযাপন করতে পারবে।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি এই সত্য কথার ব্যাখ্যা আপনাদের একটু হলেও ভালো লেগেছে ধন্যবাদ সকলকে আমার এই ছোট্ট পোস্টটি পড়ার জন্য।।

Sort:  
 3 years ago 

একজন মানুষ তখনই অসুবিধা থাকে যখন তার চাহিদার বেশি সে পেতে চায় তখনই তার বিভিন্ন ধরনের আশা-আকাঙ্ক্ষা এবং উচ্চ চাহিদা সৃষ্টি হয়। খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

 3 years ago 

আপনি ফটোতে সোর্স ব্যবহার করেননি

 3 years ago (edited)

"তিনি প্রকৃত সুখী মানুষ যিনি প্রয়োজনের চেয়ে বেশি চাইনা,,,, বা বেশী আশা করে না।" ভালো বলেছেন কথাটা । শুভেচ্ছা রইল আপনার জন্য। লেখা ভালো ছিল , ফটোর সূত্র আবশ্যক।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43