আমের আচার রেসিপি || by @mamun02 || 12-08-2021

in আমার বাংলা ব্লগ3 years ago

হেল্লো বন্ধুরা,
আমি @mamun02 বাংলাদেশ 🇧🇩 থেকে



কেমন আছেন আপনারা,
আশা করি অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমের আচার রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক।



আমের আচার

IMG_20210812_135153-01.jpeg

আমের আচার খেতে অনেক মজা লাগে, দেখলেই জিবে জল চলে আসে, আমার জানামত অনেকেরই প্রিয় রেসিপি।



আমের আচার তৈরি করার উপকরণ


উপকরণ নামপরিমাণ
কাচা আমএক ডালি
গুর২ কেজি
তেল১ লিটার
হলুদপরিমাণ মত
লবনপরিমাণ মত
মসল্লাপরিমান মত
তেজপাতপরিমাণ মত
পিয়াজপরিমাণ মত
মরিচপরিমাণ মত



এখন আমি নিচের ধাপ অনুযায়ী আমের আচার তৈরি করবো।



ধাপঃ- ০১


IMG_20210812_133713-01.jpeg

আম গুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে



ধাপঃ-০২


IMG_20210812_133855-01.jpeg

তারপর আম গুলো কেটে ফালা ফালা করে নিতে হবে।



ধাপঃ-০৩


IMG_20210812_133913-01.jpeg

এরপর আম গুলো একটু চুলায় দিয়ে গরম করতে হবে, মানে আম গুলো সিদ্ধ করতে হবে।



ধাপঃ-০৪


IMG_20210812_133737-01.jpeg

তারপর একটি ঝুরিতে দিয়ে পানি গুলো ভালো করে নিছরে নিতে হবে, যাতে সিদ্ধ আম গুলোতে যেনো পানি না থাকে।



ধাপঃ-০৫



IMG_20210812_133959-01.jpeg

তারপর রোদে ৩ থেকে ৪ ঘন্টার মত সুখাতে হবে।



ধাপঃ- ০৬



IMG_20210812_134050-01.jpeg

এখন আচার তৈরি কারা শুরি, প্রথমেই তেল, পিয়াজ, মরিচ এক সাথে ভালো করে ভুনাতে হবে।



ধাপঃ-০৭


IMG_20210812_135301-01.jpeg

তারপর শুখনো আম গুলো সেখানে দিয়ে একটু করে নারতে হবে।



ধাপঃ- ০৮


IMG_20210812_134926-01.jpeg

আচারের মধ্যে দেওয়ার জন্য গুর।



ধাপঃ-০৯


IMG_20210812_135321-01.jpeg

IMG_20210812_134613-02.jpeg

একটু পরে গুর গুলো আচারের মধ্যে দিয়ে হবে।



ধাপঃ- ১০


IMG_20210812_134822-01.jpeg

এরপর একটু বেশি সময় নিয়ে ভালো করে নারতে হবে, যতক্ষণ আচার তৈরি হবে না, ততক্ষণ ভালো করে নারা চারা করতে হবে।



ধাপঃ- ১১


IMG_20210812_135153-01.jpeg

অবশেষে আমার আমের আচার তৈরি করা হয়ে গেলো।



এইছিলো আমার আজকের রেসিপি, কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করে জানাবেন, তার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।



❤️ সবাইকে ধন্যবাদ ❤️



@mamun02

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63721.15
ETH 3305.01
USDT 1.00
SBD 3.91