You are viewing a single comment's thread from:

RE: স্বরচিত কবিতা |😭|অশ্রু নদী||~~

in আমার বাংলা ব্লগlast month

আপু সব সময় আপনি আমাদের কে সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে যাচ্ছেন। আপনার প্রতিটি কবিতা আমার কাছে বেশ ভালো লাগে। বেশ সুন্দর করে গুছিয়ে আপনি কবিতা ‍গুলো আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেন। ধন্যবাদ এমন দারুন একটি কবিতা শেয়ার করার জন্য। তবে আজকের কবিতার নিচের লাইনগুলো কিন্তু দারুন ছিল।

অশ্রুর এই নদীতে,
স্মৃতির স্রোতে ডুবে যায় শৈশবের খেলা,
হাসি-আনন্দের মুহূর্তগুলো।
ভেসে যায় ধানের ক্ষেতে লুকিয়ে থাকা স্বপ্ন,
মা-বাবার কষ্টের গল্পগুলো।
শিশুরা আর সাঁতরে যেতে পারে না
ভবিষ্যতের দিকে, তারা এখন বৃষ্টির সাথে
মিশে গেছে, ভেসে গেছে অনিশ্চিত এক গন্তব্যে।

Sort:  
 last month 

বাস্তবতা থেকে লেখা এই কবিতাটি। বানভাসি মানুষের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি এই কবিতার মাধ্যমে। পাঠকদের ভালোলাগা মানেই লেখকদের সার্থকতা। মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ প্রিয় আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61434.10
ETH 2474.37
USDT 1.00
SBD 2.64