RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৫০
এক রাজা তার প্রজাকে পরীক্ষা করার জন্য প্রচন্ড ঠান্ডায় সারারাত পুকুরে থাকতে বলেন। রাজা ঘোষণা দেন সারারাত পুকুরে থাকতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। প্রজা তো বেশ খুশি রাজার কথা মত সারারাত পুকুরে ছিলেন। কিন্তু পুকুরের পাশে মশাল জ্বালিয়ে আলো দেওয়া হয়েছিল। প্রজা সারারাত প্রচন্ড ঠান্ডায় পুকুরে থাকলেও রাজা তাকে পুরস্কৃত করেননি। রাজামশাই বলেছিলেন পুকুরের পাশে জালানো মশালের আগুনের তাপের কারণেই প্রজা সারারাত প্রচন্ড ঠান্ডায় পুকুরে থাকতে পেরেছে।
এরপর প্রজা ও মনে মনে সিদ্ধান্ত নেয় রাজা মশাই কে উচিত শিক্ষা দেবার। তিনিও একদিন রাজাকে নিমন্ত্রণ করেন। নিচে আগুন জ্বালিয়ে অনেক উঁচুতে ভাতের হাড়ি বসান। সারাদিন গেলেও রান্না শেষ হয় না। শেষমেষ ধৈর্য ধরতে না পেরে রাজা প্রজা কে বলেন এত উঁচুতে ভাতের হাড়ি থাকলে কিভাবে রান্না শেষ হবে? প্রজা উত্তরে বলেন যদি মশালের আলোয় পুকুরের পানি গরম হতে পারে তাহলে এত উঁচুতে থাকা ভাতের হাড়িও গরম হওয়া সম্ভব। রাজা তখন নিজের ভুল বুঝতে পারেন।