আমার তো মনে হয় পরিবার ছাড়া বাহিরের কেউ কখনও বন্ধু হয় না। যখন যে আমাদের জীবনে আসে তখন সে তার স্বার্থের জন্যই আসে। আপু লক্ষ্য করলে দেখবেন যে আপনার বিপদের সময়ে আপনি কিন্তু কাউকেউ আপনার পাশে পাবেন না। সেটা যে বয়সেই হোক না কেন। মোজ মাস্তি আর আমদে ভরা এই জীবনে সত্যিকারের বন্ধু কেউ না। আর তাই তো বয়স বাড়ার সাথে সাথে বন্ধু বলে কেউ থাকে না।
এটা একদম ঠিক বলেছেন। বিপদের সময় সবাই মুখ ফিরিয়ে নেয় নিজের সুবিধা মতো।