আসলে জীবন কে ভালো রাখার জন্য সত্যি সত্যি আমরা অর্থের পিছনে ছুটে চলি। কিন্তু সত্যিকারের অর্থে এই অর্থ আমাদের কে কতটা সুখ দিতে পারে। জীবনের এক সময়ে দেখা যায় অর্থ অর্থের জায়গায় পড়ে থাকে আর জীবনের সুখ আর খুঁজে পাওয়া যায় না। তবে আপনার গল্পটি কিন্তু এর আগে বহুবার শুনেছি। আর যতবার শুনেছি ততবারই পুরুষের প্রতি বিষণ মায়া হয়। আবার পরবর্তীতে মায়া চলে যায়। হি হি হি।