আরে আর বলেন না। সারা সপ্তাহ শুধু ৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নিজেকে ব্যস্ত রাখতে হয়। আর একটি একটি দিনে আসলে সকালে দম বন্ধ হয় আর সন্ধ্যা দম খোলে। কি করে যে বেঁচে থাকি। আজ কিন্তু আমারও অবস্থা খারাপ। তবে গল্পটির শেষে এত সুন্দর করে মিলন ঘটালেন যে তা যেকোন নাটক আর সিনেমা কেও হার মানাবে। তাদের কান্নার সাথে আমিও একটু কাদঁলাম।
ছুটির দিনগুলোতে ব্যস্ততা বেড়ে যায়। আর সেই সময়গুলোতে দম ফেলার সময় থাকে না। আমার লেখা গল্পটি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে নিজের মূল্যবান মতামত তুলে ধরার জন্য।