RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩১
একজন মহিলা তার স্বামীর জন্য নিজ হাতে চা বানিয়ে এনেছেন। বেচারা স্বামী মাত্র অফিস থেকে ফিরেছেন।
আজ অন্যান্য দিনের চেয়ে তাকে একটু বেশিই খাতির করা হচ্ছে। এই নিয়ে স্বামীপ্রবর কিছুটা ধন্দে আছেন। ঠিক মেলাতে পারছেন না আজকের এই অতিরঞ্জিত আপ্যায়ন।
রাতের খাবারের সময় মহিলা তার পাতে তরকারি তুলে দিতে দিতে বললেন, ”আজ দুপুরে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি৷ কি স্বপ্ন শুনতে চাও?”
স্বামীঃ কি? (ভয়ে ভয়ে)
মহিলাঃ “দেখলাম, আমরা এক বিশাল মার্কেটে বেড়াতে গেছি। আর তুমি আমাকে সেখানে একটা দামী হীরের নেকলেস কিনে দিয়েছ। আচ্ছা, এর মানে কি বল তো?”
স্বামীঃ ও আচ্ছা, আমি তো ভাবলাম, কি না কি! এই স্বপ্নের মানে তোমাকে আগামীকাল জানাতে পারব।
মহিলা খুব খুশি হল। সে মনে মনে ভাবছে, জামাই তার খুব একটা খারাপও না।
পরেরদিন স্বামী ভদ্রলোক অফিস থেকে ফিরলেন হাতে একটা প্যাকেট নিয়ে।
স্ত্রী মহা উৎসাহে ভেতরে গিয়ে প্যাকেট খুলে দেখেন, একটা বই।
বইয়ের নাম ‘খোয়াবনামা’।।