বাহ্ বীর তো বীরের মত করই কবিতা লিখেছেন। আপনার কবিতায় তো প্রতিবাদি সুর খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আমি ঠিকই বলেছেন যে আমাদের জীবন হলো একটা যুদ্ধ ক্ষেত্র। আর এই যুদ্ধে আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত শত্রু কে পরাজিত করা। তবে বেশ ছিল নিচের লাইন গুলো-
আমি দুর্দম, আমি নির্দয়
শত্রু মাঝেও আমি থাকি নির্ভয়
আমি ডরাই না,
নেই না মেনে পরাজয়।