ব্যর্থতা সে তো হিসেবের খাতায় অলিখিত,
ব্যর্থতা সে তো শুধুই তোমায় না ছুঁতে পারায় সীমাবদ্ধ।
ব্যর্থতা সে তো তোমায় ভালোবাসা অপ্রকাশে,
ব্যর্থতা সে শুধুই তোমায় না করা উষ্ণ আলিঙ্গণে।
উপরের লাইনগুলোর সূত্র ধরেই বলতে চাই ব্যর্থতা নিয়ে বেঁচে থাকাটাও যেন একটা ব্যর্থতা। ভালবাসা এমন একটা জিনিস যেটা অপ্রকাশিত থাকলে মনটা ক্ষতবিক্ষত হয়ে যায়। তাইতো বলি আপু এমন কেউ থাকলে তাড়াতাড়ি বলে দেন। না হলে আপনিও কবিতার মতই ব্যর্থ হয়ে যাবেন- হা হা হা হা ।