জেনারেল পোস্ট- 🤣জীবন নামের রেলগাড়িটা পায় না খোঁজে স্টেশন😂|| The train named life does not find the station||

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম

জীবন নামের রেলগাড়িটা পায় না খোজেঁ স্টেশন

❤️শুভ সকাল প্রাণের প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সকলকে❤️। পৃথিবী সুন্দর আর সুন্দর এই পৃথিবীর অপরূপ প্রাকৃতিক রূপ বৈচিত্র। মাঝে মাঝে মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাই কোন দূর অজানাতে। যেখানে থাকবে না কোন দুঃখ কষ্ট আর যন্ত্রণার পাহাড়। মনখারাপের সেই জায়গাটিতে শুধু থাকবো আমি একা আমার পৃথিবী জুড়ে। মনের কালো মেঘ গুলো বিলিয়ে দিবো প্রকৃতির মাঝে। মনটাকে কিছুটা প্রশান্তি দিবো সবার অজান্তে। কারন মন যে আজ হাপিঁয়ে উঠেছে। চারদিকে শুধু অভিযোগ অভিযোগ আর অভিযোগ। এভাবে কি বেঁচে থাকা যায়?

❤️সকলের সুস্থ্যতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ❤️ আজ কদিন হলো মনটা ভিষণ খারাপ। শান্তি পাচ্ছি না কোন কিছুতে। তবু চলে আসি বারে বারে আপনাদের মাঝে। নিজের সব ভালো লাগা আর মন্দ লাগা গুরো কে শেয়ার করতে। আজও আবার আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে নতুন ভাবে নতুন আঙ্গিকে। আশা করি আমার আজকের ব্লগটিও আপনাদের ভালে লাগবে।

black-g332590f79_1280.jpg

source

পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা শুধু মাত্র পরিবার পরিজনের কথাই চিন্তু করে। অথবা তার আশে পাশের মানুষগুলো কে নিয়ে চিন্তা করে। নিজেকে নিয়ে কোন ভাবনা চিন্তা তাকে গ্রাস করে না। পরিবার পরিজনের কথা ভাবতে ভাবতে হয়তো জীবনের অনেক সোনালী সময় কেও সে মুছে ফেলে নিজের জীবন থেকে। তার জীবনের প্রতিটি ধ্যান ধারনাই থাকে পরিবারকে ঘিরে। যতই আর্থিক সমস্যা থাকুক না কেন সেই মানুষগুলো সব সময়ই চায় তার প্রিয় মানুষগুলো ভালো থাকুক। আনন্দে থাকুক এবং সুখে থাকুক। হয়তো এর জন্য নিজের সুখ গুলোকে বিলিয়ে দেয় অকাতরে।

প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফুটাতে এসব দায়িত্বশীল মানুষগুলো দিন আর রাতের তফাৎ খোঁজে না। খোজেঁ না ভালো বা মন্দ কোন খাবারের স্বাদ। নিজের মনের ইচ্ছা থাকলেও যে কত শত দিন ভালো ভালো খাবারের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। কারন ভালো খাবার গুলো প্রিয় মানুষগুলো গ্রহণ করলে যেন তার তৃপ্তি আর আনন্দ। আর এসব মানুষ গুলোই কার ভবনে সে একাই রাজা। তার চিন্তা ভাবনায় সারাক্ষন প্রিয় মানুষগুলোর হাসিমাখা মুখ। কিন্তু সেসব মানুষগুলো কি কখনও ভাবে অকাতরে নিজের সব কিছু বির্সজন দেওয়া এই মানুষটির কথা? কখনও অনুভব করে এই মানুষটির দুঃখ বা কষ্ট কে? নাকি কখনও খোজেঁ ফিরে এই মানুষটির ভালো লাগা আর মন্দ লাগা।

নরম মনের এ মানুষ গুলো তার প্রিয় মানুষগুলো কে এতটাই ভালোবাসে যে তাদের কাছে নিজের সকল চাওয়া পাওয়াকেই বলিদান করে দেন। কখন প্রিয় মানুষগুলোর কি লাগবে। কি করলে প্রিয় মানুষগুলো ভালো থাকবে। এমনকি প্রিয় মানুষগুলোর স্বপ্ন কে ছুঁতে তার যতটুকু ত্যাগ স্বীকার করতে হয় তা করতেও কুষ্ঠাবোধ করে না। নিজের সাধ্যের বাহিরে গিয়েও সব সময় চেষ্টা করে যায় প্রিয় মানুষ গুলোকে ভালো রাখার। আর এভাবেই কেটে যায় তার জীবন।কিন্তু বেলা শেষে যখন এই মানুষটিকেই হতে হয় কুলুর বলদ তখন কি আর জীবন কে ভালো লাগে তার কাছে?

এই যে প্রিয় মানুষ গুলোর জন্য এত এত ত্যাগ স্বীকার করা মানুষটিই কোন এক সময়ে হয়ে পড়ে সকলের কাছে অপ্রিয়। প্রিয় মানুষগুলোর জন্য তার জীবনের সকল ত্যাগ স্বীকার হয়ে পড়ে অম্লান। হয়তো কোন একসময়ে প্রিয় মানুষটির সকল ত্যাগ তিতিক্ষা কে অস্বীকার করে প্রিয় মানুষগুলো। ধুলোয় মিশিয়ে দেয় তার সকল অবদান। এত জীবন ভর যাদের জন্য নিজেকে বির্সজন করে এসেছে প্রতিটি মূহূর্ত আজ তারাই আঙ্গুল তোলে সেই মানুষটির দিকে। আর তখনই মানুষটি হারিয়ে ফেলে তার জীবনের গতি। নিজেকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলার জন্য তার যে ত্যাগ বা বলিদান সব যেন হয়ে যায় ধুলিসাৎ

নিজেকে বিলিয়ে দেওয়া এই মানুষটি যখন কোন এক সময়ে এসে দেখে যে যে প্রিয় মানুষগুলোর জন্য তার এত ত্যাগ তিতিক্ষা, যে প্রিয় মানুষগুলোর জন্য নিজের জীবনের সকল চাওয়া কে ত্যাগ করা, যে প্রিয় মানুষগুলোর স্বপ্ন কে পুরণ করতে নিজের স্বপ্নগুলোকে ফোটার আগেই দমিয়ে দেওয়া আজ তার সব কিছুই মিথ্যা হয়ে গেল। তখন তার যেন আর কিছুই করার থাকে না। মনের ভিতর বাসা বাধেঁ শুধুই শ্রাবনের একরাশ কালো মেঘের ভেলা। তখন আর সেই মানুষটি কোন কূলকিনারাই খোঁজে পায় না। পায় না কোন পথের দিশা।

কি করলো মানুষটি এতদিন? কাদের জন্য করলো মানুষটি? আর কেনই বা করলো মানুষটি? এতশত প্রশ্নই শুধু তাকে কুঁড়ে কুড়েঁ খায়। তখন আর এই মানুষগুলোর বেচেঁ থাকার ইচ্ছে থাকে না। থাকে জীবনের প্রতি কোন মায়া বা আকর্ষন। সারা জীবন অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া সেই মানুষটি আজ জীবনের শেষ সময়ে এসে পায় না খোঁজে কোন স্টেশন। কোন স্টেশনে সে নামবে? জীবনের সব স্টেশন যে আজ তার জন্য বন্ধ। প্রিয় মানুষগুলোর কথা ভাবতে ভাবতে কখন যে নিজের জীবনের সোনালী সময় চলে যায় সেটাও বুঝতে পারে না এই পাগলা সহজ সরল মানুষগুলো।

শ্রদ্ধা জানাই সে সব মানুষগুলো কে যারা প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফুটানোর জন্য নিজের জীবন কে বলিদান দিয়েছেন। ভালো থাকুক সেসব মানুষ গুলো যারা প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফুটাতে বির্সজন দিয়েছেন নিজের বুকে লালন করা হাজারো স্বপ্ন, হাজারো না বলা কথা আর হাজার নির্ঘম রাত্রি। হৃদয়ের গভীর হতে তাদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা রইল।

image.png

আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।

image.png

Add a heading (1).png

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

এত জীবন ভর যাদের জন্য নিজেকে বির্সজন করে এসেছে প্রতিটি মূহূর্ত আজ তারাই আঙ্গুল তোলে সেই মানুষটির দিকে।

এই বিষয়টি আমাদের সমাজে মাঝে মাঝে লক্ষ্য করা যায়। আমি নিজেও এমন পরিস্থিতির স্বীকার হয়েছি।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 56989.27
ETH 2425.90
USDT 1.00
SBD 2.39