ভিডিও গ্রাফী পোস্ট-জাতীয় জাদুঘর হতে গ্রাম বাংলার কিছু প্রতিচ্ছবির ভিডিগ্রাফি|| made by@maksudakawsar||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

জাতীয় জাদুঘর হতে গ্রাম বাংলার কিছু প্রতিচ্ছবির ফটোগ্রাফি

image.png

শুভ রাত্রি প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুদের। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। মনের প্রশান্তির জন্য প্রকৃতির মাঝে বা কোন দার্শনিক স্থানে কিছুটা সময় কাটানো গেলে কিন্তু মন্দ হয় না। মাঝে মাঝে নিজেকে কিছুটা চাঙ্গা করে তুলতে মাঝে মাঝে একটু ঘুরে বেড়ালে কিন্তু মন্দ হয় না। আর তাই তো মাঝে মাঝে ছুটে যাই এদিক সেদিক। আর আমার এদিক সেদিক যাওয়ার একটি ভিডিওগ্রাফি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি।

বন্ধুরা আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন করে ভিডিওগ্রাফি নিয়ে। হ্যাঁ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশ জাতীয় জাদুঘরে রক্ষিত বাংলার প্রকৃতি নিয়ে কিছু ভিডিওগ্রাফি। সত্যি কিন্তু জাদুঘরের ভিতরে ঢুকলে যেন মনে হয় জীবনের অনেক কিছু অদেখাই থেকে গেছে। আজ আমি সেই অদেখা কিছু দৃশ্য নিয়ে আমার ভিডিও গ্রাফিটি সাজিয়েছি। আশা করবো আপনাদের কাছেও কিছুটা ভালো লাগবে।

image.png

বেশ কিছুদিন আগে পরিবার পরিজন নিয়ে গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় জাদুঘরে। জাদুঘরের প্রকৃতি দেখতে দেখতে জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম।আর তখনই জানতে পারলাম যে জাদুঘরটি কয়েকতলা বিশিষ্ট। তাই মনে মনে চিন্তা করে নিলাম যে সেখান থেকে আপনাদের জন্য কিছু ‍সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আসবো। আর আমি তো সেদিন ফটোগ্রাফি করেছি, সাথে কিছু ভিডিওগ্রাফিও করেছি। আর করবোই না কেন? এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে কি আর থেমে থাকা যায়? তাই প্রতিটি ফ্লোরে ফ্লোরে ঘুরে বেড়ানোর সাথে সাথে চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু ফটোগ্রাফি আর ভিডিও গ্রাফি করার। আপনাদের যদি এতটুকু ভালো লাগে তাহলে আমি নিজেও স্বার্থক।

image.png

image.png

জাতীয় জাদুঘর হতে গ্রাম বাংলার কিছু প্রতিচ্ছবির ভিডিওগ্রাফি

আজ এখানেই শেষ করছি। নতুন কোন পোস্ট নিয়ে আবারও আসবো আপনাদের মাঝে। সেই অবদি সকলে ভালো ও সুস্থ্য থাকেন। আপনাদের মূল্যবান মন্তব্য এর আশায় রইলাম।

পোস্টের বিবরন

পোস্টের ধরনভিডিওগ্রাফী
ডিভাইসVIVO-Y22S
ভিডিওগ্রাফার@maksudakawsar
স্থানজাতীয় জাদুঘর, ঢাকা, বাংলাদেশ

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW735LWMMgvNdmzY9gdTZLTvQUTjfuGerk7HkVFhydr9py91MzKuGJCHc5dMf2oCskaPxXaG7tSHnDFRpNk7aguG1SQ6oAXaRhaP3L8tnwaXyT.gif

image.png

আমার নিজের কিছু কথা

384549715_171479776007493_3210441826564088767_n.jpg
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। আমি একজন বাংলাদেশী নাগরিক। পেশাগত জীবনে আমি একজন চাকরি জীবি এবং গৃহীনি। সেই ছেলেবেলা হতেই আমি গল্প আর কবিতা লেখার চেষ্টা করে আসছি। অনলাইন প্লাটফর্মে কাজ করা আমার যেমন সখ, তেমনি ভাবে নিজেকে কিছুটা স্বচছতার মধ্যে পরিচালিত করাও আমার প্রতিজ্ঞা। সেই ছেলেবেলা হতেই গান বেশ ভালোবাসি। গান শুনতে ও গাইতে আমি বেশ পছন্দ করি। সেই সাথে পছন্দ করি গল্প কবিতা লিখতে। আমি ভিডিও এডিটিং সহ অনলাইন প্লাটফর্মের নানাবিধ কাজ করতে পারি। মাঝে মাঝে গলা ছেড়ে গান করতে বা গান রেকডিং করা আমার এক সময়ের বেশ জনপ্রিয় সখগুলোর একটি। তবে ইচ্ছে আছে নিজের দক্ষতা কে আরও বেশী বৃদ্ধি করে নতুন নতুন কাজ নিজের আয়ত্বে আনা। অবশ্য আল্লাহ যদি চান। ভালোবাসি প্রাণপ্রিয় মাকে। ‍যিনি মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন ওপারে। তবে জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো আমার প্রাণপিয় মাকে নিজের ভালোবাসার কথা বলতে না পারা। সবার কাছে আমার জান্নাতি মায়ের জন্য দোয়া চাই ।

আমার ব্লগটির সাথে থাকার জন্য ধন্যবাদ

image.png

image.png

Sort:  
 last year 

জাতীয় জাদুঘর হতে গ্রাম বাংলার প্রতিচ্ছবির খুব সুন্দর ভিডিগ্রাফি শেয়ার করেছেন। আপনার এই ভিডিওগ্ৰাফী আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি অনেক বছর আগে গিয়েছিলাম। তবে ইদানিং ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। সেখানে গেলে গ্ৰামীণ পরিবেশ থেকে হারিয়ে যাওয়া অনেক কিছু দেখা যায়। যেগুলো দেখলে চিন্তা করি একসময় আমাদের গ্ৰামে এমন সুন্দর দৃশ্য ছিল। কিন্তু কালের আবর্তনে সব কিছু হারিয়ে গিয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত ‍সুন্দর এবং সাবলীল একটি মন্তব্য করার জন্য।

 last year 

বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভিডিওগ্রাফিটি দেখে সত্যিই খুব ভালো লাগলো। অনেক বছর আগে একবার গিয়েছিলাম তবে এখন মনে হচ্ছে অনেকটাই পরিবর্তন হয়েছে। জাতীয় জাদুঘর থেকে গ্রামীণ পরিবেশের খুব সুন্দর কিছু ভিডিওগ্রাফি করেছেন। সত্যি বলতে গ্রামীণ পরিবেশে ফটোগ্রাফি গুলো এবং ভিডিওগ্রাফি দেখে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগ্রাফী দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

চমৎকারভাবে জাতীয় জাদুঘরের সুন্দর সুন্দর দৃশ্য গুলো ভিডিও ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছেন। আর এই থেকে দেখার সৌভাগ্য হলো আমার যা স্বচক্ষে দেখা হয়নি। সুন্দর সুন্দর দৃশ্য গুলো আমাদের মাঝে ভিডিও আকারে প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 last year 

চলে আসেন একদিন ভাবী কে সাথে করে নিয়ে। বেশ ভালো লাগবে কিন্তু। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

ভ্রমন করলে মন অনেক ফ্রেস হয়।আর গ্রাম বাংলার ছবি দেখলে তো আরও ভালো লাগে।আপনার জাতীয় জাদুঘরের ভিডিগ্রাফিটি সুন্দর ও স্পষ্ট হয়েছে।বিশেষ করে নদীতে নৌকা ও বড় কঙ্কালের দৃশ্যটি আমার কাছে ভালো লেগেছে।ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ পছন্দের একটি মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

জাতীয় জাদুঘরের গ্রাম বাংলার প্রতিচ্ছবির অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ভিডিওগ্রাফির মাধ্যমে গ্রাম বাংলার অনেক সুন্দর প্রতিচ্ছবি গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে জাতীয় জাদুঘরের পরিবেশটি দেখতে বেশ চমৎকার লাগছে।

 last year 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.034
BTC 90853.98
ETH 3221.27
USDT 1.00
SBD 2.82