জেনারেল পোস্ট : মনের যত এলোমেলো ইচেছ || As random as the mind wants||
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
মনের যত এলোমেলো ইচ্ছে |
---|
শুভরাত্রি আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবার😊। সবার সুস্থ্যতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ❤️। সুন্দর করে সাবলীল ভাষায় ভিন্ন কিছু আপনাদের সামনে তুলে ধরাই আমার সংকল্প আকাঙ্খা। আর সেই আকাঙ্খার পরিতৃপ্তি ঘটে তখনই যখন হয়তো বা আপনারা আমার লেখার মাঝে আনন্দ আর তৃপ্তি খুঁজে পান। আমি @maksudakawsar । আজ আবার নতুন কিছুর স্বাদ বিলাতে চলে আসলাম। যদি আমার লেখার মাঝে সামান্য তৃপ্তি খুঁজে পান তাহলেই তো আমার সার্থকতা।
একবার ভেবে দেখুন তো সেই ছেলাবেলা হতে আমাদের মনে কত ধরনের স্বপ্নই তো ছিল। আমাদের কারো কারো ইচেছ ছিল পাইলট, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ আর কত কি হওয়া। কিন্তু সবার কি তা পূরণ হয়েছে? নাকি সবাই পূরণ করতে পেরেছে তার ভিতরে লুকিয়ে থাকা সেই স্বপ্নগুলো? ছেলেবেলা হতেই ভাবতাম বড় হয়ে একজন ভালো মনের ডাক্তার হবো। কিন্তু কি আর হলাম। সেই ডাক্তার হবার ইচ্ছেই শুধু রয়েই গেল।
আমরা যখন কৈশরে পা রাখি তখন মনের ভিতরে বাসা বাধেঁ প্রেম আবেগ আর ভালোবাসার আকাঙ্খা। হয়তো বা কত জনের ভালোবাসা না বলতে পারার কারনে ঝড়ে গেছে জীবন থেকে। আবার কারো ক্ষে্ত্রে হয়তো প্রেম আর ভালোবাসার অনুভূতিগুলো বাসা বাধেঁনি। কেউ বা ভালোবাসার হাতছানিতে নিজেকে বিলিয়ে দিতে চায়নি। অন্য দিকে হয়তো কিছু লোক আছে যাদের ভালোবাসার স্বপ্নগুলো আজও কাঁদে মনের গভীরে রাতের আধারে। প্রেম ভালোবাসা নিয়েও আমাদের হাজারো স্বপ্নগুলো ভেঙ্গে যায় শুধুমাত্র ভাগ্যের হাতে।
আর এ জন্যই তো আজকাল আর স্বপ্ন দেখি না। ভেঙ্গে যাওয়ার ভয়ে। আজকাল কেন যেন মনের ভিতরে কিছু ইচেছরা ডানা মেলে দিয়েছে। কেন যেন মনটা উড়ে যেতে চায় মুক্ত পাখি হয়ে। মাঝে মাঝে মনে হয় কতই না ভালো হতো পাখি হলে। উড়ে বেড়াতাম ঐ নীল আকাশ পানে মুক্ত বিহঙ্গে। সারাদিন কিচির মিচির শব্দে চারদিক কে মুখরিত হয়ে সন্ধ্যা ফিরে আসতাম নিজ নিড়ে। আজকাল তো মানুষের প্র্রতি মানুষের ভালোবাসা নেই। ভালোবাসা আছে খাঁচায় পুষে রাখা পাখিদের। তাই পাখি হলে হয়তো খারাপ হতো না।
আবার মাঝে মাঝে আকাশের মেঘ বালিকা হয়ে যেতে মনে চায়। যদি আকাশের মেঘ রাশি হতে পারতাম তাহলে কতই না মজা হতো। তাহলে ঘুরে বেড়াতে পারতাম এপার হতে ওপারে। আবার ক্লান্ত হয়ে ঝড়ে যেতাম বৃষ্টি হয়ে। ভালোবাসা পেতাম অজস্র মানুষের। আর না হয় যদি হতে পারতাম রাতের আকাশের তারা তাহলে হয়তো আকাশের বুকে থেকে হতে পারতাম সকলের প্রিয়। যদি হতে পারতাম সাগরের ঢেউ তাহলে তীরে এসে শীতল করে দিতাম পৃথিবীর মানুষগুলো কে।
মাঝে মাঝে মনে চায় যদি হতে পারতাম কোন নদী বা সাগর। তাহলে বয়ে যেতাম দূর হতে বহুদূর। যেখানে থাকতো না কোন বিনিময় বা আদান প্রদানের ভালোবাসা। নিঃশব্দে আর নিস্তব্দায় বয়ে যেত জীবনের গতি। আজকাল কত রকমের এলোমেলো ইচেছ যে মনে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে চলে যেতে মনে চায় কোন বিশাল নদী বা সাগরের পাড়ে। যেখানে বেশ কিছুটা সময় রাতের নিস্তব্দতায় বসে নিজেকে খুঁজে পাওয়া যাবে। যেখানে ভালোবাসা গুলো অনুভব করা যাবে। যেখানে স্বপ্ন ভাঙ্গার ভয় থাকবে না। আর যেখানে মনের শত কষ্টগুলো বিলিয়ে দিলে কষ্ট ফিরে আসার ভয় থাকবে না। জানিনা কেন আজকাল মনের ভিতর এমন এলোমেলো ইচ্ছে জাগে। আপনারা কি জানেন? যদি যেনে থাকেন তাহলে আমাকে একটু চুপি চুপি বলেদেন তো। আমি কিন্তু কাউকেই বলবো না।
আজ আর নয় বন্ধুরা। চেষ্টা করবো আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কিছু ব্লগ শেয়ার করতে। যদি এতে করে আপনাদের ভালোবাসা পাই তাহলে ক্ষতি কিসে? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ্য থাকবেন।
আমি @maksudakawsar আমি একজন বাংলাদেশী ইউজার। পেশায় চাকুরী জীবি হলেও আপনাদের কাছে আমি একজন ব্লগার হিসাবে পরিচিত। সেই সাথে আমি একজন গৃহিনীও বটে। আমি ভালোবাসি আমার প্রিয় দেশ কে। ভালোবাসি গান শুনতে। ভালোবাসি ভালো মনের মানুষগুলোর সাথে বন্ধুত্ব করে জীবনকে আনন্দ উপহার দিতে। তাই তো সময়ে অসময়ে ছুটে বেড়াই এদিক সেদিক। আমার প্রাণে দিবস ও রজনী একজনই বসবাস করেন। তিনি হলেন আমার প্রাণ প্রিয় জান্নাতবাসী মা। মায়ের অভাব খুব অনুভব করি আজকাল।পৃথিবীতে মা ছাড়া আর কেউই আপন না। তাই আসুন আমরা আমাদের মা কে ভালোবাসি।
❤️ধন্যবাদ সকলকে।❤️

আমার মনেও বিচিত্র সব ইচ্ছে জাগে, মাঝে মাঝেই ইচ্ছে জাগে পাখির মতো উড়ে যেতে দিগন্ত পেরিয়ে। যেখানে পাওয়া যাবে অনাবিল আনন্দ আর মুগ্ধ হবো প্রাকৃতিক সৌন্দর্যে। আপনার এলোমেলো ইচ্ছে গুলো শুনে ভালো লাগলো।
ভাইয়া আপনার এলোমেলো ইচ্ছে গুলো কিন্তু আমাকে মুগ্ধ করে দিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আসলে আমরা ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখেছি এবং দেখে এসেছি কিন্তু আমাদের কয়জনের এরকম স্বপ্নগুলো পূরণ হয়েছে এটা আমরা নিজেরাও জানিনা। আসলে প্রত্যেকটা স্বপ্ন আমাদের মনের মাঝেই থেকে গিয়েছে। আমরা বড় হতে হতে অনেক স্বপ্ন দেখি কিন্তু সেগুলো সবার তো আর পূরণ হয় না। হয়তো কয়েকজনের হয়। যাইহোক অনেক সুন্দর একটা জেনারেল পোস্ট নিয়ে হাজির হয়েছেন দেখে এবং পড়ে ভালো লেগেছে।
আমার স্বপ্নগুলো কিন্তু ভাইয়া পূরণ হয়নি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
এটা কিন্তু একদম ঠিক কথা আপু, যেখানে ভালোবাসা গুলো অনুভব করা যাবে যেখানে স্বপ্ন ভাঙ্গার ভয় থাকবে না। আজকের পোস্টের মাধ্যমে আপনার মনের সব এলোমেলো ইচেছ গুলো জানতে পেরে বেশ ভালো লাগলো। আমাদের সবার মনেও এরকম এলোমেলো ইচ্ছে গুলো ঘোরাঘুরি করে সবসময়। আমরা সবাই বিভিন্ন ধরনের কল্পনা করতে অনেক বেশি ভালোবাসি।
ভাইয়া অনেক সুন্দর এবং সাবলীল একটি মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।