জীবন নিয়ে কিছু মূল্যবান কথা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

হ্যালো, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভাল আছি। আমি মাকসুদা আক্তার। তবে আপনাদের কাছে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি। আজও চলে আসলাম নতুন কিছু নিয়ে।

পৃথিবীতে মানুষ গুলো বড় অসহায়। পৃথিবীর সহজ সরল মানুষগুলো বার বার মানুষের কাছে ঠকে যায়। প্রতারিত হয় বহুবার। সহজ সরল মানুষগুলো ভেঙ্গে পড়ে বারে বারে। হয়তো কেউ উঠে দাঁড়াতে পারে আর কেউবা পারে না। কিন্তু কি আর করার এসব কিছুর মাঝেই তাদের কে চলতে হয় চলে যায়। আপনারা হয়তো বা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের চারপাশে এমন কিছু মানুষ পাবেন, যারা তাদের প্রয়োজনে আপনাকে খোঁজে। আর তাদের ভাল সময়গুলোতে আপনাকে মনেই করবে না। তাই আমার মনে হয় সুস্থ্য থাকার জন্য এসব মানুষকে জীবন থেকে ডিলেট করে দেওয়া দরকার।

সহজ সরল মানুষগুলো যখন অসহায় হয়ে পড়ে তখন তারা খোঁজে ফিরে তার জন্য একটু ভরসার স্থল। খোঁজে ফিরে সঠিক কুল কিনারা। কিন্তু মানুষ কি পায় সঠিক ভরসার স্থল? সমাজে এমন কিছু কীট থাকে যারা শুধু অন্যকে কষ্ট দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে। আর কিছু মানুষ এসেছে লড়াই করে বাচাঁর জন্য। তবে আমি মনে করি সব কিছু ডিলেট করে দিয়ে বড় বড় মনীষিদের জীবন থেকে আমাদের কে কিছু শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। খুঁজে নিতে হবে আমাদের সঠিক ঠিকানা।

আমরা যদি জীবন চলার পথে কিছু নিয়ম আর কিছু কথা মেনে চলতে পারি, তাহলে জীবনে আমাদের কে সাফল্য লাভ করতে কেউ আটকাতে পারবে না। জীবন চলার পথে আমাদের কে পিছু ফিরে তাকালে হবে না। জীবন থেকে স্বার্থপর বন্ধুদের কে বাদ দিয়ে পরিবার কে আপন করে নিতে হবে। তাহলে দেখবেন আপনার আমার জীবনে সাফলতা নিশ্চিত।

বন্ধুরা আজ আমি আপনাদের জন্য তেমনিই একটি সুন্দর ভিডিও কভার নিয়ে আসলাম। আশা করি আমার আজকের ভিডিও কাভারের একটি কথা হলেও আপনাদের জীবন চলার পথে সহায়ক হবে। তাহলে চলুন শুনে আসা যাক আমার আজকের ভিডিও কভারটি।

ভিডিও কভার- জীবন নিয়ে কিছু মূল্যবান কথা

বন্ধুরা কেমন লাগলো আপনাদের জন্য আমার আজকের আয়োজন? আশায় রইলাম আপনাদের ভাল মন্দ মন্তব্যটুকু জানার।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

সত্যি বলেছেন আপু পৃথিবীতে সহজ সরল মানুষ গুলো আসলে সব সময় ঠকে যায়।আর আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা প্রায়োজনে শুধু খুঁজবে।এটা সত্যি কিছু মানুষ কষ্ট দেওয়ার জন্য এসেছেন আর কিছু মানুষ কষ্ট পাওয়ার জন্য এসেছে। সুন্দর লিখেছেন, ধন্যবাদ আপনাকে।

 last year 

হুম সত্যি বলেছেন আপু। যেমন টা হচ্ছে আমার সাথে।

 last year 

একদম ঠিক বলেছেন আপু সহজ সরল মানুষগুলো অনেক বঞ্চিত শোষিত হয়। তাদের সরলতাকে পুঁজি করে এক শ্রেণীর কীট তারা নিজেদের স্বার্থের জন্য তাদের পাশে থাকে তাদের স্বার্থ হাসিল হলে আবার তাদের কাছ থেকে চলে যায়। তাদের বিপদের সময় পাশে থাকে না তবুও নিজের সততা ন্যায় সরলতা মনীষীদের জীবনটাই অনুসরণ করতে হবে।

 last year 

জি ভাই তাই চেষ্টা করে যাচ্ছি।

 last year 
খুবই চিরন্তন সত্য কথা নিয়ে আজকের পোস্টটি করেছেন।আসলে দুনিয়াতে দুই ধরনের লোক আছে।ভালো আর খারাপ। এক ধরনের লোক আছে যারা খুব সরল,তারা শুধু পরোপকার করেই যায়।আরেক ধরনের আছে, যারা তোষামোদকারী ও সুযোগসন্ধানী। সুসময়ে কাছে আছে আর বিপদের সময় উধাও।কিন্তু এটা ঠিক দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবনে যদিও তারা ঠকে,তবে স্হায়ী জীবন পরকালে অবশ্যই আল্লাহ তায়ালার কাছে ভালো কিছু পাবে।কারণ একমাত্র তিনিই ন্যায়বিচারক।
 last year 

জি আমিও ভাই সেটাই বিশ্বাস করি যে, পরকালে ভাল কিছু পাবো।

 last year 

খুব ভাল লাগলো কথা গুলো। বাস্তবতা এটাই সহজ সরল মানুষ ঠকে প্রতি পদে পদে। স্বার্থপর মানুষগুলো নিজের স্বার্থ সিদ্ধি হলেই হারিয়ে যায়। সমাজটা এভাবেই চলছে। অনেক ধন্যবাদ আপ,বাস্তব কথাগুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য।

 last year 

যারা স্বার্থের জন্য আসে তাদের কে আমাদের তিরস্কার করা দরকার।

এই পোস্টটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ ছিল যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার শেয়ার করা প্রত্যেকটা বাণী আমার মাথায় তীরের মত গেঁথে গেল। সত্যি কথা বলতে এতদিন পর একটা মনের মত পোস্ট পেলাম। আশা করব এই ধরনের শিক্ষামূলক পোস্ট আপনি শেয়ার করবেন।

 last year 

বাহ্ তীরের মত মাথায় গেথেঁ গেল।

 last year 

আপনি অনেক সুন্দর একটি মূল্যবান পোস্ট করেছেন। আসলে সহজ সরল মানুষগুলো টকর খেয়ে খুঁজে নির্দিষ্ট কোন স্থান। তবে আপনি ঠিক বলেছেন স্বার্থপর বন্ধুদেরকে বাদ দিয়ে ফ্যামিলিকে আপন করে নিতে হবে। আসলে এই পৃথিবী বিভিন্ন ধরনের মানুষ আছে। অনেক মানুষকে দিনে রাতে বোকা বানিয়ে থাকে। খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

জি সত্য কথা আপু পরিবারের চেয়ে ভাল বন্ধু আর খুঁজে পাওয়া যাবে না।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.028
BTC 65900.16
ETH 3470.80
USDT 1.00
SBD 2.68