লেভেল টু হতে আমার অর্জন@maksudakawsar 10% Beneficiary To @shy-fox 🦊 & 5% @ abb-school📚

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই।

আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।

দেখতে দেখতে আজ আমি আমার বাংলা ব্লগের লেভেল টু তে পৌছে গেলাম। এর জন্য ধন্যবাদ জানাই আমার প্রিয় @abb-school কে। যার মাধ্যমে আমি স্টিমিট একাউন্ট সমন্ধে কিছু সামান্য হলেও জ্ঞান লাভ করতে পেরেছি।

আমি লেভেল ওয়ান থেকে সফলভাবে ভেরিফাই হয়ে ইতিমধ্যেই লেভেল টু এর ক্লাস শেষ করি এবং লেভেল টু এর মৌখিক পরীক্ষায় উর্ত্তীণ হই । আমার মতে লেভেল টু অত্যান্ত গুরুত্বপূর্ণ পর্যায় । যেখানে আমরা স্টিমিটের ব্যাসিক এবং নিরাপত্তা সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারি। তাই আজ আমি এখানে লেভেল টু এর লিখিত পরীক্ষার মাধ্যমে লেভেল টু হতে আমার অর্জন আপনাদের মাঝে শেয়ার করব।

290316122_1007102773295287_6252509441130154172_n.jpg

লেভেল টু তে মূলত নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান ইন্টারনেট ও অনলাইনের যুগে নিরাপত্তা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সামান্য অসাবধানতা ও ভুলের কারনে আমরা হারিয়ে ফেলতে পারি আমাদের সর্বস্ব। আর তাইতো স্টিমিটের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোকে আমাদের অত্যান্ত গুরুত্বের সাথে দেখা প্রয়োজন।

লেভেল টু তে কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যা নিম্নে তুলে ধরা হলো-

 কী নিরাপত্তা (Key Security)
 ডেলিগেশন (Delegation)
 পাওয়ার আপ (Power Up)
 ওয়ালেট নিয়ন্ত্রন (Controlling of Wallet)

আমরা এখন উপরের প্রতিটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত জানবো। যা নিম্নে তুলে ধরা হলো-

কী নিরাপত্তা (Key Security):

স্টিমিটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রতিটি ইউজার কে কিছু নির্দিষ্ট কী প্রদান করা হয়। আর সে সকল কী ব্যবহার করে ইউজার গন তাদের একাউন্ট পরিচালনা করতে পারে। আর এ জন্যই প্রত্যেক টা ইউজার এর কী নিরাপত্তা সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।

কী-কে আমরা প্রথমে দুইভাগে ভাগ করতে পারি।

পাবলিক কী ও
প্রাইভেট কী

এগুলো আবার চার ধরনের

পোস্টিং কী (Posting Key)
অ্যাক্টিভ কী (Active Key)
উনার কী (Owner Key)
মেমো কী (Memo Key)

ডেলিগেশন (Delegation):

ডেলিগেশনের ব্যাপারটা সহজ ভাষায় বলতে গেলে, একটি জনগোষ্ঠীর ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিকে এক জায়গায় জড়ো করে বৃহৎ শক্তিতে রূপান্তরিত করা বুঝায়। যা ব্যবহার করে বৃহৎ কোন সুবিধা তৈরি করা যায়।

পাওয়ার আপ (Power Up):

পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাওয়ার আপ এর মাধ্যমে নিজস্ব কিছু শক্তি অর্জন করা যায়। যেগুলো দিয়ে নিজেই ভোটিং সাপোর্ট দেওয়া যায় এবং কিউরেশন রিওয়ার্ড অর্জনের সক্ষমতা তৈরি করা যায়।

ওয়ালেট নিয়ন্ত্রন (Controlling of Wallet):

ব্যাংক অ্যাকাউন্টে যেমন টাকা পয়সা গচ্ছিত রাখা হয়, ঠিক তেমনি স্টিমিট ওয়ালেটে ইউজারদের আর্ন করা বা ইনভেস্ট করা সমস্ত এসেস্ট জমা থাকে। স্টিমিট প্লাটফর্মে কাজ করতে হলে ওয়ালেট সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা আবশ্যক।

লেভেল টু এর প্রশ্ন ও তার উত্তর

Posting key এর কাজ কি ?

উওর:
এই কী টি কেবলমাত্র সোশ্যাল একটিভিটির কাজে ব্যবহার করা হয়। পোস্ট, কমেন্ট, ভোট দেওয়ার মত কাজগুলোর বাইরে কোন কাজ এই কী দিয়ে করা সম্ভব হবে না। এই কী দিয়ে অন্য কেউ হয়তো একাউন্ট থেকে ভোট দিতে পারবে, কমেন্ট করতে পারবে কিন্তু ওয়ালেট সংক্রান্ত কাজগুলো করতে পারবে না। তাই এটি একটি কম কম সেনসেটিক কী।
এক পলক দেখে নেয়া যাক এই কী দিয়ে কি কি কাজ করা যায়-

 পোস্ট ও কমেন্ট করা
 পোস্ট ও কমেন্ট এডিট করা
 আপভোট ও ডাউনভোট দেয়া
 কোন পোস্ট রিস্টিম (Resteem) করা
 কাউকে ফলো ও আনফলো করা
 কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা

Active key এর কাজ কি ?

উওর:
এই কী দিয়ে আমরা আমাদের আর্থিক কাজগুলো করতে পারি। তাই এই কী একটি সেনসিটিভ বিষয়। তাই বিশ্বস্থ মাধ্যম ছাড়া যেখানে সেখানে্ এই কী ব্যাবহার করা হতে বিরত থাকতে হবে। আবার এই কী টি একবার চুরি হয়ে গেলে যে কারো স্টিমিট একাউন্ট খালি হয়ে যেতে পারে।

এই কী দিয়ে যে সকল কাজ করা যায়:

 ট্রান্সফারের কাজ।
 পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
 SBD Steem কনভার্সন
 উইটনেস ভোট দেয়া
 কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেয়া
 প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন
 নতুন ব্যবহারকারী তৈরি করা ইত্যাদি।

Owner key এর কাজ কি ?

উওর:
এটি একধরনের মালিকানা সংক্রান্ত কী। ব্লকচেইনে মালিকানা প্রমাণ করতে এই কী দরকার হবে। যদি কোন ইউজারের কী হারিয়ে যায় বা অ্যাকাউন্ট হ্যাক হয় কী রিকভার করা বা একাউন্ট রিকভার করার ক্ষেত্রে এই কী সহযোগিতা করবে। এই কী যার কাছে থাকবে সেই কীন্তু একাউন্ট এর মালিকানা দাবি করতে পারবে। তাই অন্যান্য কী রিকভারির ক্ষেত্রে এই কী যেহেতু জরুরি তাই এই কী অবশ্যই অনেক বেশী সেনসিটিভ ।

এই কী দিয়ে কি কি কাজ করা যায়ঃ

 উনার, এক্টিভ ও পোস্টিং কী রিসেট করতে পারবেন
 একাউন্ট রিকভার করতে পারবেন
 ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারবেন।

Memo key এর কাজ কি ?

উওর:
কোন একটা সংকেতে পরিবর্তন করে অন্য কারো কাছে কোন প্রাইভেট মেসেজ পাঠাতে বা কারো কাছ থেকে কোন প্রাইভেট মেসেজ পেতে এই কী টি ব্যবহার করা হয়ে থাকে। আবার পরবর্তীতে এনক্রিপ্ট করে সেই মেসেজ গুলো দেখা যায়। সাধারণ ব্যবহারকারীদের জন্য এই কী সম্বন্ধে খুব বেশি জানাটা জরুরী নয়।

মেমো কী এর কাজ সমূহঃ

 এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে
 কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে

Master password এর কাজ কি ?

উওর:
মাস্টার পাসওয়ার্ড হলো স্টিমিট অ্যাকাউন্টের সবচেয়ে সেনসিটিভ কী। আমরা স্টিমিটে একাউন্ট করার পর একটি পাসওয়ার্ড পেয়ে থাকি। যেটা অনেক সময় আমরা নিজেরাই জেনারেট করে থাকি। আর এটাই হচ্ছে মাস্টার পাসওয়ার্ড । মাস্টার পাসওয়ার্ড কখনোই কাউকে দেওয়া যাবে না। স্টিমিট একাউন্টের সবগুলো কী মূলত তৈরি হয়েছে মাস্টার পাসওয়ার্ড এর ভিত্তিতে। তাই মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কী এর কার্যক্রম সম্পন্ন করা সম্ভব।

মাস্টার পাসওয়ার্ড এর বিষয় টি একটি উদাহরনের মাধ্যমে আরো পরিস্কার করে তুলা ধরা যায়-
দাবা খেলায় দেখা যায় কিস্তি বা নৌকা দিয়ে সোজাসোজি ডানে-বামে যতদূর ইচ্ছা চলাফেরা করা যায় আবার হাতি দিয়ে কোনাকুনি যে কোন দিকে যত ইচ্ছা চলাফেরা করা যায়। কিন্তু মন্ত্রী দিয়ে আবার সব দিকে যতদূর ইচ্ছা ততদূর আগাতে পারা যায়।

এখানেও যদি মাস্টার পাসওয়ার্ড এর কথা বলি তাহলে নৌকা, ঘোড়া, হাতি, সৈন্য ও রাজার কাজও এটা দিয়ে করতে পারা যায় অর্থাৎ এই মাস্টার পাসওয়ার্ড সবগুলো কী এর মাথা। তাই জন্য সবচেয়ে সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাস্টার পাসওয়ার্ড।

Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উওর:
একাউন্ট খোলার সময় যদি জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকে এবং টু স্টেপ ভেরিফিকেশন চালু করা থাকে তাহলে পাসওয়ার্ডগুলো গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারা যাবে ।পাসওয়ার্ড সম্বলিত যে পিডিএফ ফাইলটি জেনারেট হবে সে ফাইলটিকে এনক্রিপ্ট করে আপনার পেনড্রাইভে রাখতে পারবো।অবশ্য সে ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ডিক্রিপ্ট করা না হবে ততক্ষণ এটি হ্যাক হবেনা বা কারো কাজে লাগবেনা। তাই পাসোয়ার্ড নিরাপদ থাকবে।আবার বাড়িতে কোন সুরক্ষিত ডায়েরিতে অথবা প্রিন্ট আউট করে রেখে দিবো যেভাবে আমরা শিক্ষাজীবনের সার্টিফিকেট রাখি।

পাওয়ার আপ কেন জরুরী?

উওর:
স্টিমিটে যারা দীর্ঘমেয়াদি কাজ করবেন তাদের জন্য পাওয়ার আপ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাওয়ার আপ বলতে এখানে বুঝানো হচ্ছে স্টিম-কে পাওয়ার আপ করে স্টিম পাওয়ার-এ কনভার্ট করা বা উন্নীত করা। ওয়ালেটে বেশি স্টিম পাওয়ার (SP) থাকলে ভোট দিয়ে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পাওয়া সম্ভব। যারা খুব দ্রুত এখানে উন্নতি করতে চান তারা মার্কেট থেকে স্টিম ক্রয় করে পাওয়ার আপ করতে পারেন। আর যারা আস্তে আস্তে নিজেদের অবস্থানকে সমৃদ্ধ করতে চান তারা নিজেদের পোষ্টের মাধ্যমে যা আয় হয় তার থেকে একটা অংশ আস্তে আস্তে পাওয়ার আপ করে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারেন। পাওয়ার আপ এর মাধ্যমে আপনার স্টিমগুলো সুরক্ষিত থাকবে কারণ

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উওর:
নিম্নে পাওয়া-র আপ করার প্রসেস ছবির মাধ্যমে তুলে ধরা হলো-

ওয়ালেটে এক্টিভ কী দিয়ে লগ ইন করলে ওয়ালেটের অবস্থা দেখতে দেখতে পাওয়া যায়।.

powar up-1.png

Steem ব্যালেন্স এর পাশে ড্রপ ডাউন ম্যানুতে ক্লিক করলে কিছু অপশন আছে যেখানে পাওয়ার আপ বাটন আছে।

up2.png

আমি এমাউন্ট এর ঘরে ৫ লিখে ওকে করলাম।

up3.png

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

উওর:
সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার 03দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়

মেমো ফিল্ড এর কাজ কি?

উত্তর:
কাউকে লিকুইড স্ট্রিম পাঠাতে যে সংকেত ব্যবহার করা হয় তাকে মেমো ফিল্ড বলে । STEEM অথবা SBD উইথড্র করতে চাইলে এক্সচেঞ্জবল সাইট আমাদেরক একটি মেমো ফিড দেয় । যা ব্যবহার করলে এক্সচেঞ্জবল সাইটটি আমাদের সহজেই ভেরিফাই করে থাকে।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তর:
ডেলিগেশন কার্যকর হয়ে যায় সাথে সাথেই। তবে আনডেলিগেট কার্যকর হতে ৫ দিন সময় লাগে অর্থাৎ পাঁচ দিন পরে ক্যানসেল করা ডেলিগেশন ফিরে আসে।

ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তর:
@Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় 3০০ এস.পি লিখতে হবে।

লেভেল টু এর স্টাডি ক্লাস হতে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, লিখিত পরীক্ষার মাধ্যমে তা সহজ ও সাবলিল ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি।

আশা করি সম্মানিত এডমিন প্যানেল এবং মডারেটর গন আমার ভুল সমুহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজ বিদয়া নিচ্ছি।

ভাল ও সুস্থ্য থাকবে সবাই।

মাকসুদা আক্তার
ঢাকা, বাংলাদেশ
লেভেল টু এর সদস্য
আমার বাংলা ব্লগ

Sort:  
 2 years ago 

স্টিমিট প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হলে আপনাকে এবিবি স্কুলের ক্লাস গুলো যথাযথভাবে করতে হবে। তাহলে সফলতা অর্জন করতে পারবেন। আপনার এই ধরনের অর্জনকে সবসময় সমর্থন করি।

 2 years ago 

হ্যাঁ , সত্যিই স্টিমিট প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হলে এবিবি স্কুলের ক্লাস গুলো যথাযথভাবে করতে হবে। তাহলে সফলতা অর্জন করা সহজ হবে।

 2 years ago 

আপনার পোস্ট দেখে বুঝতে পারছি আপনি লেবেল ২ থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। লেবেল টু এর প্রতিটি বিষয় আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এভাবে ইনশাআল্লাহ প্রতিটি ধাপ সফলতার সাথে অতিক্রম করুক এই কামনা করছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জি ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সময় নিয়ে আমার পোস্ট পড়ার জন্য। আপনারাা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার নিজের অর্জন দিয়ে এখানে প্রতিটি ধাপ অতিক্রম করতে পারি।

 2 years ago 

ওয়ালাইকুম আসসালাম, আপনার লিখিত পরীক্ষার প্রশ্নোউত্তর দেখে বুঝতে পারছি । লেভেল-০২ থেকে আপনি কী সিকিউরিটি বিষয়ে অনেক কিছু শিখতে পেরেছেন । খুব সুন্দর ভাবে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন ।
তবে আপু ট্যাগের দিকে তাকিয়ে কেমন যেন লাগছে । আপনি প্রাসঙ্গিক আরো কিছু ট্যাগ ব্যবহার করলে ভাল দেখাতো ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনার পরামর্শ অনেক সুন্দর । আমি আমার পোস্ট এর ট্যাগগুলো পরিবর্তন করে দিয়েছে।

 2 years ago 

লেভেল ২ এর পরীক্ষা দিয়েছেন দেখে খুব ভালো লেগেছে আপু। এভাবে খুব সুন্দর ভাবে সামনের পরীক্ষাগুলো দিয়ে ভেরিফাইড হয়ে যান। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে । দোয়া করবেন, যেন আমি সামনের পরীক্ষাগুলো দিয়ে ভেরিফাইড হতে পারি।

খুব সুন্দর করে লেবেল টু এর পরীক্ষাটি দিয়েছেন। আপনার পোস্টটি দেখে মনে হয় লেবেল টু থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

 2 years ago 

জি সত্য আমি লেভেল টু থেকে অনেক কিছু শিখতে পেরেছি।

 2 years ago 

আমাদের এবিবি স্কুলের মাধ্যমে আপনি জ্ঞান লাভ করেছেন আর সেখানে শিখেছেন কিভাবে আপনার একাউন্ট নিরাপদ রাখবেন। আপনার অর্জিত জ্ঞানের আলোকে এই পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ। আমার পোস্টটি পড়ার জন্য।

 2 years ago 

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

প্রশ্নের উত্তরটা ঠিক করে দিন। যেকোনো একটা উত্তর হবে

 2 years ago 

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

প্রশ্নের উত্তরটা ঠিক করে দিয়েছি।

 2 years ago 

সঠিক হলোনা। যেকোনো একটা উত্তর লিখুন।

 2 years ago 

জি লিখেছি।

 2 years ago 

আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে। হাঁটি হাঁটি পা পা করে অনেক বিষয়গুলো স্পষ্ট ধারণা পেয়ে গেছেন। অনেক সুন্দর ভাবে উপস্থাপনা সহ বিষাদ ভাবে বিষয়গুলোকে স্পষ্ট করেছেন। ভালো থাকবেন আমার জন্যও দোয়া করবেন। শুভকামনা আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61263.81
ETH 2676.81
USDT 1.00
SBD 2.59