ছেলেবেলার হারিয়ে যাওয়া স্কুলের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আজ শনিবার, ৩রা ডিসেম্বর ২০২২ ইং
১৬ ই অগ্রাহয়ণ ১৪২৯ বঙ্গাব্দ

হ্যালো, বন্ধুরা কেমন আছেন? আশা করি বেশ ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালই আছি।

শিক্ষা জীবনটা হলো আমাদের জীবনে অনেক স্মৃতিময়। আমাদের সকলকেই শিক্ষা জীবনে স্কুলের পাঠ শেষ করে কলেজ আর বিশ্ববিদ্যালয়ে পা রাখতে হয়েছে। যে যত বড় শিক্ষিতই হোক না কেন,সে তার জীবন দর্শায় কখনও স্কুল জীবন কে ভুলতে পাড়ে না। কারন তার শিক্ষা জীবনের হাতে খড়িটা যে স্কুল জীবন।

সেই যে ছেলেবেলায় স্কুল জীবনের পাঠ শেষে করে,কলেজ আর বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে এসেছি। আজও সেই স্কুল জীবনটাকে মুছে ফেলতে পারিনি জীবন থেকে। আমার মনে হয় শুধু আমি কেন,পৃথিবীর কোন মানুষই পারেনি। তাই তো আজ ছেলেবেলার সেই হারিয়ে যাওয়া স্কুল এর একটি ডিজিটাল আর্ট করে ফেললাম আপনাদের জন্য। যদি আমার এই আর্টটি কিছুক্ষণের জন্য আপনাদের কে সেই ছেলেবেলার স্কুল জীবনে নিয়ে যেতে পারে, তাহলেই আমি স্বার্থক হবো।

png.png

Made By-@maksudakawsar

ছেলেবেলার হারিয়ে যাওয়া স্কুলের পেইন্টিং

পেইন্টিং এর ধাপ সমূহ

ধাপ-১

1.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

2.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

প্রথমে একটি সাদা পেইজ নিতে হবে। তারপর পেইজটি তে স্কুল আঙ্কন করার জন্য পেন্সিল দিয়ে দাগটেনে চতুরভূজ আকারের একটি চারকোনা বক্স বানাতে হবে।

ধাপ-২

3.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

4.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

5.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার বক্স অঙ্কন করা সেই চতুরভোজ আকৃতির বাম আর ডান পাশে পেন্সিল দিয়ে আরও দুটি চতুরভূজ আকারের বক্স তৈরি করতে হবে। এবার প্রথম এবং বড় বক্সটির উপরের অংশে আরও একটি বক্স আঙ্কন করতে হবে। যেন নতুন তৈরি করা বক্সটির অর্ধেক অংশ প্রথম বক্সটির ঘরের ভিতরে আর অপর অংশ বক্সের বাহিরে থাকে।

ধাপ-৩

6.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

7.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার প্রথম বক্সের উপরে যে বক্স অঙ্কন করা হয়েছে সেখানে মাঝের দাগটি দুই পাশ থেকে পেন্সিল দিয়ে টেনে বড় করতে হবে। তারপর পেন্সিল দিয়ে দুই পাশের দাগ কে উপরের দিকে চালের মত করে দুই পাশে দুইটা এবং সুজা লাম্বা করে একটি দাগ টেনে স্কুল ঘরের চাল বানাতে হবে।

ধাপ-৪

9.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

10.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

প্রথমে অঙ্কন করা বক্সের উপর দিকে যে বক্স তৈরি করা হয়েছিল তার মাঝখানে পেন্সিল দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। এরপর ত্রিভুজ এর ভিতরে পেন্সিল দিয়ে গোল করে ঘড়ি অঙ্কন করতে হবে।

ধাপ-৫

12.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

11.0.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এরপর মাঝখানে যে বড় বক্স তার ‍দুপাশের দুটি বক্সের উপর দিকে পেন্সিল দিয়ে দাগ টেনে উপরে চালের সাথে মিশিয়ে দিতে হবে এবং বক্স দুটি বন্ধ করে দিতে হবে।

ধাপ-৬

13.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

14.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার পেন্সিল দিয়ে বড় বক্সের মাঝখানে দরজা এবং দুইপাশের দুটি ছোট বক্সে দুটি করে চারটি জানালা বানিয়ে নিতে ।

ধাপ-৭

15.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার স্কুলের নিচে সিঁড়ি এবং স্কুলের মাঠে কয়েকজন ছাত্র-ছাত্রীর ছবি অঙ্কন করে নিলাম।

ধাপ-৮

16.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার যেখানে সিঁড়ি এবং ছাত্র-ছাত্রীর ছবি অঙ্কন করা হয়েছে, তার দুপাশে দুটি সবুজ ঘাসের মাঠ অঙ্কন করে নিতে হবে।

ধাপ-৯

17.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার সমস্ত স্কুল এর সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রথমে সমস্ত পৃষ্ঠাটিকে ব্রাশ দিয়ে হালকা আকাশী রং এর কালার করতে হবে।

ধাপ-১০

18.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

19.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার অঙ্কন করা স্কুল টিকে আকর্ষনীয় করতে স্কুলের চাল, দরজা, জানালা, সিঁড়ি , মাঠ আর ত্রিভজ কে ব্রাশ দিয়ে সুন্দর করে রং করে নিতে হবে।

ধাপ-১১

20.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

21.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার স্কুলের সামনের অংশটিকে ব্রাশ দিয়ে হালকা এ্যাশ রং এর রং করার পর উপরের হলুদ বক্সটিতে টেক্সট সিলেক্ট করে স্কুল শব্দটি লিখে দিতে হবে। হয়ে গেল ছেলেবেলার সে হারানো স্কুল এর ছবির পেইন্টিং।

উপস্থাপনা

png.png

বন্ধুরা বন্ধুরা ছেলেবেলার হারিয়ে যাওয়া স্কুলের পেইন্টিং করার সময়ে এর প্রতিটি ছবি আপনাদের মাঝে শেয়ার করার জন্য স্কিনশর্ট নিয়ে রেখেছি। আজকে আমার এই পেইন্টিং টি দেখে কার কার ছেলেবেলার কথা মনে হচ্ছে বলুন তো ? আমি আমার সবটুকু জ্ঞান ও সৃজনশীলতা দিয়ে আজকের ব্লগটি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু সফল হতে পেরেছি।

কেমন লাগলো আমার আজকের ব্লগটি? জানার অপেক্ষায় রইলাম।

আপনারা ভাল ও সুস্থ্য থাকুন।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপু, স্কুল এবং স্কুলের ফ্রেন্ডের কখনও ভুলা যায় না।সবসময়ই স্কুলের কথা মনে পরে।আসলে ১০ টা বছর এখানেই কাটানো লাগে তাছাড়া জীবনের শুরু টা হয় স্কুল দিয়ে।যাই হোক আপনি বেশ ভালো একেঁছেন বিদ্যালয় পেইন্টিং ।কালার কম্বিনেশন টাও বেশ ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তা কি কখনো ভোলা যায়? স্কুল জীবন তো হলো জীবনের প্রথম ভালো লাগার জায়গা।

 2 years ago 

শিক্ষাজীবনের হাতে খড়ি স্কুল জীবন কথাটি যথার্থই বলেছেন আপু। আর তাইতো আমরা কেউ কখনোই স্কুল জীবনের ফেলে আসা দিনগুলো ভুলতে পারিনি। পরবর্তী সময়ে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পাঠদান হোক না কেন, তা কখনোই স্কুল জীবনের মত হতে পারে না। আর আপনার স্কুলের পেইন্টিংটি দেখে সত্যিকার অর্থেই সেই স্কুল জীবনের পুরনো স্মৃতিতে ফিরে গিয়েছে। ধন্যবাদ আপু, আপনার পেইন্টিং এর মাধ্যমে ছেলেবেলার স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।

 2 years ago 

যাক ভাইয়া নিজেকে ধন্য মনে করছি। আমার পেইন্টিং এর মাধ্যমে আমি আপনাকে আপনার ছেলেবেলার স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে যেতে পেরেছি।

 2 years ago 

আপু আপনি একদম ঠিক বলেছেন! স্কুল জীবনটাকে আসলে আমরা কখনই ভুলতে পারিনা। জীবনের বেস্ট সময় কাটে স্কুলে! যায়হোক, আপনার আর্টের মাধ্যমে স্কুলটাকে ফুটিয়ে তুলেছেন। আপনাকে ধন্যবাদ আপু

 2 years ago 

আসলে ভাই বলুনতো স্কুল জীবনটা কি কখনো ভুলা যায়?

 2 years ago 

আসলে আপু স্কুলের ফ্রেন্ড গুলোই আজীবন পাশে থেকে যায়। আর হ্যাঁ আপনার অংকন করা এই স্কুলের ছবি একদম আমার সেই প্রাইমারি স্কুলের বাস্তব রূপ হিসেবে ফুটিয়ে তুলেছেন। প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করে কিভাবে এমন সুন্দর স্কুল অংকন করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন।

 2 years ago 

যাক ভাই তাহলে আমি ধন্য। আপনার সেই প্রাইমারি স্কুলের মত করে স্কুল অঙ্কন করতে পেরেছি বলে।

 2 years ago 

আপনি খুবই চমৎকারভাবে ছেলেবেলায় হারিয়ে যাওয়া স্কুলের অনেক চমৎকার একটি ডিজিটাল অংকন শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। মানুষের যত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ুক না কেন কিন্তু তার লেখাপড়ার শুরুটা স্কুল দিয়েই হয় আর এই স্কুলটাকে কেউ কখনোই মন থেকে মুছে ফেলতে পারে না। এই স্কুলের সঙ্গে জড়িয়ে থাকে আবেগ এবং ভালোবাসা। চমৎকার একটি স্কুলের ডিজিটাল অংকন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মানুষের যত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ুক না কেন কিন্তু তার লেখাপড়ার শুরুটা স্কুল দিয়েই হয় আর এই স্কুলটাকে কেউ কখনোই মন থেকে মুছে ফেলতে পারে না। এই স্কুলের সঙ্গে জড়িয়ে থাকে আবেগ এবং ভালোবাসা।
কথাগুলো যথার্থই সত্য।

 2 years ago 

আসলেই তাই আপু, স্কুল জীবন কখনোই ভুলার মতো না। আমাদের সবার জীবনেরই খুব সুন্দর কিছু মুহূর্ত কাটে এই স্কুল জীবনে। যাই হোক, আপনি খুব সুন্দর ভাবে স্কুলের পেইন্টিংটি করেছেন। প্রতিটি ধাপ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হুম সত্যিই তো আমাদের সারাটা জীবন কাটে স্কুল জীবনের স্মৃতি গুলোকে আঁকড়ে ধরে।

 2 years ago 

আসলেই আপু সেদিনের কথাগুলো মনে পড়লে এখনো খারাপ লাগে। ইচ্ছে হয় যদি আবার সেই স্কুল কলেজে লেখাপড়া করতে পারতাম। পুরনো স্মৃতিকে জাগ্রত করার লক্ষ্যে দারুন ভাবে একটা স্কুলের চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন।

 2 years ago 

যাক ভাইয়া তাহলে আমি আপনাদেরকে পুরনো স্মৃতি মনে করাতে পেরেছি।

 2 years ago 

সত্যিই আপু ১০ টি বছরের স্কুলের স্মৃতি ভোলা যায় না। আপনি খুব সুন্দরভাবে স্কুলের চিত্রটি অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে। কালারটাও দারুন লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপু ।এত সুন্দর ভাবে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু যে যেখানেই যাক না কেন স্কুল জীবন কখনোই ভুলতে পারেনা।সবার জীবনের বিশেষ একটা সময় এটি।আপনার আর্ট গুলো আমার স্কুল জীবনকে সত্যি মনে করিয়ে দিল।কিন্তু আমার স্কুল টা এরকম রঙিন ছিলনা।টিনের ঘরের ছিল,খুবই সাদামাটা কেজি স্কুল তো।এখন বিল্ডিং হয়েছে, রঙিন।কিন্তু আগের সব টিচার নেই।তবে সেই টিনের ঘরের স্কুলে কত মজা করেছি কত স্মৃতি যা কখনোই ভুলতে পারিনা।dhonnoabf

 2 years ago (edited)

আপু আপনার মত আমারও স্কুল টিনের ঘরের ছিল। সেটা এখন রঙিন বিল্ডিং।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66750.09
ETH 3474.88
USDT 1.00
SBD 2.80