একটি সাইকেলের ডিজিটাল আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আজ ২৭শে ডিসেম্বর ২০২২ ইং
১২ই পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ

হ্যালো, বন্ধুরা কেমন আছেন? আশা করি বেশ ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভাল আছি

মানুষ এক আজব প্রাণী। আজব এই পৃথিবীতে মানুষ ছুটে চলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। আর এই ছুটে চলার মধ্যে মানুষ বয়ে আনে কখনও কখনও সুখ আর কখনও বা দুঃখ। সুখ দুঃখের লীলা খেলায় থেমে থাকে না তার চলার পথ। আর মানুষের এই ছুটে চলা হলো চাকার মত। মানুষ তো আসলেই একটা চাকার গাড়ী।

সেই ছেলেবেলায় খুব সখ ছিল সাইকেল চালানোর। কিন্তু কখনও আমার সাইকেল চালানো বা সাইকেলে চলা হয়ে উঠেনি। কারন বাবা মা কখনও সাইকেল চালানো পছন্দ করতো না। সেই থেকেই মনের ইচ্ছে মনেই রয়ে গেল।তাইতো আজ সেই ছেলেবেলার সাইকেল চালানোর সখ থেকেই মনে নতুন করে ইচ্ছে জাগলো একটি সাইকেলের ডিজিটাল আর্ট করার। জানিনা কতটুকু পেরেছি।

13.png

Made By-@maksudakawsar

একটি সাইকেলের ডিজিটাল আর্ট

ধাপ-১

1.1.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

1.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

প্রথমে একটি সাদা পেইজ নিতে হবে। তারপর পেইজটি তে একটি গোল বৃত্ত অঙ্কন করতে হবে।

ধাপ-২

2.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

3.1.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার বৃত্তাকার বলটির মাঝখানে উপর নীচ এবং পাশাপাশি চারটি রেখা টানতে হবে। তারপর সেই চারটি রেখার মাঝে আরও অনেক গুলো রেখা টানতে হবে। তবে রেখাগুলো সব এক বিন্দুতে এসে ঠেকতে হবে।

ধাপ-৩

4.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার অঙ্কিত চাকার মাঝখানে অর্থাৎ যেখানে সব রেখাগুলো মিল হয়েছে, সেখানে ছোট একটি বৃত্তাকার বল তৈরি করে বলটির মাঝখানের সব দাগগুলো কে ইরেজার দিয়ে মুছে দিতে হবে।

ধাপ-৪

5.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

6.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার বৃত্তাকার বলটির বাহিরের দিকে আরও দুটি বৃত্তাকার বল অঙ্কন করতে হবে। তবে প্রথম বলটি আঙ্কন করতে হবে একটু হালকা পেন্সিল দিয়ে। আর দ্বিতীয় বলটি অঙ্কন করতে হবে একটু মোটা পেন্সিল দিয়ে।

ধাপ-৫

7.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার অঙ্কিত চাকার নীচে একটি লম্বা দাগ অঙ্কন করতে হবে। তারপর অঙ্কিত চাকাটি সিলেক্ট করে কপি করতে হবে। এবার অঙ্কিত প্রথম চাকাটি কপি করে পাশেই তা পেস্ট করে দিতে হবে। এমন ভাবে বসাতে হবে যাতে দেখেই মনে হয় একটি সামনের চাকা। আর একটি পেছনের চাকা।

ধাপ-৬

8.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার সামনের চাকার মাঝখানের ছোট বৃত্তাকার বলটি হতে দুটি সোজা দাগ টেনে তার মাঝখানে আরও চারটি ছোট ছোট দাগ টেনে দিতে হবে। তারপর সামনের চাকা হতে কিছু দাগ টেনে সাইকেলের সামনের অংশ তৈরি করতে হবে। তারপর গোল বৃত্ত করে নীচে পেন্ডেল বসানোর জন্য গোলাকার বৃত্ত অঙ্কন করতে হবে।

ধাপ-৭

9.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার আবার লম্বা দাগ টেনে সাইকেলের পিছনের অংশ অঙ্কন করে নিতে হবে। দাগগুলো এমন ভাবে অঙ্কন করতে হবে যেন তা ত্রিভুজ আকৃতির হয় এবং পিছনের চাকার সাথে সংযুক্ত হয়। তার পর সাইকেলের উপরে বসার জন্য একটি সিট বানিয়ে দিতে হবে।

ধাপ-৮

10.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার সাইকেলের নীচের অংশে দুটি পেন্ডেল অঙ্কন করে নিতে হবে।তারপর সাইকেলের সামনের অংশের উপরে বেল বানিয়ে নিতে হবে।

ধাপ-৯

11.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এরপর সাইকেলের উপরের অংশটুকু নির্ধারিত রং দিয়ে একটু কালার করে নিতে হবে। যাতে করে সাইকেলটি দেখতে সুন্দর লাগে।

ধাপ-১০

12.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এরপর সাইকেলের চাকার নীচের লম্বা দাগটি ইরেজার দিয়ে ভাল করে মুছে দিতে হবে এবং সম্পন্ন সাইকেলটিতে একটি হালকা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো বন্ধুরা হয়ে গেল আমার ছেলেবেলার না চড়তে পারা সাইকেল অঙ্কন।

উপস্থাপনা

13.png

বন্ধুরা তো অঙ্কন করে ফেললাম আপনাদের জন্য একটি সাইকেলের ডিজিটাল আর্ট ।পেইন্টিংকরার সময়ে এর প্রতিটি ছবি আপনাদের মাঝে শেয়ার করার জন্য স্কিনশর্ট নিয়ে রেখেছি।

কেমন লাগলো আমার আজকের ব্লগটি? জানার অপেক্ষায় রইলাম।

আপনারা ভাল ও সুস্থ্য থাকুন।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

Sort:  
 2 years ago 

মানুষ তো এক আজব প্রাণী আপনি সঠিক বলেছেন।আসলে মানুষ এই দুনিয়াতে কত কিছু করে নিজের সুখের জন্য।আপনার ছোটবেলায় অনেক শখ ছিল সাইকেল চালানোর কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি।ছোটবেলার স্মৃতিকে কেন্দ্র করে খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট এর মাধ্যমে সাইকেল তৈরি করেছেন।বেশ ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন আপনার মন্তব্যটি পড়ে বেশ ভালই লাগলো ।

 2 years ago 

ডিজিটাল আর্ট দেখতে খুব ভালো লাগে। আমি যদি ও ডিজিটাল আর্ট করতে পারি না। আপনি ডিজিটাল আর্টের মাধ্যমে খুব সুন্দর একটা সাইকেল আর্ট করেছেন।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু চেষ্টা করলেই পারবেন । আমিও আগে ডিজিটাল আর্ট করতে পারতাম না।

 2 years ago 

সাইকেলের চাকার মত মানুষের জীবনে ঘুরছে। ছোটবেলায় আমারও খুব ইচ্ছে ছিল সাইকেল চালানো শেখার। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যাইহোক আপনি সুন্দরভাবে ডিজিটাল আর্টের মাধ্যমে সাইকেলের চিত্রটি তুলে ধরেছেন দেখে ভালো লাগলো আপু। আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

সত্যি বলেছেন আপু সাইকেলের চাকার মত মানুষের জীবন ঘুরছে।

 2 years ago 

অনেক মেয়েরই সাইকেল চালানোর শখ থাকে কিন্তু পরিবারের কারনে তারা সেই শখ পূরণ করতে পারে না। আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকারভাবে একটি সাইকেলের ডিজিটাল আর্ট শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এই আর্ট দেখে যেন মনে হচ্ছে এটা সত্যিকারের একটি সাইকেল।

 2 years ago 

জি ভাই অনেক মেয়ের মত আমিও আমার এই শখ পূরণ করতে পারেনি।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু এই পৃথিবীতে মানুষ তার জীবনে প্রয়োজনের ক্ষেত্রে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলে। ছোটবেলায় আপনার অনেক সাইকেল চালানোর ইচ্ছা ছিল তবে চালাতে পারেননি। শুনে খারাপ লাগলো। তবে আমি সাইকেল চালাতে পারি। সাইকেল চালিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। আর সেই সাইকেল নিয়ে অনেক সুন্দর ডিজাইন করেছেন। পুরো সাইকেলের ডিজাইন টি দেখতে সুন্দর লাগছে।

 2 years ago 

ভালো লাগলো জেনে আপনি সাইকেল চালাতে পারেন ।

 2 years ago 

আপু আপনি এত সুন্দর ডিজিটাল আর্ট করতে পারেন জানা ছিল না।আপনি খুব সুন্দর একটি সাইকেলের ডিজিটাল আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।ধন্যবাদ এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আর্ট আপনার কাছে বেশ ভালো লেগেছে বেশ ভালো লাগলো আপু।

 2 years ago 

আর্ট আমরা কমবেশি সবাই ভালবাসি। টুকটাক আর্ট করতে আমরাও বেশ পছন্দ করি। আপনার আজকে শেয়ার করা আর্ট টি অত্যন্ত সুন্দর হয়েছে আপু। সাইকেলের এত সুন্দর একটি ডিজিটাল আর্ট সবাইকে মুগ্ধ করে দেবে। অনেকদিন পর এত সুন্দর একটি ডিজিটাল আর্ট দেখতে পেলাম। এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের কমিউনিটিতে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ডিজিটাল আর্ট টি এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা প্রশংসার যোগ্য।

 2 years ago 

এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য আপনার প্রতি রইল অসংখ্য ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58474.85
ETH 2500.10
USDT 1.00
SBD 2.39