জেনারেল পোস্ট- অসুস্থতাও এক প্রকার ভোগান্তি || written by@maksudakar ||

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম

অসুস্থতাও এক প্রকার ভোগান্তি

শুভ রাত্রি আমার ভালোবাসার কমিউনিটির সকল বন্ধুদের কে। আজও সকলের সুস্বাস্থ্য এবং ‍সুন্দর জীবন কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগটি। আশা করি সবাই বেশ ভালো আর উজ্জীবিত আছেন। আমি আজ বেশ কিছুদিন পর একটু সুস্থতা অনুভব করছি। আর তাই আজ মনটা বেশ দারুন লাগছে। তবে এই কদিনে বেশ ভালোই বুঝে গেছি যে সুস্থতা জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ । কতটা অসহায় হয়ে পড়ে একজন অসুস্থ মানুষ। ভয় আর উৎকণ্ঠায় কাটে তার অসুস্থ সময় গুলো। দেহের সাথে যেন তার মনটাও মরে যায়। নিজেকে আবিষ্কার করে নতুন রূপে। বন্ধুরা আজ আমি চেষ্টা করবো আমার পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে নতুন কিছু কথা তুলে ধরতে । আশা করি আমার আজকের পো্স্ট পড়ে আপনাদের বেশ ভালো লাগবে।

anxieties-257346_1280 (1).jpg

source

দিন দিন চারদিকে বেড়েেই চলেছে দ্রব্যমূল্যের দাম। বেড়ে চলেছে ভেজাল খাবারের পরিমান। আর সেই সাথে বেড়ে চলেছে মানুষের রোগ ব্যাধিও । ডাক্তারের সংখ্যা আর হাসপাতালের সংখ্যার কথা তো বলে শেষ করা যাবে না। মানুষ অসুখে পড়লে তো এখন আর হারিকেন দিয়ে ডাক্তার খোঁজে বের করতে হয় না। আগের দিনে যেখানে দশ গ্রাম খুঁজে খুঁজে ডাক্তার পাওয়া যেত না, সেখানে আজকাল বাসা হতে বেড়ে হলেই ডাক্তারের অভাব নেই। মানুষ এখন হিমশিম খাচ্ছে কোন ডাক্তার রেখে কোন ডাক্তার দেখাবে। কোন ডাক্তারের ঔষধ খেলে সে সুস্থ হয়ে যাবে সেটা কিন্তু অসুস্থ ব্যাক্তি নিজেও জানেনা।

আর এই অসুস্থ মানুষ গুলো যখন ছুটে চলে হাসপাতালে তখন তার ভোগান্তির যেন কোন শেষ থাকে না। আগের দিনে শুনেছি যে কবিরাজ বা ডাক্তার সাহেব নাকি হাতের নাড়ি ধরেই বলে দিতে পারতেন যে অসুস্থ মানুষটির কি সমস্যা। আর এখন তো দেখছি দিনে দিনে নতুন নতুন আবিস্কার বাড়ছে। এখন ডাক্তারের কাছেই গেলেই হাতে পেতে হয় এই বড় একটা পরীক্ষার তালিকা। এই টেস্ট, সেই টেস্ট করতে করতে রোগীর অবস্থা হয়ে পড়ে সূচনীয়। এখনকার যুগে টেস্ট না করলে নাকি রোগীর রোগ ধরা পড়ে না। যাও আবার রোগীর রোগ ধরা পড়ে ঔষধ খেতে খেতে তো জীবনই শেষ। তাও তো আবার বিড়ম্বনার শেষ নেই।

সমাজে যারা সামর্থ্যবান, যারা অর্থশালী তাদের জন্য তো রয়েছে বেসকারী হাসপাতাল। কিন্তু সেখানেও নেই শান্তি। আজকাল ডাক্তারা এক দিনে এত এত রোগী দেখে যে একজন রোগী সিরিয়াল দিয়ে ডাক্তার দেখাতে চাইলে দু তিন ঘন্টার আগে ডাক্তার দেখাতে পারে না। তাও আবার এমন কিছু ডাক্তার আছেন যাদের কে দেখাতে চাইলে নিদিষ্ট সিরিয়ালে দেখাতে চাইলেও বেশ আগে থেকে যেয়ে বসে থাকতে হয়। তা না হলে সিরিয়াল ব্রেক হওয়ার সম্ভবনা থেকে যায়। তার উপর তো আসে পরীক্ষার ঝামেলা। খালিপেট , ভরাপেট, রিপোর্ট ইত্যাদি। আজকাল আবার প্রাইভেট ক্লিনিক গুলোতেও দেখছি পরীক্ষার জন্য সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়। যা সত্যিকারের অর্থে একজন রোগীর জন্য বিড়ম্বনার।

এদিকে আবার রয়েছে ঔষধ। দিনে দিনে যেমন বাড়ছে রোগ ব্যাধি, তেমনি করে বাড়ছে বিভিন্ন ঔষধ কোম্পানী। আজকাল তো ডাক্তারের চেম্বার হতে বের হলেই ঘিরে ধরে মার্কেটিং এর লোক। ডাক্তার সাহেব তাদের কোম্পানীর ঔষধ লিখেছে কিনা, আর লিখলেও কয়টা লিখেছে। আবার শুনছি আজকাল নাকি বিভন্ন রকমের ভেজাল ঔষধে বাজার সয়লাব। তাই তো আজকাল ঔষধ খেতেও ভয় লাগে। আর তো রইল আকাশ চুম্বী ঔষধের দাম। সব মিলিয়ে সামর্থহীন মানুষ ‍গুলো আজ নিরুপায়। কি যে করবে তারা ? তারা নিজেরাই তো জানে না।

এইদিকে সরকারি হাসপাতালের সে অবস্থা তাতে তো সহজে কোন রোগীর পক্ষে ডাক্তার দেখানোও বেশ মুশকিল। প্রতিদিন হাজার হাজার রোগী আসে আউটডোরে ডাক্তার দেখাতে। এদিকে সরকারি হাসপাতালের আউটডোরে প্রতিদিন দুপুর দুটা পর্যন্ত রোগী দেখা হয়। এই অল্প সময়ের মধ্যে সময় নিয়ে এত রোগী দেখা তো বেশ কষ্টের বিষয়। তাই রোগীরা কতটুকু মানসম্মত সেবা পায় বিনা পয়সায় সেটাও কিন্তু ভানা চিন্তার বিষয়। তাছাড়া সরকারি আউটডোর গুলো তে কিন্তু অধ্যাপক বা সহকারি অধ্যাপক বা সহযোগী অধ্যাপক বসেন না। তাদের কে দেখাতে হলে অবশ্যই আউটডোর হতে রেফার করতে হবে। এদিকে যদিও সরকারি হাসপাতালে পরীক্ষার ফি বেসকারি ক্লিনিক হতে অনেক কম। কিন্তু সেই টেষ্ট করাতে কিন্তু পড়তে হয় অনেক ভুগান্তিতে।

সব মিলিয়ে সরকারি বা বেসরকারি যেই হাসপাতালের কথা বলেন না কেন, সব জায়গাতেই চিকিৎসা করাতে রোগীকে পড়তে হয় এক বিশাল বিড়াম্বনায়। আর তাই একজন অসুস্থ মানুষ হলো বর্তমান পৃথিবীতে বড়ই অসহায়। অসুস্থ হলে তাকে হতে হয় ভোগান্তির স্বীকার। আর এ জন্যই কিন্তু আমাদের নিজেদের সচেতন নিজেদেরকেই হতে হবে। এগিড়ে চলতে হবে সকল প্রকার অস্বাস্থ্যকর খাবার দাবার। দেহে বৃদ্ধি করতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। তাহলে হয়তো আমরা অনেকটাই বেচেঁ যাবো অসুস্থতার হাত হতে। আর আমাদের কে এতটা ভোগান্তির মধ্য দিয়েও সময় পার করতে হবে না।

আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।

❤️ধন্যবাদ সকলকে❤️

image.png

Add a heading (1).png

image.png

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

বর্তমানে অসুস্থ হলে ভোগান্তির শেষ নেই। হসপিটালে গেলেই নানান ধরনের টেস্ট আর টেস্ট। আসলে সব ব্যবসা। আমাদের দেশের প্রধান কয়েকটি সেক্টরে সবচেয়ে বেশি দুর্নীতি চলে। আর সেজন্য দিনদিন সাধারণ মানুষের অবস্থা করুণ হয়ে যাচ্ছে। ডাক্তারের চেম্বার থেকে বের হবার সাথে সাথেই মার্কেটিং এর লোকজন প্রেসক্রিপশন চেক করে। কারণ দোষ তো ডাক্তারদের,তারা ঔষধ কোম্পানি থেকে প্রতিনিয়ত কমিশন পাচ্ছে, বিদেশ ভ্রমণের খরচ পাচ্ছে, গাড়ি পাচ্ছে। তাইতো তারা রোগীদের স্বার্থের কথা চিন্তা না করে, ঔষধ কোম্পানির লাভের চিন্তা করে। যাইহোক চমৎকার লিখেছেন আপু। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

বেশ সাবলীল একটি মন্তব্য করেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 10 months ago 

আমাদের প্রত্যেকটা মানুষের জন্য সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অসুস্থ হলে আমাদের কোন কিছুই ভালো লাগেনা। অসুস্থ হলে এখন অনেক কিছুর ভোগান্তি সহ্য করতে হয়। অনেক বেশি ভোগান্তি সৃষ্টি করে এই অসুস্থতা। আপনি আজকে এই অসুস্থতা কে তুলে ধরে আজকের পোস্টটা সম্পূর্ণভাবে লিখেছেন দেখে আমার কাছে পুরোটা ভালো লেগেছে।

 10 months ago 

জি আপু আপনার সাবলিল মন্তব্য দেখে আমারও বেশ ভালো লাগছে। ধন্যবাদ আপু আপনাকে

 10 months ago 

আসলে সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া অনেক বড় নেয়ামত। আর অসুস্থতা কারো কাছেই ভালো লাগেনা। আমরা অসুস্থ হলে বুঝতে পারি সুস্থ থাকাটা আমাদের জন্য কতটা জরুরী। অসুস্থ হলে অনেক রকম ভোগান্তির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। আর এই ভোগান্তি টা একটুও ভালো লাগেনা। আপনার পোস্টগুলো আমি সব সময় অনেক বেশি পছন্দ করি। তেমনি আজকের এই পোস্টটাও ভালো লেগেছে।

 10 months ago 

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্ট ‍গুলো পড়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45