নাটক রিভিউ- যে প্রেম এসেছিল||Drama Review|

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

নাটক রিভিউ- যে প্র্রেম এসেছিল

শুভ বিকেল ভালোবাসার আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবার। সবার সুসাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। বিনোদন হলো আমাদের জীবনের একমাত্র চালিকা শক্তি। আর চালিকা শক্তিই বা হবে না কেন? চারদিকের যে অবস্থা তাতে তো দম ফেটে মরে যাওয়ার উপায় হয়েছে। আর এই দম ফাটা অবস্থা হতে মক্তি হতে চাই কিছুটা স্বস্থি। আর তাই তো মাঝে মাঝে এতটুকু স্বস্থি পেতে আমাদের প্রয়োজন কিছুটা বিনোদন। তাই তো আজও আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি নাটকের রিভিউ নিয়ে। আশা করি আমার আজকের নাটকের রিভিউ পড়ে আপনাদেরও নাটকটি দেখার ইচ্ছে জাগবে।

Screenshot_1.png

প্রাপ্তি: YouTube

নাটকের কিছু তথ্য
নামযে প্রেম এসেছিল
পরিচালকরাফাত রহমান রিংকু
রচনাসোহেল রহমান
অভিনয়ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটীনি, সাবেরী আলম এবং আরও অনেকে
দৈর্ঘ্য৪২ মিনিট
মুক্তির তারিখ২৮ই সেপ্টেম্বর/২০২৩
ধরননাটক
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
প্রচারইউটিউব
চরিত্র

★ ইয়াশ রোহান-রাশেদ
★তানজিম সাইয়ারা তটীনি- তিথি

কাহিনী সংক্ষেপ

নাটকের মূল চরিত্র হলো তিথি এবং রাশেদ। রাশেদ একজন ডাক্তার। আর তিথি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। একদিন তিথির মা তিথিকে অফিসে ফোন করে বাসায় আসতে বলে। তিথির মা বলে তিনি অসুস্থ। যদিও বসের তারায় তিথি বাসায় আসতে রাজি হয়, তবু সে আগে বাসায় না যেয়ে আস্তায় দাড়িঁয়ে আইক্রিম খায়। কারন তিথি জানে যে তার মা মিথ্যা বলে তাকে বাসায় যেতে বলেছে। এটা হলো তার মায়ের অভ্যাস। বাসায় যেয়ে দেখবে যে হয় তার মা কোন কিছু রান্না করেছে সেটা রিভিউ দিতে বলবে। আর না হয় নতুন কোন শাড়ি কিনেছে সেটার রিভিউ দিতে বলবে। কিন্তু আজ কিন্তু তার ব্যতীক্রম হলো। তিথি বাসায় যেয়ে দেখে সবাই নতুন কাপড় পড়ে তৈরি হয়ে আছে। তিথির মা তিথিকে একটি বিয়ে শাড়ী ধরিয়ে বলে যে তৈরি হয়ে নে আজ তোর বিয়ে। তিথি কিছুতেই তার মায়ের উপর কথা বলতে পারে না।তাই স্বাভাবিক ভাবেই সে তৈরি হয়। কিন্তু তৈরি হয়ে তিথি আর বাসায় থাকে না। বিয়ের শাড়ী পড়ে বাহিরে চলে যায়। তিথি রিক্সায় করে যেয়ে একটি টং দোকানে বসে চা খায়।

1.png

2.png

এমন সময় রাশেদ সেখানে এসে একটি ঠিকানা দেখিয়ে তিথি কে ঠিকানাটা জিজ্ঞেস করে। তখন তিথি ঠিকানা দেখে বলে যে এই ঠিকানা যেয়ে কি করবেন। রাশেদ তিথিকে বলে আমার বন্ধুর বিয়ে তো তাই যেতাম আর কি। তিথি রাশেদ কে বলে এখানে যেয়ে লাভ নাই, মেয়ে তো বিয়ের আসর থেকে পালিয়েছে, কারন কনের বিয়েতে মত নেই। রাশেদ তিথি কে জিজ্ঞেস করে আপনি কি করে জানলেন। তিথি রাশেদ কে বলে যে সেই মেয়েটি সেই। এই কথা শুনে রাশেদ বলে ভালো তো। তখন তিথি রেগে যায়। রাশেদ তাকে বলে আমি এর আগে বিয়ে থেকে তিনবার পালিয়েছে। তারপর রাশেদ সেখান থেকে চেম্বারের কথা বলে চলে যায়। তিথি তখন জানতে পারে যে ছেলেটি ডাক্তার। তিথি রাতে বাসায় ফিরে আসলে তিথির মা তাকে অনেক বকে। তখন তিথি বলে কা্উকে না দেখে কি করে বিয়ে করা যায় ? তিথির মা তাকে বলে কেন গতকাল তো আমি ছেলেটির ছবি তোকে দিয়েছি।

3.png

4.png

তিথি রাতে তার রুমে ঢুকে টিবিলের উপর হতে ছেলেটির ছবি হাতে নিয়ে দেখে টং এর দোকানে যার সাথে দেখা হয়েছিল সেই ছেলেটিই এই ছেলে। কিন্তু তিথি বুঝতে পারে না ছেলেটি কেন তাকে মিথ্যে পরিচয় দিলো। পরদিন তিথি রাশেদের চেম্বারে যেয়ে রাশেদ কে বলে কেন সে তার সাথে মিথ্যা বলে কেন। রাশেদ তাকে বলে আপনার সাথে কথা বলার জন্য। তখন রাশেদের কাছে তিথি সরি বলে। রাশেদ তিথির সাথে অনেক ফান করে এবং এ ও বলে যে তিনবার বিয়ে থেকে পালানোর গল্প মিথ্যে। রাতে রাশেদ কল্পনা করে যে রাশেদ যখন তিথিকে বিয়ে করতে যাচিছল তখন তিথিকে সে রিক্সায় করে পালিয়ে যেতে দেখে। অবশ্য তিথির ছবি সে আগেই দেখিছিল। তখন রাশেদ টং এর দোকানে যেয়ে তিথির সাথে কথা বলে। তবে রাশেদের মা তাকে শান্তনা দিয়ে বলে যে যাতে কষ্ট না পায়।

5.png

6.png

এদিকে রাশেদ একদিন তিথির অফিসে যেয়ে তিথিকে আধঘন্টার ছুটি নিতে বলে এবং তিথি কে নিয়ে একটি রেস্টৃরেন্টে যায়। তখন রাশেদ তিথি কে তিথি কে বিয়ে করতে যাওয়ার কথা খুলে বলে। তখন কায়েদা করে তিথির বিয়ে করার ইচেছ আছে কিনা তা কৌশলে যেনে নেয় এবং তিথির পছন্দও যেনে নেয়। আর নিজেকে ছেলে হিসাবে কেমন লাগলো তা জানতে চায়। আর এদিকে রাশেদ তো তিথির প্রেমে পড়ে যায়।ঐদিকে তিথির মা তিথির জন্য ছেলে দেখে এবং রেস্টুরেন্টে কথা বলতে বলে। এদিকে রাশেদ ঠিক সময়ে খায় না দায় না, ঘুম নেই। পরদিন রেস্টু রেন্টে পাত্রের সাথে দেখা করতে গেলে তিথির পাত্র পছন্দ হয় না। কারন পাত্র এত বড় বড় কথা বলে যে তিথি শুনে তো পাগল হয়ে যায়।

7.png

8.png

এদিকে তিথি একদিন বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে যাচিছল তখন রাশেদ কে দেখতে পায় রাশেদ একজন গরীব মহিলা কে পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছে। তখন তিথি রাশেদ কে তার রিক্সায় তুলে নেয়। এর পর থেকে রাশেদ আর তিথির মধ্যে বেশ ভালো একটা রিলেশন ঘরে উঠে। দুজনে দিনের পর দিন ফোনে কথা বলে, ঘুরতে যায়। আর এভাবেই তাদের সময় কেটে যাচিছল। এদিকে রাশেদের মা রাশেদের জন্য মেয়ে ঠিক করে। একদিন একটি মেয়ে রাশেদের বাসায় আসে রাশেদ কে দেখতে। তখন রাশেদ তাকে উল্টাপাল্টা কথা বলে বিদায় করে দেয়। রাশেদ বলে সে একটি বিয়ে করেছে এবং সেই বউ কে সে মাডার করে মেরে ফেলে। এই কথা শুনে মেয়েটি পালিয়ে যায়। আর রাশেদ এবং তিথির দিনে বেশ ভালো ভাবে কেটে যায়। দুজনে ঘুরা ফেরা আর মোজ মাস্তি তে থাকে।

Uploading image #11...

এক সময়ে রাশেদ তিথি কে বলে যে তিথি আপনার ছবি দেখে আপনাকে আমার বেশ ভালো লাগে প্রথমেই। তখন আমাদের কোন পরিচিতি ছিল না। তাই তখন আপনি বিয়ের আসর হতে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু এখন তো আমার সমন্ধে আপনি সব জানেন। আর এখন আমি আপনাকে বিয়ে করতে চাই। তখন তিথি তার সম্মতি দেয়। আর তখন তাদের বিয়ে ঠিক হয়। আর কাজী যখন বিয়ে পড়াতে যায় তখন আর পাত্র কে খুঁজে পাওয়া যায় না। মানে পাত্র পালিয়ে যায়। এদিকে তিথি বার বার রাশেদের মোবাইলে ফোন করে ও রাশেদ কে পায় না। ঐদিকে রাশেদ টং এর দোকানে বসে খুশি মনে চা খায়। রাতে রাশেদ তিথির কাছে ফিরে আসে। বাড়ীর ছাদে তিথি অনেক কান্না করে। তখন রাশেদ তার সমস্ত কষ্ট ভালোবাসা আর ভালো লাগার কথা তিথি কে বলে। রাশেদ তিথিকে বলে যে ঠিক এই কষ্টটাই আমি সেদিন পেয়েছিলাম। যেদিন আপনি পালিয়ে গিয়েছিলেন। তখন দুজনের ভালোবাসার মধ্য দিয়ে দুজন সিদ্ধান্ত নেয় কাজী অফিসে বিয়ে করবে। আর এর মধ্য দিয়েই নাটকটি শেষ হয়ে যায়।

Uploading image #12...

image.png

❤️ব্যক্তিগত মতামত❤️

নাটকটির মধ্য দিয়ে পরিচালক দুজন মানুষের ভালো লাগা আর ভালোবাসা কে খুব সুন্দর করে তুলে ধরেছেন। আসলে কারো প্রতি ভালো লাগা বা ভালোবাসা না থাকলে তার সাথে সংসার করা যায় না। আর এখানে দুটি মানুষের মনের মিল আর ভালোলাগা আর ভালোবাসা থেকেই দুজন বেশ কাছে আসতে পেরেছে। বহু চেষ্টা করেও তাদের বিচেছদ ঘটানো যায়নি। আমার কাছে নাটকটি এক কথায় অসাধারন লেগেছে।

❤️ব্যক্তিগত রেটিং❤️

১০/১০

❤️নাটকটির লিংক❤️

আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন ।

❤️ধন্যবাদ সকলকে❤️

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW735LWMMgvNdmzY9gdTZLTvQUTjfuGerk7HkVFhydr9py91MzKuGJCHc5dMf2oCskaPxXaG7tSHnDFRpNk7aguG1SQ6oAXaRhaP3L8tnwaXyT.gif

image.png

আমার নিজের কিছু কথা

384549715_171479776007493_3210441826564088767_n.jpg
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। আমি একজন বাংলাদেশী নাগরিক। পেশাগত জীবনে আমি একজন চাকরি জীবি এবং গৃহীনি। সেই ছেলেবেলা হতেই আমি গল্প আর কবিতা লেখার চেষ্টা করে আসছি। অনলাইন প্লাটফর্মে কাজ করা আমার যেমন সখ, তেমনি ভাবে নিজেকে কিছুটা স্বচছতার মধ্যে পরিচালিত করাও আমার প্রতিজ্ঞা। সেই ছেলেবেলা হতেই গান বেশ ভালোবাসি। গান শুনতে ও গাইতে আমি বেশ পছন্দ করি। সেই সাথে পছন্দ করি গল্প কবিতা লিখতে। আমি ভিডিও এডিটিং সহ অনলাইন প্লাটফর্মের নানাবিধ কাজ করতে পারি। মাঝে মাঝে গলা ছেড়ে গান করতে বা গান রেকডিং করা আমার এক সময়ের বেশ জনপ্রিয় সখগুলোর একটি। তবে ইচ্ছে আছে নিজের দক্ষতা কে আরও বেশী বৃদ্ধি করে নতুন নতুন কাজ নিজের আয়ত্বে আনা। অবশ্য আল্লাহ যদি চান। ভালোবাসি প্রাণপ্রিয় মাকে। ‍যিনি মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন ওপারে। তবে জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো আমার প্রাণপিয় মাকে নিজের ভালোবাসার কথা বলতে না পারা। সবার কাছে আমার জান্নাতি মায়ের জন্য দোয়া চাই ।

আমার ব্লগটির সাথে থাকার জন্য ধন্যবাদ

image.png

image.png

Sort:  
 last year 

সত্যি আপু ভালোবাসা না থাকলে কখনো সংসার করা যায় না। এই নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমিও কিছুদিন আগে দেখেছি। অনেক সুন্দর করে রিভিউ শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপু আপনি খুব সুন্দর নাটক রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। এখনও এই নাটক দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই দেখবো। বর্তমানের নাটক দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 last year 

আরে তাড়াতাড়ি দেখে নেন। তা না হলে মিস হয়ে যাবে। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপু আপনি চমৎকার একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। কিছু দিন হলো এই নাটকটি দেখলাম। খুবই সুন্দর একটা নাটক। লাস্ট পর্যায়ে যখন ইয়াশ রোহান বিয়ে না করে পালায় যায় তখন আমি খুবই এক্সাইটেড।পরে তাদের মিল হয়ে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। যাইহোক আপনি চমৎকার ভাবে নাটকটির রিভিউ উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

খুব সুন্দর একটা রোমান্টিক নাটক আপনি রিভিউ করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে, যদিও এই নাটকটা আমার দেখা হয়ে ওঠেনি দেখার চেষ্টা করব। আপনার উপস্থাপন খুবি সুন্দর ছিল।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 last year 

আসলে প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের সবারই বিনোদন নেওয়া উচিত। বিনোদন নিলে মনটা একেবারে ফ্রেশ থাকে এবং ভালো থাকে। আপনি যে প্রেম এসেছিল নাটকটার রিভিউ অনেক সুন্দর ভাবে করেছেন। আপনার এই নাটকের রিভিউ পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। আপু এই নাটকের শেষের দুইটা ফটো আপলোড হয়নি মনে হয়। এগুলো দেখবেন আশা করছি।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68253.22
ETH 2446.62
USDT 1.00
SBD 2.36